"বাংলা গানে বর্ষা" ই-বুকের জন্য আগ্রহীদের অংশগ্রহনের আহবান জানাচ্ছি
হে জনগন, গত বছর বর্ষায় "আমরা বন্ধু" থেকে একটা গান সংকলন নিয়া ই-বুক বানানোর পরিকল্পনা নেয়া হয়েছিলো। আমরা অনেকে তখন ঝাপিয়ে পড়েছিলাম সেই ই-বুক তৈরীর কাজে। কিন্তু সময়ের স্বল্পতার কারনে গত বছর সেটা শেষ করা হয় নাই।
সুতরাং এইবার আমরা বর্ষার প্রথম দিনেই ই-বুকটা প্রকাশ করতে চাই .... ছলে বলে কৌশলে যেভাবেই হউক ।
ই-বুকটা শুধু মাত্র গান দিয়ে ঠাসা থাকবে, বর্ষা নিয়ে যত বাংলা গান আছে সেগুলোর সংকলন। বিভিন্ন ঘরানার বাংলা গান। যেমন - রবীন্দ্র, নজরুল, আধুনিক, হারানো দিনের, ব্যান্ড .... ইত্যাদি।
প্রতিটা গানের লিরিক দেয়া হবে এবং অনলাইনে শোনার লিংক দেয়া থাকবে (ডাউনলোড করার লিংকও দেয়া হতে পারে)।
এখন, প্রথম কাজ হচ্ছে গানের লিস্ট তৈরী করা। এই বিশাল কাজের জন্য আগ্রহীদের অংশগ্রহন করার জন্য অনুরোধ করছি।
আপনারা কমেন্টে গানের নাম দিতে পারেন।
(দয়া করে এখানে কেউ লিরিক দিয়েন না .. সেটা পরে হবে) :
আপডেট : এখন পর্যন্ত প্রাপ্ত গানের লিস্ট দেয়া হলো । দয়া করে কোন গান বাদ গেলে উল্লেখ করুন।
রবীন্দ্র
১. আজ শ্রাবণের আমন্ত্রণে
২. আজি বরিষণমুখরিত
৩. আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
৪. আমি তখন ছিলেম মগন গহন
৫. বাদল দিনে প্রথম কদম ফুল
৬. ভরা বাদর মাহ ভাদর
৭. বন্ধু রহো রহো সাথে
৮. ছায়া ঘনাইছে বনে বনে
৯. এমন দিনে তারে বলা যায়
১০.গগনে গগনে আপনার মনে
১১. গহন ঘন গগন ঘনাইয়া
১২.ঝরঝর বরিষে বারিধারা
১৩.কোন পুরাতন প্রাণের টানে
১৪. মেঘের কোলে কোলে যায় রে চলে
১৫. মেঘের পরে মেঘ
১৬.নীল নবঘনে আষাঢ় গগনে
১৭. ওগো আমার শ্রাবণমেঘের খেয়া তরীর মাঝি
১৮. ওই যে ঝড়ের মেঘের কোলে
১৯. ঐ মালতীলতা দোলে
২০. পাগলা হাওয়া বাদল দিনে
২১.শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে
২২. সখী আঁধারে একেলা ঘরে
২৩. শ্যামল ছায় নাইবা গেলে
২৪. উতল ধারা বাদল
২৫. উতল ধারা বাদল ঝরে। সকল বেলা একা ঘরে।
২৬. সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা
২৭. হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
২৮. শাওনঙ্গগন ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে।
২৯. মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।
৩০. আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
৩১. আজি বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
৩২. কাঁপিছে দেহলতা থরথর
৩৩. আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
৩৪. বাদল-মেঘে মাদল বাজে গুরুগুরু গগন-মাঝে।।
৩৫. তিমির-অবগুন্ঠনে বদন তব ঢাকি
৩৬. আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়
৩৭. কদম্বেরই ঘেরি আষাঢ় মেঘের ছায়া খেলে।
নজরুল
