দিনকাল
কেউ বাম, কেউ ডান, কেউবা আবার চিনাবাদাম
তবু কেন ঠোঁটের আগায় প্রাণটার আজ বিধিবাম
মাছে মাংসে ফরমালিন রোগীর ফলে বিষ
গণের কথা না ভাবলেও তাদের নীতিই ফিট।
কেউ বলে শহীদ জিয়া কেউ দেয় মুজিবীয় সালাম
ভাবখানা ধরে বলে দেশের তারা কেনা গোলাম।
একাত্তরের খুনি বাঁচাতে দেশ করে দেয় কেউ অচল
আমজনতা যুদ্ধ করে, আয়ের চাকা রাখতে সচল
ধর্ম নিয়ে ধর্ষ করে পার পেয়ে যায় সকল
ধর্ম পোষাক গায়ে দিলেই অপরাধী সফল।
কী যে হল দেশটার ভাই ঘুমাতে পারে না হরিদাশ পাল
ডাবের পানিতে ঘুমের ওষুধ, তরমুজেতে রঙ লাল।
ভেজাল মোরা খেয়েই যাচ্ছি বেড়ে যাচ্ছে ডাক্তারের বিল
একটু খানি বিষ্টি হলেই নগর মোদের চলনবিল।
নিত্য নতুন যানজটের দ্বিগুন সময় দিচ্ছি দাম
হাইওয়েতে মার্সিডিজ ঠেলাগাড়ির নতুন নাম।
ট্রেনে বগি ফাঁকা নেই তবুও তো লোকশান
হপ্তাখানেক আগে এলে তবেই পাবে টিকেটখান।
কত মানুষ মিডেল ইস্টে যায় আসে দিনে রাতে
বলাকাটার গলা কাটা ছাড়ে বিমান বড্ড লেটে।
একটুসখানি ফ্লাইওভার উড়ার আগে ধ্বসে পড়ে
বেকারী মালিক রাস্তা বানায় বড়সর ঘুষের জোরে।
বাড়িওয়ালা নয় তো ভাই নব্য নতুন ইয়াহিয়া
বছর বছর ভাড়া বাড়ে, বেতন থাকে খাদে গিয়া।
ব্যবসায়ীরা মন্ত্রী-রাজা, শিয়ালের কাছে মুরগি বাগা
তোমার আমার ভালো থাকায় হচ্ছে বড় দর কষা।
মোদের কথা কেউ বলে না সংসদ কিবা রাস্তায়
এই দেশেতে মানুষ মানে জীবন বড় সস্তায়।
দ্বীন দুনিয়ায় কেউ দেখিনায় এলাকারি ত্রিসীমানায়
সেই আমার নেতা বনে অদ্ভুত এই জামানায়।
দিন বদলের কলাটাও পাকছে বড় কার্বাইডে
অনুভুতির পাকা ডালিম ফেটে পড়ে রাস্তাঘাটে।
(দেশটাও আজ মানুষের মত ধার্মিক হতে হবে ভাই
সংবিধানে বিসমিল্লাহ বলে সুন্নত করা লাগবে তাই)
চেয়ারে বসে বণিকেরা লাভের গুড় মনের কোণে
নতুন গানের আশা করে পাগল ছোকড়া অপবাদ গুণে,
এমন রবে না এই দিন সত্যি যাবে বদলে
মাটির গুণে মন নিয়ে মাটি ভালোবেসে।
* বিভ্রান্ত হবেন না।
- মুজিবীয় সালাম বলতে যারা মোসাহেবের মত বঙ্গবন্ধুকে ব্যবহার করে বলে "মুজিবীয় অভিবাদন গ্রহণ করুন"
- ব্রাকেডের লেখাটা পছন্দ না হলে অমিট করুন। ধর্ম যার যার রাষ্ট্র সবার।
এমন রবে না এই দিন সত্যি যাবে বদলে
মাটির গুণে মন নিয়ে মাটি ভালোবেসে।
@ সবই বাস্তব সম্মত লেখা।
পড়লাম
মন্তব্য করুন