ইউজার লগইন

যদি বন্ধু হও তবে বাড়াও হাত !

প্রিয় কবির ঢংয়ে বলি, " ঈর্ষাতুর নই আমি তবুও তোমাদের ..বড়ো ঈর্ষা করি ।"
কেননা তোমরা সবাই সবার বন্ধু । কী ভীষণ সাবলীল তোমাদের কোলাহল !
তাই বুঝি, ভীষণরকম টেনেছিলো বন্ধুভাবাপন্ন এই পরিবেশ । আর সে কারণেই এখানে আসবার লোভ সামাল দিতে পারিনি । কিন্তু, আসরের আনন্দে মেতে ওঠবার উদগত আবেগে বড়বেশি তাড়া ছিলো যেনো । তাই, শৃঙ্খলা ( সদস্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া) কে এই অভাজন ভেবে নিয়েছিলো অবজ্ঞা ভীষণ ! মেজাজের আঁচ ঝরাতে তাই দ্বিধাহীন পত্রবাণ ...। অভিযোগের ফিরতি বার্তায় তিরস্কার নয়, জানানো হয়েছিলো সাদর আমন্ত্রণ !!! ... কিন্তু ততোক্ষণে, নিজের 'কার্যকলাপে' যথেষ্ট
রুচির অনুপস্হিতি দেখে লজ্জিত, বিব্রতমন !
প্রায়, এসে দেখে গেছি এই ব্লগের বন্ধুদের প্রাণের উচ্ছ্বাস । আর থাকা গেলো না । তাই, আজ লজ্জার বৃত্ত ভেঙ্গে, আমরা বন্ধুর এই আসরে চলেই এলাম আমি, 'বাতিঘর' । দিতে এলাম, নিতেও এলাম " ভালোবাসা ! " সবার জন্য শুভেচ্ছা নিরন্তর !!!

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

নীড় সন্ধানী's picture


আরে এটা কিং অব কমেন্ট বাতিঘর নাকি? এতদিন কোথায় ছিলে???
এখানে এত সংকুচিত কেন? জায়গা নতুন, মানুষ সব পুরোনো।
আবেগ খুলে চারহাতপা দিয়ে লেখা শুরু করো। Smile
বাতিঘরের আগমন, শুভেচ্ছা স্বাগতম (গোলাপফুলের ইমো হবে)

সুবর্ণা's picture


কেমন আছেন? অনেক অনেক শুভেচ্ছা আর স্বাগত জানাই আপনাকে।

বাতিঘর's picture


নীড়ুদাআআআআ এইসব বলে আমাকে বিব্রত করার জন্য তীব্র প্রতিবাদ জানালাম ! 'ইমু' হবে মানে কী? আপনিও জানেন না নাকি কেমনে ইমু দেয় ? ধুরোওও ...হাতপা খুলে কেমনে লেখে ? দেখাই দেন, আমি খুপ ভালু শিক্ষার্থী দ্রুত শিখতারি( চোখ পিটপিটের ইমু হপে) আমাকে স্বাগতম জানাবার জন্য কৃতজ্ঞতা । ভালো থাকবেন ।

নীড় সন্ধানী's picture


বিব্রত তো অন্যরেই করতে হয়, কারন কবি বলে গেছেন, "নিজেরে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পরে" Wink

সুবর্ণা's picture


হ ঠিক কথা..

সাঈদ's picture


তাই তো , কবির এই মহান বানী ভুলেই গেছিলাম।

সাঈদ's picture


আরে বাতিঘর যে !!!! বুকে আসেন .........
কমেন্ট বস চইলা আইছেন !!!!

বাতিঘর's picture


নাকানি-চুবানি খেলাম খানিক । মন্তব্যের উত্তর লেখি আর যন্তর আমারে কই কই নিয়া যায় ।
ইমুর অভাবে কান্দন স্হগিত রাখলাম । এখন আসল কথায় আছি..সুবর্ণা, বোনডি আপনাকে দেখে যারপরনাই খুশি হলাম ! সব আপনালুক কি যে ভালো লাগছে !! আছেন কেমন? অনেক কৃতজ্ঞতা সুবর্ণা । ভালো থাকা হোক নিরন্তর ।