শাওন রাতে যদি
এমনই বরষা ছিল সেদিন
বধু, আমি ছিনু বুঝি বৃন্দাবনে
আধুনিক বাংলা
একটু দাড়াবে কি – হাবিব
বৃষ্টি নামাই - হাবিব
আজ এই বৃষ্টির কান্না দেখে – নিয়াজ মোহাম্মদ চৌধুরী
একি রিমঝিম বৃষ্টি এলো – নিয়াজ মোহাম্মদ চৌধুরী
বৃষ্টি তোমাকে দিলাম – শ্রীকান্ত
মেঘ পিয়নের ব্যাগের ভেতর - শ্রীকান্ত
আমি তো বুঝি না কবে যে বরষা - শ্রীকান্ত
বরষা – কণা
ধিমতানা - কণা
ভালবাসা তোমার ঘরে – আবিদা
একদিন বৃষ্টিতে বিকেলে – অঞ্জন দত্ত
আমি বৃষ্টি দেখেছি – অঞ্জন দত্ত
আমি বৃষ্টির কাছ থেকে – সুবির নন্দী
বৃষ্টি পায়ে পায়ে - শুভমিতা
মেঘলা মেঘলা এই দিনে – মিকি মান্নান
শত বরষার জল – তপন চৌধুরী
বরষার প্রথম দিনে – সাবিনা ইয়াসমিন
শূন্যতা – বাপ্পা মজুমদার
অঝর বৃষ্টি – বালাম
আহারে বৃষ্টিতে – মিতালী
এক বরষার বৃষ্টিতে – নিলুফার ইয়াসমিন
বরষা এল বরষা – নিলুফার ইয়াসমিন
টিপ টিপ বৃষ্টি – শেখ ইসতিয়াক
বুষ্টি পড়ে রে – মৌসুমি ভৌমিক
আষাঢ় শ্রাবন এলে - শাহনাজ রহমতউল্লাহ
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না – রুনা লায়লা
ওগো বৃষ্টি – ফাহমিদা নবী/খালিদ
ঝুম ঝুম বৃষ্টি - কুমার বিশ্বজিৎ ও কনা
বৃষ্টি - শাকিলা জাফর ও এস আই টুটুল
বৃষ্টি কি বৃষ্টি - বেবী নাজনীন
বৃষ্টি রাতে - অর্ণব
এই রিমঝিম বরষাতে - সাবিনা ইয়াসমীন
বরষা মানে না বারন – মিথীলা
সারাদিন বৃষ্টি বৃষ্টি- ইন্দ্রনীল
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি- লতা মুঙ্গেশকর [সোনার কাঞ্চন]
হারানো দিনের গান
আকাশ এত মেঘলা – সতিনাথ
এই মেঘলা দিনে একলা – হেমন্ত
মেঘ থমথম করে – ভূপেন হাজারিকা
একখানা মেঘ ভেসে – ভূপেন হাজারিকা
হায় বরষা – সতিনাথ
তোমায় পড়েছে মনে – কিশোর কুমার
ওগো বৃষ্টি আমার চোখের পাতা – হৈমন্তী শুক্লা
আষাঢ় শ্রাবন – লতা মুঙ্গেশকর
ব্যান্ড
বৃষ্টি নেমেছে – ওয়ারফেইজ
বৃষ্টি কি আনন্দ – ওয়ারফেইজ
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি – সোলস
বৃষ্টি ঝরে যায় – উইনিং
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে – আর্টসেল
এ যেন বৃষ্টির লেখা কবিতা – রেনেসাঁ
বরষা – শিরোনামহীন
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে – ডিফারেন্ট টাচ
এই মেঘ এই বৃষ্টি – ডিজিটাল
রিমঝিমঝিম বৃষ্টি পড়ে – সোলস
মাথায় অঝোর বৃষ্টি নিয়ে – একলব্য
বৃষ্টি পড়ে – দলছুট
টুপটুপ – ইন ঢাকা
বৃষ্টি – রাগা
রিমঝিম রিমঝিম বৃষ্টিতে – মাইলস
বৃষ্টি এত জোরে এসো না – জেমস
কয়দিন আগে একটা লেখা দিছিলাম,
এখানে বেশ কিছু গানের নাম ও লিংক পাবেন।
অসংখ্য শুভকামনা।
বিষন্ন ভাইজান... দয়া কৈরা এইখানে ঝাইরা দেন
হাবিবের 'একটু দাঁড়াবে কি, এখনি নামবে বৃষ্টি।',
নিয়াজ মোহাম্মদ চৌধুরীর 'আজ এই বৃষ্টির কান্না দেখে, মনে পড়ল তোমায়..',
পাপিয়ার গলায় 'বরিষ ধরা মাঝে শান্তির বারি',
