ইউজার লগইন

বুনোহাঁসের গান এবং অন্যান্য কথকতা

ব্লগে এলেই আমার মাঝে মাঝে শান্ত ভাই এর মতন হয়ে যেতে মন চায়। কি সুন্দর যখন যা ইচ্ছে করে এলোমেলো, গুছিয়ে লিখে ফেলে চমত্‍কার। নিমিষে।
হিংসা লাগে একেকটা দিন, একটু একটু।

আমি পারি না, সাধারনত। একটা দুটা লাইন মাথায় বেশি ঘুরাঘুরি করলে হয়তো হঠাত্‍ একটা কিছু লেখা হয়ে যায়, এলোমেলো। কিন্তু মন খুলে টানা একটা কিছু লেখা আর আমার হয়ে উঠে না।

আজকালকার ভার্চুয়াল দুনিয়ায় এফবি যদি বাসা হয়, এবি আমার কাছে ঘরের মতন মনে হয়।

তবুও আমি পারি না, মনের মতন যখন তখন ইচ্ছে যেমন লিখে যেতে। নিজে না হতে পারি, লেখার মনটা বড় বেশি বাউন্ডুলে হয়ে গেছে। বড্ড বেয়াড়া, কিছুতেই পোষ মানে না। বলতে গেলে, ঘরের ভেতর নিজের কাছেই পর পর অবস্থা!

মাঝে মাঝে মন খারাপ লাগে, আগে কত্ত কিছু লিখে ফেলতাম হঠাত্‍ করেই, আবোল তাবোল। মন ভালো হয়ে যেতো।

এমন না যে এখন আর মুভি দেখিনা অথবা ভালো পছন্দসই গান পাই না শোনার। সংখ্যায় কমে এলেও ভালো লাগা মুহুর্ত গুলো ফিরে আসতে ভুলে না। লেখার মন আর সময় কে এক সুতায় বাধতে পারি না বলেই হয়তো বলে ব্যাটে হয় না।

আজকেই আমার সুপ্রিয় হলিউড জুটি এডাম স্যান্ডলার আর ড্রিও ব্যারিমোর এর নতুন একটা মুভি দেখলাম, নাম 'ব্লেন্ডেড'। একটা বোগাস ব্লাইন্ড ডেট থেকে দুইটা ব্রোকেন ফ্যামিলির ঘটনাচক্রে এক হয়ে উঠার গল্প, টাইমপাস হিসেবে খারাপ না। আসলে এই দুইজনকে দেখলেই আমার খুব খুব প্রিয় মুভি 'ফিফটি ফার্স্ট ডেটস' মনে পড়ে যায়, মন ভালো হয়ে যায়।

ইদানিং কালে আরও যত মুভি দেখছি ভালো, এদের মধ্যে বেস্ট নিঃসন্দেহে 'এবাউট টাইম'! ফ্যান্টাসি রোমান্স ঘরানার মুভি। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, 'ইল্লজিকাল', 'চাইল্ডিস', 'ইম্যাচিওর' এটসেটরা এটসেটরা বলে। টাইম ট্রাভেল নিয়ে ইংলিশ ম্যারিকান মুভি সো কিছু খুত তো থাকবেই। তবুও বলতে গেলে পুরাই অচেনা কাস্টের মুভিটা আমার কাছে এতটাই ভালো লাগছে যে, প্রিয় যত কাছের মানুষদের সাথে আলাদা করে দেখাতে বসে অলরেডি ৭/৮ বার দেখা হয়ে গেছে।

আই এম ডি বি-তে এই মুভি সম্পর্কে একজনের বলা একটা কথা না বলে পারতেছি না। তার মতে -

"a witty, intelligent, charming, sweet film with surprising depth and heart."

আমি সর্বাংশে সহমত।

এই মুভির একটা প্রিয় কোটেশন দিয়ে আজকের মুভিলাপ শেষ করি।

“We’re all traveling through time together, every day of our lives. All we can do is do our best to relish this remarkable ride.”