সুবর্ণা's picture


ভালো আছি। আপনি হটাৎ করে নাই হয়ে যান কেন? আপনাকে খুব মিস করি ভাই।

১০

বাতিঘর's picture


@ সাঈদ ভাই, আছেন কেমন বস? খুবই আনন্দ পেলেম আপনার মুখদর্শনে ! ব্যাপক ভালো থাকবেন ।

১১

নড়বড়ে's picture


স্বাগতম! হাত বাড়াইছি, এখন চা-পানি খাওয়ার পয়সা দেন দেখি ... Smile

১২

বাতিঘর's picture


ঘোর কলিকাল আর কারে বলে ! অতিথি আসলে তারেই কলাটা- মূলাটা খাওয়ার জন্য সাধাসাধি করা হপে , উল্টা দেখি পয়সা চায় ! কই আসলাম রে বাপ! ধন্যবাদ ভাইডি । শুভেচ্ছা নিরন্তর ।

১৩

নীড় সন্ধানী's picture


হ স্বাগতম দিছি, চা-বিড়ির পয়সা ছাড়েন।
তয় মনে রাখেন স্বাগতমের পয়সা খালি আমারেই দিবেন। আমিই পয়লা স্বাগতম দিছি আপনারে। সুতরাং এই পুষ্টের সকল স্বাগতমের কপিরাইট আমার। বাকী সবগুলা পাইরেটেড স্বাগতম!!!! খুব খিয়াল কৈরা!

১৪

বাতিঘর's picture


আপনেরে তো ভালু লুক বলেই ঝান্তাম নীড়ুদা ...জব্বর কাগুর ভাইরাসে দেখি ভালুই ধরসে আপনারেও!

১৫

হাসান রায়হান's picture


সুন্দর লেখার হাত আপনার। প্রোফাইলের লেখাগুলি অনেক অনেক ভালো লেগেছে। স্বাগতম।

১৬

বাতিঘর's picture


অসংখ্য ধন্যবাদ রায়হান ভাই ।ভালো থাকবেন । শুভেচ্ছা নিরন্তর ।

১৭

জ্যোতি's picture


আপনাকে স্বাগতম। প্রাণ খুলে লেখেন। আপনার বাতির আলোয় ব্লগঘরটাও আলোকিত হোক।

১৮

বাতিঘর's picture


কাম সারছেদি! নামেই বাত্তিঘর বোনডি কামে না..(ব্যাপক বিভ্রান্ত হইছি তার ইমু হপে) অনেক ধন্যবাদ আমাকে স্বাগতম জানানোর জন্য । শুভেচ্ছা নিরন্তর ।

১৯

নজরুল ইসলাম's picture


'আমরা বন্ধুতে' স্বাগতম। বিসমিল্লা পোস্ট হিসেবে খুবই সুন্দর একটা লেখা দিলেন। আপনার লেখা ভালো লাগলো। প্রোফাইলের লেখাটাও। নিয়মিত আপনার লেখা পড়ার আগ্রহ জানায়ে রাখলাম

২০

বাতিঘর's picture


অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা নজরুল ভাই ! ভালো থাকুন । শুভেচ্ছা নিরন্তর !

২১

মাহবুব সুমন's picture


আমরা বন্ধুতে সুস্বাগতম

২২

বাতিঘর's picture


কৃতজ্ঞতা জানাইলাম । শুভেচ্ছা নিরন্তর ।

২৩

শওকত মাসুম's picture


এইবার নতুন লেখা দেন। তার আগে স্বাগতম জানাইলাম।

২৪

বাতিঘর's picture


ধন্যবাদ ভাইডি । শুভেচ্ছা নিরন্তর ।

২৫

পুতুল's picture


'আমরা বন্ধুতে' স্বাগতম।প্রোফাইলের লেখাগুলি অনেক ভালো লেগেছে।এইবার নতুন নতুন লেখা দেন।আপ্নাকেও ভালোবাসা।:p

২৬

বাতিঘর's picture


পুতুল পুতুল দেখতে তুমি
নামটিও যে তাই
কী শোনালে বাণীতে তুমি
লজ্জাতে মরে যাই !
......অনেক ধন্যবাদ বোনডি । ভালো থাকবেন নিরন্তর ।

