ইউজার লগইন

তোমার জন্য কথকতা..

এই চিঠিটা তোমার, হ্যাঁ সত্যিই তোমার জন্য।

তুমি অসাধারণ সব চিঠি লিখতে পারো।
স্রষ্টা অতটা ভালো লেখার ক্ষমতা যাকে তাকে দেন না, জানো?

একটা সাদা কাগজে লেখা কিছু কথা যে কারও
জীবনটাকে দেখার চোখটাই পাল্টে দিতে পারে,
তা কয়জনই বা জানে!

আমিই বা কি ছাই জানতাম তোমায় জানার আগে?!

অনেকেই বলে থাকে,
কাউকে নাকি তার নিজের চাইতে বেশি আর কেউ বুঝতে পারে না।
আমার মাঝে মাঝেই মনে হয়,
মনে হয় না আমি নিজেকে অতটা বুঝতে পারি - যতটা তুমি বোঝো!

যাই হোক,
সেই সে-ই-ই-ই থেকেই শখ ছিল আমার,
একটা চিঠি লেখার..শুধুই তোমার জন্য।

হাজার হোক, দুইদিনের দুনিয়া!
এখনও কত্ত কথা বলার বাকি,
হুট করে একদিন মরে টরে গেলে বড় ঝামেলা,
ভূত টুত হয়ে ফিরে এসে তোমাকে জ্বালানোটা একটা যন্ত্রণাই হয়ে যাপে!

মাঝেই মাঝেই তুমি একটা দুইটা কথায় মন খুব ভালো করে দাও,
মাঝে মাঝে আবার কিছু না বলেই। হয়তো একটু অন্যরকম করে তাকানোয়।
কিছুই বলার থাকে না আমার, কিচ্ছুটি না। একটুকরো হাসি দিয়েই খালাস!

আমারও ইচ্ছে করে খুব, একেকটা দিন তোমার মন খুব খুব ভালো করে দিতে।
অতটা হয়তো পারি না, আসলে সবাইকে দিয়ে সবকিছু করা হয়েই উঠে না।

প্রতিদিনকার আলো অন্ধকারে তোমাকে যতটা চিনি এবং হয়তো জানি,
খুব সম্ভবত নিজের চাইতেও একটু বেশি - ভালোবাসি।

তুমি নিজেই মাঝে মাঝেই বলো অতটা ভালবাসতে নেই, কাউকেই।
কষ্ট পেতে হয়, অনেক।
আমার কি মনে হয় জানো? ইটস 'অরদ ইট'!

আর, অন্তত এ-ত-ত-ত-তটা ভালোবাসবো না-ই বা কেন বলো?
রোদে পুড়ে যেতে পারি ভেবে আগলে আগলে রেখেছো, ভালোবাসায়।
আবার কেবল আমি ভালোবাসি বলেই,
হঠাৎ বৃষ্টিতে ভেসে যেতেও মানা করো নি কখনোই।
এতদিনকার সুখ-দুঃখ-মুহূর্তজুড়ে এভাবে স্নিগ্ধ ছায়ার চাদরে কে-ই বা এভাবে
এতটা আদরে আদরে ভরিয়ে রাখে আর কারও দুষ্টু মিষ্টি দিনগুলি?

আপনমনে একটু ভাবতে বসলেই দেখি,
আমার 'আমি' র যে টুকু আমার 'ভালোলাগা';
তার সবটুকু জুড়েই তোমার নিশ্চুপ পথচলা।

মাঝে মাঝেই -
খুব করে আসা অসময়েও মন ভালো হয়ে যায়,
তোমার আলতো চাহনিতে নিজের আর
আর সবার পদচিহ্নপানে তাকাতেই।

জানি, এর সবই তোমার হয়তো জানা।
তবুও, একবার নয় আমার কাছেও শুনলে!

জানো, মাঝে মাঝেই একটা গান শুনলেই তোমার কথাই মনে পড়ে।
তোমাকে, এক দুইবার বলেছিও বা হয়তো। এই গানটা ।

When I am down and, oh my soul, so weary;
When troubles come and my heart burdened be;
Then, I am still and wait here in the silence,
Until you come and sit awhile with me.

You raise me up, so I can stand on mountains;
You raise me up, to walk on stormy seas;
I am strong, when I am on your shoulders;
You raise me up... To more than I can be.

[Instrumental break]

You raise me up, so I can stand on mountains;
You raise me up, to walk on stormy seas;
I am strong, when I am on your shoulders;
You raise me up... To more than I can be.

You raise me up, so I can stand on mountains;
You raise me up, to walk on stormy seas;
I am strong, when I am on your shoulders;
You raise me up... To more than I can be.

You raise me up, so I can stand on mountains;
You raise me up, to walk on stormy seas;
I am strong, when I am on your shoulders;
You raise me up... To more than I can be.

You raise me up... To more than I can be.

আর, এই গানটাও।

Ohhhh, oh, oh, oh, ohhh.
It must have been cold there in my shadow,
To never have sunlight on your face.
You were content to let me shine, that's your way.
You always walked a step behind.

So I was the one with all the glory,
While you were the one with all the strength.
A beautiful face without a name for so long.
A beautiful smile to hide the pain.

Did you ever know that you're my hero,
And everything I would like to be?
I can fly higher than an eagle,
For you are the wind beneath my wings.

It might have appeared to go unnoticed,
But I've got it all here in my heart.
I want you to know I know the truth, of course I know it.
I would be nothing without you.

Did you ever know that you're my hero?
You're everything I wish I could be.
I could fly higher than an eagle,
For you are the wind beneath my wings.

Did I ever tell you you're my hero?
You're everything, everything I wish I could be.
Oh, and I, I could fly higher than an eagle,
For you are the wind beneath my wings,
'cause you are the wind beneath my wings.

Oh, the wind beneath my wings.
You, you, you, you are the wind beneath my wings.
Fly, fly, fly away. You let me fly so high.
Oh, you, you, you, the wind beneath my wings.
Oh, you, you, you, the wind beneath my wings.

Fly, fly, fly high against the sky,
So high I almost touch the sky.
Thank you, thank you,
Thank God for you, the wind beneath my wings.

আজ এটুকুই, আপাতত আর কিছু বলার নেই।
ভালো থেকো তুমি, ভালোবাসা নিও।।

পোস্ট স্ক্রিপ্টঃ শুভ জন্মদিন, বায়া

[মর্ম, আমার চার বছরের বড় পিঠাপিঠি ভাই!
আমি আদর করে 'ভাইয়া' থেকে 'বায়া' করে নিয়েছি! ]

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


কিউট পোষ্ট। শুভেচ্ছা দুই ভাইকেই!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যান্কুস! Laughing out loud

টোকাই's picture


বাহ, চমৎকার Smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ধন্যবাদ। Smile

তানবীরা's picture


কিউট পোষ্ট। শুভেচ্ছা দুই ভাইকেই!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Laughing out loud

নিভৃত স্বপ্নচারী's picture


সুন্দর পোষ্ট।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ। Smile

শওকত মাসুম's picture


বাহ!

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Laughing out loud

১১

মর্ম's picture


মন্তব্য নিষ্প্রয়োজন

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

১৩

দূরতম গর্জন's picture


দ্বিতীয় গানের কথাগুলো হ্রদয় ছোয়া

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!