এবার আসি গানে, বলা ভালো বুনোহাঁসের গানে। যার জন্য আজ এই লেখা, আরও একবার আবোল তাবোল কথকতা।

নতুন ভারতীয় বাংলা মুভি বুনোহাঁস। গানগুলি আজই শুনলাম। প্রথমবার শুনতে শুনতেই বুঝতে পারছিলাম, এবার আর একটা কিছু না লিখে উপায় নেই।

পাঁচটা মাত্তর গান, প্রায় প্রত্যেকটাই চমত্‍কার। বিশেষ করে মিউজিক আর লিরিক খেয়াল করলে বিশ্বাস করতে ইচ্ছে হয় না যে এগুলি কোন মুভির গান।

প্রথম গানটা বনি চক্রবর্তীর গাওয়া, জিন্দেগী কাহিন ভি।

কিছু লাইন এরকম -

"বল কোনদিকে মন দৌড়োবি?
জিন্দেগি কাহি ভি থামতি নাহি।

ছুটছে দেখ শহর নদী,
জিন্দেগি কাহি ভি থামতি নাহি।

স্বপ্ন রঙ্গীন চোখের পাতা ফ্যাকাসে,
দিন রাত্রি দিন ভীড়ের মাঝে একা সে।

তাও দেয় উড়ান একলা পাখি,
জিন্দেগি কাহি ভি থামতি নাহি।

সুখ কোথায়, বল দুঃখ কি?
জিন্দেগি কাহি ভি থামতি নাহি।"

এর পরের গানের কথা গুলো চমত্‍কার, সাথে রাজা হাসানের আলাপ আর লোপামূদ্রার আঞ্চলিক গলা আর দারুন ব্যাকভোকাল।আহ!

"আমি আইলাম রে কোন ঠাঁই,
ও সাঁই আইলাম রে কোন ঠাঁই?
দেহি বাতাস বলে চোখের জলে,
গোসল করি আয়।

আমি ক্যামনে ফিরা যাই,
ও বলে ক্যামনে ফিরা যাই?
যদি জীবন গাঙে
জোয়ার ভাঙে বুকের দড়িয়ায়?

শীতল পাটির নিচে থাকে ভিজে মাটির মন,
ফিরতে গেলে পিছু ডাকে কোন সে আপনজন?
নদীর বাঁকে জেগে থাকে চর,
হারিয়ে ঠিকানা খোঁজে ঘর।

হারিয়ে ঠিকানা খোঁজে ঘর..

অকুল পাথার ভাইঙ্গা শ্যাষে,
পাইলাম সাকীন আপন দ্যাশের;
ফিরন ঘাটে বাইন্ধা আইলাম নাও।

এক পা রাখি বাসার টানে,
আর পা চলে পিছন পানে;
কি করি সাঁই তুমি কইয়া যাও।

সব পথ ফুড়োয় না সব ঢেউ কুড়োয় না,
সব জল জুড়োয় না জ্বর।
ইচ্ছেরা তার তো ফিরতেও না পারতো,
স্বপ্নেরা স্বার্থপর।

হারিয়ে ঠিকানা খোঁজে ঘর.."

তারপর আসে 'এসেছে রাত', পাপন আর শ্রেয়ার রোমান্টিক ডুয়েট। কিছু কথা এরকম -

"এসেছে রাত ভিজে হাওয়ার,
খোলা চিঠির পাশে থাক;
খেয়ালি খাম।
তোকে হঠাত্‍ ভুল করে,
হয়তো আজ ছুঁয়ে দিলাম।

তোকে হঠাত্‍ হয়তো আজ..

রাত দুপুরে ডাকছে দুরে দীপ,
ইচ্ছে জ্বালে তার কপালে টিপ।
সে যেন জানে সব,
কথাদের মানে সব;
সুখ ভেজা পালক!