২৭

পুতুল's picture


তমাকেও ধন্যবাদ ভাইডি।

২৮

রুমন's picture


খুব সুন্দর লেখা
স্বাগতম

২৯

বাতিঘর's picture


ব্যাপক ধইন্যা ভাই । শুভেচ্ছা নিরন্তর ।

৩০

বোহেমিয়ান's picture


স্বাগতম এবিতে ।
ভালো লাগল

৩১

বাতিঘর's picture


ধন্যবাদ ভাইডি । ব্যাপাক ভালু থাইকেন SmileSmileSmile

৩২

বকলম's picture


ব্যাপক স্বাগতম আপনারে। হুলুস্থুল সব পোষ্ট দিয়া ফাটায়া দেন বস। Laughing out loud

৩৩

বাতিঘর's picture


কনকি বস্ ! এইখানে ধুন্ধুমার সব পুষ্ট পড়বো বইল্যাই না আসা ( পইপই করে বলে দিচ্ছি, আমি কেবলই একজন নিরীহ পাঠক, লেখুক না গো ভাইডি Crying)
ভালো থাকা হোক নিরন্তর ।

৩৪

সোহেল কাজী's picture


ওরে অনেক দিন পরে কমেন্ট কিং বাতিঘরকে দেখলাম Smile
কেমন আছেন ভাইডী?
লেখার স্টাইল ঠিক বাতিঘরের মতই লাগছে। প্রায় দেড় বছর আগে পতাকা অবমাননা নিয়া একটা লেখা লেখছিলেন, লেখাটা এখনো মনে দাগ কেটে আছে Smile

৩৫

জেবীন's picture


পড়তে গিয়ে লাগল প্রথম পোষ্ট হিসেবে দারুন একটা লেখা এটা...  পরে সবার মন্তব্যে বুঝলাম এলেমদার কেউ,  প্রোফাইলের লেখাও ভালো লাগ্লো অনেক, ...।

দারুন লেখায় ভরে উঠুক আপনার পাতা...   Innocent

৩৬

বাতিঘর's picture


বোনডি লজ্জা শরমের মাথা খাইয়া কই, খোদার কসম আমি কুনু 'এলেমদার' নই Shy! আমি একজন মামুলি পাঠক বৈ আর কিছুই নই রে বোইন! আপনাদের দেখে, দেখে যা এট্টু চেষ্টা করি ...দোয়া রাইখেন যেনো আপনাদের চমৎকার চমৎকার সব লেখা পড়ে নিজের ভান্ডার সমৃদ্ধ করতারি Smile ধন্যবাদ । ভালো থাকবেন সর্বক্ষণ ।

৩৭

সোহেল কাজী's picture


কমেন্ট বাক্সের নিচে দেখেন Textual smileys লিখা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আলাদা উইন্ডোতে ওপেন করে দেখুন টেক্সুয়াল ইস্মাইলিজ এর প্রতিক দেয়া আছে। এগুলো সাধারণত ইয়াহুর ইমোশন দেয়ার মত আমি যদি ঃ) টাইপ করি তবে সেটা অটো Smile হয়ে যাবে, আর ঃD টাইপ করলে Laughing out loud হয়ে যাবে

৩৮

বাতিঘর's picture


প্রথমেই এক পৃথিবী ধন্যবাদ লন ভাইডি ! আপনার সাহায্য কেমন দাঁত বের করে হাসছে দেখছেননি Smile Smile ইমু না দিতারলে কেমন ফকির ফকির লাগে গো! আবারও ধইন্যা । সেই কুন বিরিটিশ আমলে একখান উড়াধুরা পুষ্ট দিসিলাম আপনি তার কথা মনে রাখছেন জেনে আপ্লুত হলাম গো ভাই! অনেক অনেক কৃতজ্ঞতা । আমি ভালো আছি । আপনিও থাকবেন অনেক অনেক ভালো ।

৩৯

গেদু চাচা's picture


বাতিঘরকে মেইলে ত মন্তব্য জানাবোই। কিন্তু মনে হল আমার কথাগুলো এই ব্লগবাসীকেও জানানো দরকার।

