মাতৃ বন্দনা
মা মাই, মা আর কেউ না
কখনো তুমি দূর্গা, কখনো কালি মা
কখনো জগদম্বা, জগৎধাত্রী মহামায়া
এক অঙ্গে এত রূপ, পড়ে না কালিমা।
মা তুমি মাই আর কেউ না
অবাক দেবতারা ভাবে তুমি দেবী নাকি ঈশ্বর
দিয়ে দেয় সকল শস্ত্র বান তূন শর;
দুই হাত দশ করে বহাও স্নেহের নহর।
মা তোমার হবে না তুলনা
নানা সৃষ্টি সৃজনেও ঈশ্বরের পূর্ণ হলনা লীলা
আপনি সাঁজলেন মাতা রূপে, বর্ষেন কৃপা
কবি-ঋষি করলেন কীর্তন ঈশ্বরের মহিমা।
মা একজনই, নয় বহু
জল হাওয়ার মিশ্রণে মাটির গুণে মা
কোমলে কঠিনে ভালবাসা স্নেহে অনন্য
ভাব দর্শণে সর্বজীবে এক অভিন্ন।
মায়ের তুলনা মা
সব দিকে থেকে যদি কালো হয়ে উঠা বিষাক্ত ফেনা
ফনা তুলে ঘূর্ণীবাত্যার মাতম জাগায়
যদি সারা পৃথিবী বঞ্চনার গ্লানী হতাশার চাঁদ ডুবায়,
একটি মন্দিরের দরোজা খোলা কান্না জানাবার।
মায়ের মহিমা শেষ হবে না
মা না হলে নির্দয় পৃথিবী ধ্বংস হত থাকত না স্রষ্টার মহিমা
মা হয়ে সৃষ্টি করলে, মা হয়ে সৃষ্টি রক্ষা করলে
পুরানে দেবীর জন্ম দিয়ে জানালে পূজা নেবার চাহিদা।
মা ও মাটি একি কথা
কি হত মাটি না থাকলে, কি হত মা না হলে?
শুন্যে কি আর ফসল ফলে, আগুনবিহীন ফানুশ কি উড়ে
তুমি নিজেই মাতৃপ্রকৃতি না হলে কি করে গড়লে?
মায়ের তুলনা শুধুই মা
মায়ের তুলনা মা
সব দিকে থেকে যদি কালো হয়ে উঠা বিষাক্ত ফেনা
ফনা তুলে ঘূর্ণীবাত্যা মাতম জাগায়
যদি সারা পৃথিবী বঞ্চনার গ্লানী হতাশর চাঁদ ডুবায়
একটি মন্দিরের দরোজা খোলা কান্না জানাবার।
ashole ai line gulo abeg diye likha. kobita khub valo laglo..
মায়ের তুলনা মা
মায়ের তুলনা মা
পড়লাম
তাই

মন্তব্য করুন