কেউ তো নেই; বৃষ্টি হোক,
জানলা দিয়ে রাখছি চোখ।
পাড়া নিঝুম উড়েছে ঘুম,
রাতের চাদরে।

এসেছে রাত ভিজে হাওয়ার,
খোলা চিঠির পাশে থাক;
খেয়ালি খাম।
তোকে হঠাত্‍ ভুল করে,
হয়তো আজ ছুঁয়ে দিলাম।"

চারে আছে তোরশা সিরকারের 'আঁকা বাঁকা আলো ঢাকা', আমার এতো ভালো লাগে নাই তাই এ নিয়ে আর কিছু বললাম না।

লাস্ট গানটা এক কথায় এত্তগুলা সুইট! অনিন্দ চট্যোপাধ্যায় আর শ্রেয়ার গাওয়া 'বেলা বয়ে যায়'।

গানটার কিছু কথা এরকম -

"ওরে ও ওরে ও,
ডাকে মন সোনা মন।
বেলা বয়ে যায়,
সে গেছে কাদের নায়?
জোছনা গাছে ফুল ধরেছে,
খোকা ঘরে আয়।

রোদ্দুরে ডানা মেলে,
রংধনু গায়ে ফেলে;
চাঁদের কপালে চাঁদ টিপ।
রোদ্দুরে গেলে উড়ে,
সাতরঙা মিঠে সুরে;
আমাকে খুঁজে পেলে দিক।

ওরে ও ওরে ও,
ডাকে মন সোনা মন।
মায়ার পাখি গায়,
দেখো সূয্যি ফিরে চায়।
আলোর জাহাজ,
খেলবি না আজ;
আয় না ঘরে আয়।

সোনার কাঠি কই?
শীতল পাটি কই?
নিশুত রাতে তোমায় ছুঁয়ে
একলা জেগে রই,
কোন বাগানের মাথার উপর
চাঁদ উঠেছে ওই?
মাগো,
কোন বাগানের মাথার উপর
চাঁদ উঠেছে ওই?"

গানগুলি শুনে নিতে পারেন নিচের ঠিকানায় -
www.musicjagat.com/buno-haansh-2014-bengali-movie-mp3-songs-download

আর কি, আজ তাহলে এখানেই থাকুক।
ভালো থাকুন সবাই,
প্রতিটি দিন প্রতিটি ক্ষন।

এবি'র জন্য ভালোবাসা..

পোস্টটি ২৪ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


আজকাল কোলকাতায় জান লেওয়া সব ভাল গান হচছে। মাথায় ঢুকে যায় সব

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কথা সইত্য।

আরাফাত শান্ত's picture


গত পরশু দিন শুনলাম, গানগুলো আসলেই জোস!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ইস্পিশালি ২, ৩ আর ৫ আমার মারাত্মক ভালো লাগছে।
ইউনিক এন্ড বিউটিফুল মিউজিক।

জ্যোতি's picture


ব্লগে এলেই আমার মাঝে মাঝে শান্ত ভাই এর মতন হয়ে যেতে মন চায়। কি সুন্দর যখন যা ইচ্ছে করে এলোমেলো, গুছিয়ে লিখে ফেলে চমত্‍কার। নিমিষে।
হিংসা লাগে একেকটা দিন, একটু একটু।

সহমত।
গুটুর মুটুর করে বলা কথায় ভরা সুইট একটা পোস্ট।
আমাকে একজন ব্লেন্ডেড দেখতে বলছিলো, কেনা হয় নাই, দেখাও হয় নাই।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


থ্যাঙ্কুস.. Smile

দেইখা ফেলান, ভালোই লাগবো।
এবাউট টাইম টাও মিস কইরেন না।

প্রিয়'s picture


এক, তিন আর পাঁচ নাম্বার গানটা অসাম।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


দুইটা কমন। Smile

মুনীর উদ্দীন শামীম's picture


আজকালকার ভার্চুয়াল দুনিয়ায় এফবি যদি বাসা হয়, এবি আমার কাছে ঘরের মতন মনে হয়।

Applause Applause

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বিষণ্ণ বাউন্ডুলে's picture

নিজের সম্পর্কে

i love being my bro's bro..!

কী আর বলব..?

বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!!

মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয় আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না..নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি..ভাবি বড় হয়ে গেছি আবার কাজে কর্মে ছোট ছোট ভাব টা এখনো ঝেড়ে ফেলতে পারিনা..বেশ অভিমানী আর জিদ্দি but i love havin fun in anythin..লাইফে এক্সামগুলোর দরকার টা কী ভেবে পাইনা..ভালোবাসি গল্পের বই পড়তে,গান শুনে সময় কাটাতে আর কিছু কিছু সময় নিজের মত থাকতে..

আর কি বলব..?!

...here i am!!