শ্রীকান্তের 'আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম',
কণার 'ভেজে বরষা',
আর্টসেলের 'এই বৃষ্টি ভেজা রাতে',
হেমন্তের গলায় 'মন মোর মেঘের সঙ্গী',
শাহানার গলায় 'আমার নিশীথ রাতের বাদলধারা',,
আবিদার অসাধারণ গলায় 'ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক'।
শ্রাবণী সেনের গলায় 'ঝর ঝর বরিষে বারি ধারা',
অঞ্জনের 'আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি',
আমাদের আবিদের গলায় 'পাগলা হাওয়ার বাদল দিনে',
শ্রীকান্তের গাওয়া 'এমন দিনে তারে বলা যায়',
আর কার যেন গাওয়া 'আজি ঝর ঝর মুখর বাদর দিনে' ।
হেমন্তের 'এই মেঘলা দিনে একলা',
সতীনাথের 'আকাশ এত মেঘলা'-
এটা অবশ্য শারমিনের গাওয়া টাও ভাল লাগে অনেক।
ব্যাপক ধইন্যা
পাইলে অথবা বিভিন্ন ভাবে আরো গানের কথা মনে হইলে এই পোস্টে বইলা যাইয়েন
সুবির নন্দীর ' আমি বৃষ্টির কাছ থেকে',
তাউসিফের ' বৃষ্টি ঝরে যায়'।
তৌসিফের বৃষ্টি ঝরে যায় গানটা বর্ষার গান না।
)
(এই ঝাড়িটা গত বছর বিমাদার কাছ থেকে খাইছিলাম। আজ ফেরত দিলাম
হিহি! তাই তো! লজ্জা পেলাম! :\
হে হে হে ,.. কিন্তু গানটা সুন্দর।
দেখা যাক সম্পাদক মন্ডলী কি বলে, আমার একার কথায় তো আর কিছু হবে না
বাপ্পা মজুমদারের বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়....
রবীন্দ্র সঙ্গীত
০১. আজি বরিষণমুখরিত
০২. আজ শ্রাবণের আমন্ত্রণে
০৩. আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
০৪. বাদল দিনের প্রথম কদম ফুল
০৫. আমি তখন ছিলেম মগন গহন
০৬. ভরা বাদর মাহ ভাদর
০৭. বন্ধু রহো রহো সাথে
০৮. ছায়া ঘনাইছে বনে বনে
০৯. এমন দিনে তারে বলা যায়
১০. গগনে গগনে আপনার মনে
১১. গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
১২. ঝরঝর বরিষে বারিধারা
১৩. কোন পুরাতন প্রাণের টানে
১৪. মেঘের কোলে কোলে যায় রে চলে
১৫. এসো নীপবনে
১৬. আমার নিশীথ রাতের বাদলধারা
অন্যান্য
১৭. বৃষ্টি তোমাকে দিলাম- শ্রীকান্ত
১৮. শ্রাবনের মেঘ- ডিফরেন্ট টাচ
১৯. বৃষ্টি ভেজা আধার, আলো করে নাও- শুভ
২০.বৃষ্টিতে এসো ভিজি,স্বপ্ন খুঁজি- পারভেজ
২১. বৃষ্টি পড়ে- বাপ্পা মজুমদার
২২. বর্ষা- কণা
২৩. বরষা মানেনা, ঝড়ছে জলধারা- শিরোনামহীন
২৪. বৃষ্টি ঝরে যায়, দু'চোখে গোপনে- তৌসিফ
২৫. আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি- অঞ্জন দত্ত
২৬. একদিন বৃষ্টিতে বিকেলে- অঞ্জন দত্ত
২৭. তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো- হেমন্ত মূখার্জী
২৮. আমি বৃষ্টি চাই- শুভমিতা
২৯. বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে- অর্থহীন সুমন
৩০. বৃষ্টি রাতে- অর্ণব
৩১. তুমি চাইলে বৃষ্টি- মিনার
৩২. বৃষ্টিতে ভিজে ভিজে- তাহসান
হায় আল্লাহ্! আমি তো লিংক দিলাম না!