মাঝে মাঝে কিছু মানুষের সাথে পরিচিত হতে পারলে গর্ব বোধ হয়, বুকটা ফুলে উঠে। না জনাব, মন্ত্রী-মিনিস্টার, সেলেব্রেটি টাইপ কেউ না। কিছু মানুষ আছে যাদের কথা শুনলে মনে হয় বড় আপন কেউ কাছে বসে ভালোবাসারা গল্প শোনাচ্ছে, অল্প ক্ষনেই খুব আপন করে নিচ্ছে, যাদের কথা শোনে মন্ত্রের মত মুগ্ধ হই। বাতিঘর আমার কাছে তেমনি একজন মানুষ। চেনা নেই জানা নেই এর পরেও তার কথা শোনলে মনে হয় এত ভালো লাগা আর কখনও পাইনি। আর তাই বাতিঘর আমার বন্ধু এটা ভাবতেই গর্ব হয়, বুকটা ফুলে উঠে।

বাতিঘরকে আন্তর্জালে দেখে কমেন্ট করার লোভ সামলাতে পারলাম না। এখানে বাতিঘর আলো ছড়াক। তার মোহনীয় কমেন্টে আমরা বন্ধুর বন্ধুরা মুগ্ধ হোক, এই কমনা করি।

৪০

বাতিঘর's picture


সামান্যকে, অসামান্য করবার গুণটা সবার মধ্যে থাকে না গো চাচা । আপনি সেই বিরলগুণের মানুষ । তাই এই আমাকে এতোটাই আকাশে তুললেন ! আমার ব্লগ জীবনে এমন করে কেউ বলেনি । আমি তাই একই সাথে, আপ্লুত, বিব্রত, লজ্জিত আর কৃতজ্ঞ ।
শুধু আমাকে শুভকামনা জানালেই হবেনা গো চাচা..ব্লগে আপনারেও চাইইইইই বুঝচ্ছেননি?
সুন্দর আপনাতে চিরটাকালই বসত গেড়ে থাকুক । শুভেচ্ছা নিরন্তর !

৪১

নীড় _হারা_পাখি's picture


পাইরেটেড স্বাগতম ভাইজান, কারন আমার আগে মুকুল ভাই দিছে তো । তার টাই শুধু অরিজিনাল। পেরথম্বার দেখলাম। লেখা টা সেইরাম হইছে। আপনি লজ্জা শরমের মাথা তো খাইছেনই। অহন হাত পা খুইল্যা পুস্টান । আর আমরা বন্ধু ব্লগে আপনার লেখনি দিয়ে বাতিঘরের মত আলোকিত করে তুলুন। শুভ কামনা রইলো আপনার জন্য।

৪২

বাতিঘর's picture


হ ভাই আমি নতুন । ব্যাপক উৎসাহ পাইলাম । ভালো থাকবেন ।:)SmileSmile

৪৩

বিষাক্ত মানুষ's picture


স্বাগতম

৪৪

বাতিঘর's picture


ধন্যবাদ ভাইডি ।:)

৪৫

তানবীরা's picture


আচ্ছা অনেক আগে সদালাপে বাতিঘর নামে একটি ওয়েবজিনের লিঙ্ক থাকতো, আপনি কি সেখানকার কেউ বাই এনি চান্স?

৪৬

বাতিঘর's picture


না গো বোইনডি । এই বাত্তিঘরের (আমার ব্লগ) ছাড়া আর কোথাও কুনু শাখা নেই । আপনার জন্য শুভেচ্ছা নিরন্তর ।

৪৭

মীর's picture


ভাই আপনি কুথায়?? দেখি না ক্যান? কাহিনী কি?

৪৮

টুটুল's picture


কাহিনি কি?

৪৯

জ্যোতি's picture


আপনার নতুন লেখা চাই। আছেন কেমন?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বাতিঘর's picture

নিজের সম্পর্কে

ভীষণ আবেগ প্রবণ একজন মানুষ আমি । রেখে ঢেকেও যা লুকাতে পারিনা । তাই প্রায়শঃই বিব্রত হতে হয় ।
পড়তে ভালোবাসি, সে বই হোক, কিংবা মানুষ । আর ভালোবাসি প্রিয় পৃথিবী তোমাকে ! প্রিয় মানুষ আমার বাবা-মা ।
মন ডেকে যদি বলে , 'দে উড়াল' উড়ে যাই , মেঘ ধরবো বলে না । অবাক চোখে আশ্চর্য সুন্দর এই পৃথিবীকে দেখবো বলে । মোদ্দা কথা, ঘুরতে আমি প্রচন্ড ভালোবাসি ...স্বপ্ন আঁকি মনে -মনে, মেঘের কোলে , একদিন একটাই আকাশ থাকবে তোমার-আমার-আমাদের মাথার উপর!!!