ইউজার লগইন

বন্ধুদের প্রতি খোলাচিঠি

এই লেখাটার একটা ইনট্রো দেয়া দরকার। লেখাটা খুবই ব্যাক্তিগত। কিন্তু যে জমানা পড়েছে, প্রাইভেট স্পেস বলে কিছু নেই।আমার চিটাগাং এর কিছু বন্ধু গোপনে গোপনে প্রেম করে এই খবরের প্রতিক্রিয়া হিসাবে এটা তাদের উদ্দশ্যে লেখা। কিন্তু বন্ধু বাফড়া বললো যে রেফারেন্চ না থাকলেও এটা পড়া যেতে পারে। তার কথায় বিশ্বাস করেই এটা পোস্ট করা...

বন্ধুদের প্রতি খোলাচিঠি

যাইবি দক্ষিনে, বলিবি পশ্চিমে, রহিবি পুরবমুখে
গোপন পিরিতি গোপনে রাখিবি তবে ত রহিবি সুখে
গোপন পিরিতি গোপনে রাখিবি সাধিবি মনের কাজ
সাপের মুখেতে ভেকেরে নাচাবি তবে তো রসিকরাজ

এই চিঠিটি রসিকরাজদের জন্য নিবেদিত: রসিকবিনা এর মর্মপাঠ অসম্ভব বিধা্য়।আমাদের টাইমে লোকজন প্রেমে 'পড়ত'।
প্রেম নামক আবেগের বিপুল ভারবাহীর পতন শব্দময় হবে তা সহজেই অনুমেয়। যুগপৎ আনন্দ ও বেদনার, ঐশ্বর্য্য ও নিঃশ্বতার আক্রমনে তারা এাহিমধুসূদনের মত আর্তনাদ করত। সবাই শুনত সে শব্দ। রবাহূত বন্ধুদের কেউ কেউ আবার 'নিজে গরম দুধে মুখ পুড়ে অন্যের ঠান্ডা পানিতে ফু দিত'।

ইদানিংকার প্রেমিক- প্রেমিকারা এ ক্ষেএে প্রভুত উন্নতি সাধন করেছেন। তারা কি এক গূড় টেকনোলজিতে প্রেমকে উত্থান-পতনহীন, শব্দ-গন্ধহীন, নীরক্ত, দার্শনিক প্রপন্চে পরিনত করেছেন। কংগ্রেটস্‌। তো, এই বিষয়টির আমি একটু 'উন্মোচন' প্রত্যাশী, তাই এ চিঠির অবতারনা।

আমার প্রথম প্রপোজিসান ছিল, প্রেম মূলতঃ একটি 'আউটডোর গেম'(বৃষ্টির দিনে বিশেষ ব্যবস্থা আছে)।
এ খেলায় আলো-বাতাস লাগে, অভিনিবেশ লাগে, তন্নিষ্ঠতা লাগে, রবিন্দ্র সংগীত লাগে, একটু ছল ও লাগে, নইলে বঁাচে না, এমনই ঘাটের মড়া। প্রেম হল অন্যের জন্য উন্মুখ হওয়া, অন্যের জন্য নিজেকে উন্মুক্ত করা( তাই কবি রিলকে প্রেম সহ্য করতে পারতেন না, সনেটস টু অর্ফিয়ুস এ এর বিস্তারিত বর্ননা আছে)।
কিন্তু, বর্তমান প্রেমিক বড়ই গোপনতাপ্রিয়; পৌরানিক হিরো কর্ণের মত শব্দহীন রথে তাদের অভিসার।তারা:

১. লুকোচুরি করেন (কেন? কি লাভ?)
২. সঠিক সময়ে অন্যদের জানাবার কথা ভাবেন ( সময় নিজেই একটা কনসেপসান, তার আবার সঠিক, বেঠিক)

আমাদের টাইমে প্রেমে ম্যাজিক ছিল, আইলা ঝড় ছিল, স্বর্গের সম্ভাবনা ছিল, চঁাদ হাতে পাবার ইশারা ছিল, শিরা্য় শিরায় বিদ্যুৎ চমকের ইংগিত ছিল, র‌্যান্ডম স্যাম্পলিং ছিল। সবচে বড় কথা এর প্রকাশ ছিল। আমাদের টাইমে প্রেমিকরা আইলার ধাক্কায় বেহাল সুন্দরবন হয়ে থাকত। আমাদের টাইমে প্রেমকে ঘিরে মোহ ছিল। একটা শরীরকে ঘিরে অন্য একটা শরীর এত আনন্দ ও বিষাদের আয়োজন করতে পারে- এটা ভেবে আমাদের টাসকি লেগে যেত। আমার ধারনা, প্রেমে পড়েই মানুষের মনে প্রথম ঈশ্বরের ধারনা আসে। কারন, প্রেমে পড়লেই মানুষ বোঝে Larger than Life কি বস্তু!