আপনিও দেখি রবীন্দ্রসংগীতের লিস্টি দিসেন। আমিও দিছি দুইটা মিলাইয়া একটা লিস্ট বানায় ফেলেন।
রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে - পার্থ
http://www.youtube.com/watch?v=n7hxzA3Nv6A
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি - পার্থ
http://www.youtube.com/watch?v=LAEILV1BOCU
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি একেছি - অঞ্জন দত্ত
http://www.youtube.com/watch?v=LABs6Sl_cNw
বৃষ্টিতে এসো ভিজি, স্বপ্ন গড়ি - পারভেজ
http://www.youtube.com/watch?v=6LS5QASD0-E
এসো বৃষ্টি নামাই - হাবিব
http://www.youtube.com/watch?v=3NXW_zT0AjU
১. আজ শ্রাবণের আমন্ত্রণে
২. আজি বরিষণমুখরিত
৩. আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
৪. আমি তখন ছিলেম মগন গহন
৫. বাদল দিনে প্রথম কদম ফুল
৬. ভরা বাদর মাহ ভাদর
৭. বন্ধু রহো রহো সাথে
৮. ছায়া ঘনাইছে বনে বনে
৯. এমন দিনে তারে বলা যায়
১০.গগনে গগনে আপনার মনে
১১. গহন ঘন গগন ঘনাইয়া
১২.ঝরঝর বরিষে বারিধারা
১৩.কোন পুরাতন প্রাণের টানে
১৪. মেঘের কোলে কোলে যায় রে চলে
১৫. মেঘের পরে মেঘ
১৬.নীল নবঘনে আষাঢ় গগনে
১৭. ওগো আমার শ্রাবণমেঘের খেয়া তরীর মাঝি
১৮. ওই যে ঝড়ের মেঘের কোলে
১৯. ঐ মালতীলতা দোলে
২০. পাগলা হাওয়া বাদল দিনে
২১.শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে
২২. সখী আঁধারে একেলা ঘরে
২৩. শ্যামল ছায় নাইবা গেলে
২৪. উতল ধারা বাদল
২৫. উতল ধারা বাদল ঝরে। সকল বেলা একা ঘরে।
২৬. সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা
২৭. হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
২৮. শাওনঙ্গগন ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে।
২৯. মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।
৩০. আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে।
৩১. আজি বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
৩২. কাঁপিছে দেহলতা থরথর
৩৩. আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
৩৪. বাদল-মেঘে মাদল বাজে গুরুগুরু গগন-মাঝে।।
৩৫. তিমির-অবগুন্ঠনে বদন তব ঢাকি
৩৬. আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়
৩৭. কদম্বেরই ঘেরি আষাঢ় মেঘের ছায়া খেলে।
অনেক বৃষ্টি ঝড়ে ... তুমি এলে - রুনা লায়লা
টিপ টিপ বৃষ্টির পানি - রুনা লায়লা
আল্লাহ মেঘ দে পানি দে - রুনা লায়লা
ঝিরঝির জল পরছে - রুনা লায়লা
বৃষ্টিতে দাড়িয়ে ছিলাম - রুনা লায়লা
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না - রুনা লায়লা
আয়রে মেঘ আয়রে - রুনা লায়লা
আমি বৃষ্টি ভালবাসি - মৌসুমী ভৌমিক
আমি বৃষ্টির কাছ থেকে কাদতে শিখেছি... সুবির নন্দি
তুমি এলে বৃষ্টি সহিদ
বৃষ্টির গান - ফয়সাল
আজ বৃষ্টির দিন - ....
