শুধু ফেরা পথ টুকু, ঘেরা পথ টুকু; সেরা পথ হয়ে থেকে যাক..
কিছু কিছু গান আছে, একবার শুনলেই মন কিনে নেয় বিনে পয়সায় - নিমিষেই। কোন একটা সময়ের বা কিছু মুহুর্তের অবয়ব হয়ে সাড়ে তিন হাত মাটির মতন স্থায়ী ঠিকানা গড়ে বসে যায় মরমে, অন্তরে সবচাইতে কাছের অথচ হারিয়ে যাওয়া বন্ধুর স্মৃতিছোঁয়া ব্যাকুলতায়। অদ্ভুত মাদকতাময় বিষাদে আচ্ছাদিত হয়ে যায় চারপাশ, আপনাতেই। আবার আনমনেই মনের মুকুরে প্রিয় কোন স্মৃতিজাগানিয়া সুখে ঠোটের কোনে উঁকি দিয়ে যায় এক চিলতে হাসি, এলোমেলো হাওয়ায় মন ভালো হয়ে যায়। মনে হয়, কি অদ্ভুত সুন্দর এই বেঁচে থাকা!
"ঝরে ঝরে পড়ে ছিমছাম
শুকনো পাতার স্তুপ,
কবে যেন কাকে চিনতাম
ডাকবাক্সেরা চুপ।
কিছু পিছু ডাকা শার্শীতে আঁকা
চুপ করে থাকা বন্ধু,
স্বপ্নের জালে লন্ঠন জলে
গল্পেরা চলে কোনদুর।
রাস্তা ফেলে..হুহু..হুহুহু..
শুধু ফেরা পথ টুকু,
ঘেরা পথ টুকু;
সেরা পথ হয়ে থেকে যাক -
আজ বিকেলে..
দেখো কুয়াশার নেই ডাক নাম
তবু চশমার চোখে বাষ্প,
মিঠে রোদ্দুর চায় রেলিংএর সায়
একদিন নিতে আসবো।
কবে জানি না,
কবে জানি না..
দেখো হাত থেকে হাত কাচঘুম
যেন শীত চলে গেছে পড়শু,
যদি দেখা হয়ে যায় চেনা রাস্তায়
ফিরে যেতে চায় মরসুম।
কেন জানি না,
কেন জানি না..
শুধু ফেরা পথ টুকু,
ঘেরা পথ টুকু;
সেরা পথ হয়ে থেকে যাক -
আজ বিকেলে,
আজ বিকেলে.."
ইচ্ছে হলে খুঁজে পাওয়ার ঠিকানা, এই যে -
www.youtube.com/watch?v=zoWHse5shcI
ভালো থাকুক সকল প্রাণ,
প্রতিটি দিন; প্রতিটি ক্ষন।
খুব সুন্দর গানটা। আগে শুনি নি।
কিছুটা পুরাতন আর অজনপ্রিয় মুভির গান। বছর খানেক আগে মুভিটা দেখার পর থেকেই এই গানটা নিয়ে কিছু লেখার ইচ্ছে ছিল, অবচেতন মনে কোন শীতের বিকেলের অপেক্ষায় ছিলাম হয়তোবা। আজ লেকের পারে বসে চা খেতে খেতে লেখা হয়ে গেল!
সিনেমার কি নাম?
অবশেষে
ইট ফিলস গুড টু মেক এনিওয়ান স্মাইল।
সুন্দর গান
গানটা তো সুন্দরই কিন্তু আমার হিংসা হচ্ছে আপনি লেকের পাড়ে বসে লিখেছেন শুনে
আপনার বাসা কি লেকের পাড়ে?
নাহ, বাসা থেকে প্রায় আধা ঘন্টার পথ।
একটু ইস্পিশাল চা এর ব্যাপারে আমার ঝোক একটু বেশি। ওখানকার এলাচী দুধ চা টা চমত্কার।
আর বিকাল কাটানোর জন্য ঢাকায় আসলে খুব বেশি ভালো যায়গা পাই না। মাঝে মাঝে ওখানেই যাই তাই। কানে গান আর হাতে চা নিয়ে হরেক রকমের মানুষ দেখতে দেখতে দিব্যি কেটে যায় সময়।
ফাকিবাজি পুষট
তাও তো একটা দুইটা লাইন লেখার চেষ্টাই!
আর আপনেরা দুই বইন যে এমনে ডুব দিয়া আছেন?! >_<
আমরা জীবনের নানা পথে অভিগগতা সনচয়ে ব্যসত ........ এরপর লিখতে বসবো

কিস্তিতে শেয়ারিং শুরু কইরা দেন, মানুষজনরে এত অপেক্ষায় রাখা ভালু না।
কোন ছবির গান এটা?
ইন্ডিয়ান বাংলা মুভি 'অবশেষে'।
মন্তব্য করুন