বর্তমানে মানুষ বাইরের দিকে যত বাড়ছে, অন্তরের দিকে তত ঢুকছে; যোগাযোগের গন্ডি যত বাড়ছে, ততই একা হচ্ছে। তারা সবখানে আছে; কোথও নেই। কন্ট্রাডিকসানই তাদের নতুন ঈশ্বর, তাদের শেষ বয়সের খেলনা।

বিলাপ: আসুন, আমরা ক্রমাগত লুকাই
আসুন, আমাদের মুখের সব সৎ এক্সপ্রেসনগুলোকে ধুয়ে আসি
আসুন, আমরা দুঃখগুলোকে বোতলে ঢুকিয়ে রাখি
আসুন, আমরা সুখগুলোকে শৈশব পড়িয়ে বেডের নীচে ট্রাংকে রেখে দেই
আসুন, আমরা জীবনটাকে যীশুর ক্রুশের মত পিঠে বয়ে নিয়ে পূনরায় ' মাপা হাসি, চাপা কান্না'র শহরে প্রবেশ করি

ইচ্ছা: যে জীবন প্রেম আর প্রার্থনার মাঝখানে বিরাজ করে, আমি তোমাদের চোখে ধুলা দিয়ে, মগের বেটির হাত ধরে সেখানে চলে যাব।

প্রিয় বন্ধুরা, তোমাদের ..বার টাইম নাই।

বি.দ্র: 'মগের বেটি' র পার্সোনাল রেফারেন্স আছে। এখানে Proper Noun হিসাবে ব্যবহার হয়েছে।

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


যে জীবন প্রেম আর প্রার্থনার মাঝখানে বিরাজ করে, আমি তোমাদের চোখে ধুলা দিয়ে, মগের বেটির হাত ধরে সেখানে চলে যাব

Big smile Big smile

আপনার নিকটা পরিচিত। ঠিক কোন ব্লগে দেখেছি এখন মনে পড়ছে না। এবি'তে সুস্বাগতম।

চাঁদবেনে's picture


ধন্যবাদ...এই ব্লগেই একবার মন্তব্য লিখেছিলাম...আর কোথও লিখিনি...

উলটচন্ডাল's picture


আপনার নিকটা দারুণ। সেই সাথে লেখাটাও। স্বাগতম।

বাফড়া's picture


'' আমাদের টাইমে প্রেমে ম্যাজিক ছিল, আইলা ঝড় ছিল, স্বর্গের সম্ভাবনা ছিল, চঁাদ হাতে পাবার ইশারা ছিল, শিরা্য়, শিরায় বিদ্যুৎ চমকের ইংগিত ছিল, র‌্যান্ডম স্যাম্পলিং ছিল। সবচে বড় কথা এর প্রকাশ ছিল। আমাদের টাইমে প্রেমিকরা আইলার ধাক্কায় বেহাল সুন্দরবন হয়ে থাকত। আমাদের টাইমে প্রেমকে ঘিরে মোহ ছিল। একটা শরীরকে ঘিরে অন্য একটা শরীর এত আনন্দের ও বেদনার আয়োজন করতে পারে- এটা ভেবে আমাদের টাসকি লেগে যেত। ''

প্রেমের এইরকমের চমতকার বর্ণনা ... অ্যমেঝিং... মন্ত্রমুগ্ধের মত পড়লাম পুরা লেখাটা... সেইরকম টাইট-ফিট স্ট্রাকচারের ভিতর দাড়া করায়ে রাখা আগাগোড়া পোস্ট... স্লেন্ডার এন স্লীক বিউটি...

তানবীরা's picture


এবি'তে সুস্বাগতম।

সাহাদাত উদরাজী's picture


স্বাগতম জনাব। সালাম নিন। লিখালিখিতে নামুন জেরসে।
ভাল পারবেন আশা করি।

ঈশান মাহমুদ's picture


প্রেম হল অন্যের জন্য উন্মুখ হওয়া, অন্যের জন্য নিজেকে উন্মুক্ত করা..।

চমৎকার উপলদ্ধি । এবিতে স্বাগতম।

নাজমুল হুদা's picture


'আমরা বন্ধু'তে স্বাগতম । আশা করি বন্ধুদের সাথে থাকতে ভাল লাগবে । আপনার উপলব্ধি "প্রেমে পড়েই মানুষের মনে প্রথম ঈশ্বরের ধারনা আসে। কারন, প্রেমে পড়লেই মানুষ বোঝে Larger than Life কি বস্তু!" -এর সাথে সহমত ।

জেবীন's picture


"প্রেম মূলতঃ একটি 'আউটডোর গেম'(বৃষ্টির দিনে বিশেষ ব্যবস্থা আছে)।
এ খেলায় আলো-বাতাস লাগে, অভিনিবেশ লাগে, তন্নিষ্ঠতা লাগে, রবিন্দ্র সংগীত
লাগে, একটু ছল ও লাগে, নইলে বঁাচে না, এমনই ঘাটের মড়া। প্রেম হল অন্যের
জন্য উন্মুখ হওয়া, অন্যের জন্য নিজেকে উন্মুক্ত করা