ঝিমকি তুই বৃষ্টি হতে পারতিস
এই লিংকে ৩৫টা গান আছে
বৃষ্টির দিনে কত আনন্দ - অনুপ জলোটা
আকাশ এতো মেঘলা - সতীনাথ
http://www.youtube.com/watch?v=HtZseMdPMS4
আমিও দিলাম কিছু :\
সমস্যা কি? কয়েকটা গানের লিঙ্ক দিলাম । আস্লো একটা
*বরষা ওই এলো বরষা - নজরুল সংগীত
* হায় বরষা - সতিনাথ
* একদিন বৃষ্টিতে বিকেলে - অঞ্জন দত্ত
*বৃষ্টি ঝরে যায় - তওসিফ
* মেঘের গায়ে নুপুর পায়ে - কণা
* ছেলেবে;লার বৃষ্টি - লোপামুদ্রা
বৃষ্টি পায়ে পায়ে - শুভমিতা
বৃষ্টি নেমেছে-ওয়ারফেজ
আয়হায়! বৃষ্টি নিয়ে যে এত গান আছে সেইটাই তো জানতাম না।
জোশশশশশ একটা উদ্যোগ। ভাবতেই ভালো লাগছে বৃষ্টির গাণগুলা একসাথে থাকবে আর বৃষ্টির দিনে গাণগুলা শুনতে পারব। আহা আহা।
http://www.esnips.com/displayimage.php?pid=4184180
এমনই বরষা ছিল সেদিন - ফিরোজা বেগম (নজরুলের কথা, কমল দাশ গুপ্তের সুর)
http://youtu.be/_F2MMgXqheE
বধু, আমি ছিনু বুঝি বৃন্দাবনে রাধিকার আঁখি জলে, বাদল সাঁঝের জুই ফুল হয়ে আসিয়াছি ধরা তলে । (নজরুল সঙ্গীত)
এলো বরষা যে সহসা মনে তাই - সতিনাথ
http://youtu.be/FKjifUieIFU
আল্লাহ মেঘ দে, পানি দে, কৈমুনাতো আর
এমন পানি দিলা তুমি ভাসলো ঘর-দুয়ার... ফকিরের গাওয়া এই গানটা কি বৃষ্টির গানের মধ্যে পড়ে ?
কণা'র ধিমতানা http://www.youtube.com/watch?v=uy_PlsCvYUI
বাতাস গাইছে গান, বানাতে পারে নি কথা,
ক্ষণিকের পিছুটান, ক্ষণিকের নীরবতা।
আজ বাতাস গাইছে গান অতীতের পথে বয়
মেঘে সাজে আসমান স্মৃতির স্বাক্ষী হয়ে।
বৃষ্টিও এলো সাথে, ভুলে যাওয়া ফোঁটা ফোঁটা
ফিরে পাওয়া মৌতাতে বিরহের হয়ে ওঠা।
ভাসুক এ বিরহ আজ একার বৃষ্টিতেই,
বৃথাই মেঘের সাজ-
তুমি কেনো কাছে নেই ?
কথা, সুর এবং কন্ঠ: কবীর সুমন
গানের লিংক
বুকের ভিতর বৃষ্টি পড়ে.
ঝরছে তোমায় আমার ইচ্ছে.
