অমলিন.. [ খুচরো পঙক্তিমালা! ]
# # #
আলো আধারির সুরে গানে,
কান্না হাসির পথচলা -
হঠাৎ হাওয়ার গায়;
কফির ধোঁয়ার ডাক
ছুঁয়ে যাক আর নাই থাক -
আনমনা একটুকু চাহনিতে,
বিষাদলোকের দিন;
অমলিন..
# # #
বাতাসে -
পাতার
আওয়াজে
দিন,
মেঘছোয়া
নীরবতায়;
অমলিন..
# # #
গানবন্দী,
স্বপনছোঁয়া;
বিষাদলোকের দিন -
প্রখর
রৌদ্র কিরনেও
অমলিন..
# # #
আউলা বাতাসে,
এলোমেলো;
যথাযত যথা তথা
কত কথা কথকতা -
নিয়ন ছোঁয়া
অন্ধকারেও,
এদিক সেদিক;
খামখেয়ালি
আলোর পরশ
উদাস করা -
অযথাই,
রাত্রিদিন;
অমলিন..
# # #
আজ মন খারাপ,
খুব মন খারাপের দিন।
রোদ্দুর হোক,
বৃষ্টি ঝরুক -
বিষাদলোকের ছায়া?
অমলিন..
# # #
রোদ্দুরেও,
মেঘলা মন;
বৃষ্টিভেঁজে
সমুদ্দুর -
ভালোবাসা; বহূদুর..
আঁধারেও,
চোখের তারায়;
সুপ্রিয় স্মৃতিছোঁয়া
সূর্যের দিন -
অমলিন..
ওয়েলকাম এগেইন।
সুইট সব পংক্তিমালা!
যাই নাই তো কোথাও!
সাময়িক বিরতি তো, তাই জানালাম!
মিষ্টি - অমলিন
বেশ
জেনে ভালো লাগলো।
সুন্দর কবিতা
অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।
মন্তব্য করুন