আমাদের টাইমে প্রেমে ম্যাজিক ছিল, আইলা ঝড় ছিল, স্বর্গের সম্ভাবনা ছিল,
চঁাদ হাতে পাবার ইশারা ছিল, শিরা্য়, শিরায় বিদ্যুৎ চমকের ইংগিত ছিল,
র‌্যান্ডম স্যাম্পলিং ছিল। সবচে বড় কথা এর প্রকাশ ছিল। আমাদের টাইমে
প্রেমিকরা আইলার ধাক্কায় সুন্দরবন হয়ে থাকত। আমাদের টাইমে প্রেমকে ঘিরে
মোহ ছিল। একটা শরীরকে ঘিরে অন্য একটা শরীর এত আনন্দের আয়োজন করতে পারে-
এটা ভেবে আমাদের টাসকি লেগে যেত। আমার ধারনা, প্রেমে পড়েই মানুষের মনে
প্রথম ঈশ্বরের ধারনা আসে। কারন, প্রেমে পড়লেই মানুষ বোঝে Larger than Life
কি বস্তু!"

চিন্তা ভাবনা পছন্দ হইছে,   Smile   এখনকার আমরা শুধুই লুকোচুরিতে ব্যস্ত, সুযোগ ধরে রাখায় উন্মত্ত! একটা চলে গেলে কোনভাবেই যেন অন্যটাকে মিস না করি সেই ব্যবস্থাকরনেই মগ্ন!... কিন্তু যে কাছে আছে, যাকে পাচ্ছি তাকে লুকাচ্ছি সবার থেকে, যারে সবার সামনে আনতে লজ্জাই পাই তারে নিজের কাছে রাখার মজা কিসে বুঝি না!!...  কেন জানি লাগে, অন্যদের কাছে তো আছেই নিজেকেও যেন সব পিছুটান ছেড়ে তার করতে পারি না...  অহম!!  আমাদের অহমিকা, ভনিতা দিন দিন বাড়ছে!

১০

জেবীন's picture


এতো সুন্দর একটা গুছানো লেখায় এতো কম কথা আসার কারন মনে হয় সবার ভড়কে যাওয়া!...  একদমই নতুন ব্লগার হিসেবে এমন ছিমছাম একটা প্রথম পোষ্ট অভাবনীয়!!...   তবে আপনার লেখার স্টাইল দেখে মোটেই লাগে না লেখালেখিতে একদমই নতুন...   দারুন লেখায় ভরিয়ে তুলুন এবি... Smile

খোচাঁনি দিতে শুরু করা একটা লেখাও যে সুন্দর একটা ব্লগ হয়ে উঠতে পারে, আপ্নারটা পড়ে লাগল...
ম্যালা কঠঠিন শব্দ শিখলাম যদিও,  তন্নিষ্ঠতা,  প্রপন্চে...  :Dমগের মুল্লুক শুঞ্ছি, মগের বেটি'র কাহিনী জানি না...

অটঃ  ওহে! চাদঁ বেনে আপনার বৌমা বেহুলার খবর কি??...  Tongue

১১

মাইনুল এইচ সিরাজী's picture


েলখাটা দারুণ টানলো। লিখবেন আরো।

১২

চাঁদবেনে's picture


মুগ্ধ...আর কি বলি...
প্রশংসা আমার...কিন্তু লেখাটা এ পর্যন্ত নিয়ে আসার জন্য বাফড়া আমাকে যে যন্ত্রনা দিয়েছে তার জন্য তাকে ধিক...
মগের বেটি মনে ঘুমিয়ে আছে...ওকে জাগতে দেইনা...জেগে উঠলেই আমাকে পেয়ে বসে...আইলা ঝড় কি পোষ মানে!
...ফুলের গন্ধের কাছে লুট হয়ে গেছি কাল রাতে...

১৩

শওকত মাসুম's picture


অন্যরকম। আমাদের সময়ের প্রেম নিয়ে কিছূ লিখতে ইচ্ছা করছে পোস্ট টা পড়ে।

১৪

এস এম শাহাদাত হোসেন's picture


মাসুম ভাই, ইচ্ছা বাস্তবায়ন করে ফেলুন। আমরা আরো কিছু জানি।

১৫

চাঁদবেনে's picture


এটাই চাচ্ছিলাম আসলে। অনেকদিন আঁচড় পড়েনা আমাদের অনুভূতিগুলোতে।

১৬

শর্মি's picture


যাইবি দক্ষিনে, বলিবি পশ্চিমে, রহিবি পুরবমুখে
গোপন পিরিতি গোপনে রাখিবি তবে ত রহিবি সুখে
গোপন পিরিতি গোপনে রাখিবি সাধিবি মনের কাজ
সাপের মুখেতে ভেকেরে নাচাবি তবে তো রসিকরাজ

ধরা দিবিনা, সাধলেও ধরা দিবিনা ...

আহা! চমৎকার গানটা মনে করায়ে দিলেন!

১৭

এস এম শাহাদাত হোসেন's picture


আসলেই। আমাদের কালের প্রেমের মাল্টিডাইমেনশান, মাল্টিকালার, বাঁচা-মরার চ্যালেঞ্জ ... এখন যেন হারিয়ে গেছে। সব কলিকাল ...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.