সঙ্গে তুমি নেই বলেই তো
বৃষ্টি আমায় সঙ্গ দিচ্ছে।
বুকের ভিতর বৃষ্টি পড়ে
ঝরছে আখর তোমার খুঁজে
সঙ্গে তুমি নেই বলেই তো
আখর আমার দুঃখ বোঝে।
বুকের ভিতর বৃষ্টি পড়ে
ঝরছে সময় বৃষ্টি
সঙ্গে তুমি নেই বলেই তো
মুহুর্তে যায় বছর।
কথা, সুর, কণ্ঠ -কবীর সুমন
গানের লিঙ্ক
কখনো মেঘ ঘুঙুর পরে, নাচবে বলে
কখনো মেঘ নাচতে নেমে ছন্দ ভোলে
কখনো মেঘ সবুজ ডাকা অঙ্গীকার
কখনো মেঘ বন্যা ডাকা অদরকার
কখনো মেঘ প্রাচীন রাগে গান শোনা
কখনো মেঘ বেসুর তোলা যন্ত্রণা
কখনো মেঘ ঘর ছাড়ার হাতছানি
কখনো মেঘ ঘরে ফেরার হয়রানি
কখনো মেঘ ছাতায় ছাতা মহানগর
কখনো মেঘ ভাসায় পথ, ভাসায় ঘর
ঘর বেঁধেছে পথের ধারে যাদের দল
তাদের কাছে মেঘ মানেই নোংরা জল
সেই জলেতে বেদম ভিজে একটা লোক
মেঘদূতের নাম রেখেছে ‘আহাম্মক’।
কথা, সুর, কণ্ঠ -কবীর সুমন
গানের লিঙ্ক
চমৎকার ! অনেক ধন্যবাদ আপনাকে । কিন্তু এখানে আমরা এখনই লিরিক দিতে চাচ্ছি নাম সেটা পরে হবে
মন খারাপ করা বিকেল মানেই
মেঘ করেছে
দূরে কোথাও দু-এক পশলা
বৃষ্টি হচ্ছে।
ঘর আবছায়া আর ভিজে ভিজে
হাওয়ায় মাখা
মাথার ওপর মিছিমিছি
ঘুরছে পাখা।
সরগরম কিন্তু বাইরে রাস্তা
পানের দোকান
রেডিওতে হঠাৎ একটা
পুরনো গান ...
'শান্ত নদিটি পটে আঁকা.."
তার সুরটা চেনাচেনা বলেই
ছোঁয়াচ লাগে
কলকাতাতে সন্ধে হবার
একটু আগে।
কথা, সুর, কণ্ঠ -কবীর সুমন
গানের লিঙ্ক
মেঘপিয়নের ব্যাগের ভেতর
মনখারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়
ব্যাকুল হলে তিস্তা।।
মন খারাপের খবর আসে
বন পাহাড়ের দেশে
চৌকোনা সব বাক্সে
যেথায় যেমন থাক সে
মন খারাপের খবর পড়ে
দারুন ভালোবেসে।
মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে
মেঘপিয়নের পাড়ি
পাকদন্ডি পথ বেয়ে
তার বাগান ঘেরা বাড়ি।
বাগান শেষে সদর দুয়ার
বারান্দাতে আরাম চেয়ার
গালচি পাতা বিছানাতে
ছোট্ট রোদের ফালি
সেথায় এসে মেঘপিয়নের
সমস্ত ব্যাগ খালি।
মেঘপিয়নের ব্যাগের ভেতর
মনখারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়
ব্যাকুল হলে তিস্তা।
দেয়াল জুড়ে ছোট্ট রোদের
ছায়া বিশাল কায়
নিস্পলকে ব্যাকুল চোখে
তাকিয়ে আছে ঠায়
কিসের অপেক্ষায়।
রোদের ছুরি ছায়ার শরীর
কাটছে অবিরত
রোদের বুকের ভিতর ক্ষত।।
সেই বুকের থেকে
টুপ টুপ টুপ
নীল কুয়াশা ঝড়ে
আর মন খারাপের খবর আসে
আকাশে মেঘ করে
সারা আকাশ জুড়ে।
মেঘপিয়নের ব্যাগের ভেতর
মনখারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়
ব্যাকুল হলে তিস্তা।
মেঘের দেশে রোদের বাড়ি
পাহাড় কিনারায়
যদি মেঘপিয়নের ডাকে
সেই ছায়ার হদিস থাকে
রোদের ফালি তাকিয়ে থাকে
আকুল আকাঙ্ক্ষায়
কবে মেঘের পিঠে আসবে খবর
বাড়ির বারান্দায়
ছোট্ট বাগানটায়।
—————
ছায়াছবিঃ তিতলি
শিল্পী-শ্রীকান্ত
গানের লিঙ্ক
ছেলেবেলার বৃষ্টি
ছেলেবেলার বৃষ্টি মানে বিশ্বজোড়া
ছেলেবেলার মানে অবাক বিস্ময়ভরা
আয় বৃষ্টি চলে সেই কিশোরের কোলে।।
গেরস্থালি ফেলে কিচ্ছুটি না বলে
ছেলেবেলার বৃষ্টি……
ধোপা পুকুর ঘাটে, মতিঝিলের মাঠে, বিপন্ন রাজপাঠে,
দেখনা আজো হাঁটে, কোন ছেলেটা?
কোন ছেলেটা বেলবেলেটা বৃষ্টি বাড়ি যাবে
বলে, পথের মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি কথাই ভাবে
ভাবতে ভাবতে চলল ফিরে, সেই তিরতির নদীর তীরে
কাল যাবে সে বাড়ি, পরশু যাবে ঘর
ঘর মানে তার, বৃষ্টি মোহন ভুবন চরাচর
সেই ভুবনে আপন মনে নাম না জানা সুখন বনে
আরেরে আকাশ জুড়ে বাঁধনহারা বৃষ্টি হত
ইকির মিকির চাম চিকির ফন্দী ফিকির বৃষ্টি হত
ছেলেবেলার বৃষ্টি
শিল্পী : লোপামূদ্রা
গানের লিংক
শ্রোতা হিসেবে অংশগ্রহণ করলাম।
সম্ভব হলে একদিন পরপর আপডেট দিয়েন।
আরো কিছু জানা-অজানা গানের ডাউনলোড লিঙ্কঃ
============================================
১। বৃষ্টি দেবো তোকে- দীপ্ত
২। ওগো বৃষ্টি- ফাহমীদা নবী, খালিদ
৩। বৃষ্টি দিন- রাকিব
৪। একখানা মেঘ ভেসে এলো আকাশে- অনুপ ঘোষাল
৫। মেঘ মেধুর বরষায় (নজরুল গীতি)- অনুপ ঘোষাল
৬। পাগলা হাওয়ার বাদল দিনে- আবিদ
৭। আমি বৃষ্টি দেখেছি- অঞ্জন দত্ত
৮। একটু বৃষ্টি- রাফা
৯। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি- লতা মঙ্গেশকর
১০। বৃষ্টি নেমেছে- ওয়ারফেজ
১১। বৃষ্টি হবে- ফাহমিদা নবী, ডি.জে. রাহাত
১২। বৃষ্টি- সোলস
১৩। বৃষ্টি যেন বলে আমায়- নামটা অজানা
১৪। জলকণা উড়ে যায়- পালবাশা সিদ্দিক
১৫। বৃষ্টি- রাইসা রোজহান
১৬। মেঘেদের মিনারে- শুভমিতা
১৭। মেঘের পালক, চাঁদের নোলক- শ্রেয়া ঘোষাল
১৮। তোমায় দিলাম আজ- মহীনের ঘোড়াগুলি
১৯। বৃষ্টি হবে সাথী- এনাহলী
২০। আকাশ মেঘে ঢাকা- মেঘদল
২১। শহর বন্দী মেঘ- মেঘদল
ইবুকে সাদা স্বচ্ছ শাড়ি পড়া বৃস্টি ভেজা নায়িকার ছবি চাই। ক্লিপ থাকলে আরো ভালো হয়।
চমৎকার। চমৎকার। বৃষ্টি আমার প্রিয় প্রসঙ্গ-অনুষঙ্গ। দারুণ একটা কালেকশন হবে। কিন্তু এটা তো গানের সংকলন, নামটা ই-বুক হবে, নাকি ই-অ্যালবাম?
এখনো নাম নিয়ে সিরিয়াসলী ভাবা হয় নাই... সম্ভবতে ইএলবামই হবে
আর আপডেট হচ্ছে না কেন?!
ছলে বলে কৌশলে যেভাবেই হউক । শুনতে চাই
শ্রোতা হিসেবে অংশগ্রহণ করলাম।
সবাই সব বলে দিছে কি আর আছে বলার
ইবুকের আশায় থাকিলাম শুনবো গান বর্ষার!
এক বরষার বৃষ্টিতে ভিজে--নিলুফার ইয়াসমিন
একদিন বৃষ্টিতে বিকেলে--অঞ্জন দত্ত
গতরাতে গানের লিস্টের আপডেট দেয়া হয়েছে। আরো গানের নাম মনে করতে থাকুন এবং কমেন্টে দিতে থাকুন
শাওনের গাওয়া এক বরষায়
রবীন্দ্রনাথের শ্রাবনের ধারার মত
আব্বাসউদ্দিনের আল্লা মেঘ দে, পানি দে
ভালোবাসা মেঘ - শিরোনামহীন
বৃষ্টিবন্দী - শাওন ও এস আই টুটুল
হুড়মুড় হুড়মুড় করে মেঘা হুড়মুড় হুড়মুড় করে (২)
আমার ঘরের চালায় বিষ্টি ঝুমঝুমাইয়া পরে (২)
সাঁইঝাকালে আমার মনটা কেমন জানি করে
ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম
বিলে আসে নয়া পানি গাঙে নামে ঢল (২)
ঘুঙুর পইরা নাচেরে বিষ্টি, বিষ্টির চোখে জল (৩)
ঝুমঝুম........................... (৭)
আয় বিষ্টি আয়রে গাঙের পানি যায়রে (২)
মাঝ বিলে নাইয়রী নাও হাপুস-হুপুস খায়রে
ঝুমঝুম........................... (৭)
হুড়মুড় হুড়মুড়....................
হুমায়ুন আহমেদের উড়ে যায় বকপক্ষী নাটকে গানটা শুনেছিলাম। সম্ভবত সুবীর নন্দীর গাওয়া। কোনো লিঙ্ক পেলাম না। তবে আমার কাছে অডিও রিপ আছে।
ভেজা পালকের গান - তানভীর সজীব আলম
মনোযোগী শ্রোতা
.
আগের বার গুগল ওয়েভে বেশ কিছু লিরিক জমা দিসিলাম।
এখন মনে হয় না পারবো। এবার শুধুই শ্রোতা হিসেবে আছি 
বৃষ্টিশহর - নির্ঝর
অসাধারণ উদ্যোগ।
শ্রাবন মেঘে
গান গুলো লিষ্টে আছে নাকি জানিনা।
রুনা লায়লা
ন্যান্সি
১. জেমসের বর্ষা আমার চোখের প্রিয় ঋতু...এইডা কি বর্ষার মইদ্যে পড়ে ?
২. আব্বাস উদ্দীনের আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই-এইডা ও ভাইবা দেখতে পারেন।
খর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগো মেয়ে তুমি চুলো পানে চাইও
তুমি ঢাল সরু চাল আমি ঢালি মুগ ডাল তারপর এ খীচুড়ি খাইও খাইও খাইও ....
মন্তব্য করুন