নদী
অমোঘপুরের ছাত্র আমি
বিধির পদ্য বোধে লিখি
জলের শব্দ নকল করে
পাখির মত গাইতে শিখি
এইতো সেদিন একটা পরী
ভিষণ রাগে, জোরসে হাঁকে
"সাহস কত! আমার পাখা
চুরিয়ে এনে নদী আঁকে!"
আঁকা বলে হেলা করলে
শোন, এও নাচতে জানে
ঢেউও আছে, স্রোতও আছে
বেলাল্লা হয় ঝড়তুফানে।
আমার কাছে নদীই সব
ঝর্ণা হয়ে সাগরে আসা
জীবননদী, সময়নদী
নদী আমার মাতৃভাষা।
গতপরশু নদীর ভাষায়
চা চাইতেই এক দোকানি
বল্লো," আমি নদীভাঙ্গা,
নদীর ভাষা আমিও জানি"।
নদীর ভাষা কঠিন অতি
ভোকাবিউলারি শেখা লাগে
সিনটেক্সের এর শক্ত বাঁধে
না বলা সব ইচ্ছা জাগে।
আমিতো ভাই নদীপাগল
জীবন গেল নদীসুখে
বুড়িগঙ্গায় ঢেউ উঠলেই
আঁছড়ে পড়ে আমার বুকে।
তাইতো আমি নদী পড়ি
নদী শিখি, নদী থাকি
পরীর পাখা চুরি করে
হারিয়ে যাওয়া নদী আঁকি।
চাঁদবেনে যায় সওদা সমেত
বেহুলা লাশ ও লাস্য নিয়ে
মারমেইড গায়, " জীবন হল
জলের সাথে জলের বিয়ে।"
আমিও নদীপাগল মানুষ। কবিতাটি তাই দারুণ মন ছুঁয়ে গেছে।
কিন্তু
পঙক্তিটিতে কি সুর-পতন ঘটেছে একটু? (ছন্দপতনের কথা বলিনি কিন্তু!) কিংবা
পঙক্তিটিতে?
আপনার ছন্দজ্ঞান অসাধারণ। আগাগাগোড়া দশমাত্রা দারুণ কুশলতায় মেইনটেইন করেছেন। শুধু আবৃত্তির ঢঙে পড়তে গেলে ওই দুটো পঙক্তিতে সুর মেলাতে পারছি না। সমস্যাটি কি আমার পড়ার ঢঙে?
এত চমৎকার একটি কবিতায় এমন বেরসিক প্রশ্নের জন্য দুঃখপ্রকাশ করছি।
ধন্যবাদ।
হা হা। আপনার পড়ায় সমস্যা না; সমস্যা ছড়ায়।
'ভোকাব্যুলারি' পড়লে মনে হয় ঠিক হয়ে যাবে।
দারুণ! আপনার সব ধরণের লেখার ভক্ত আছি। নিয়মিত হয়েন, প্লিজ।
কবিতাটা পড়তে মজা ।
"সাহস কত! আমার পাখা
চুরিয়ে এনে নদী আঁকে!"
চুরিয়ে আগে কখনো শুনেছি বলে মনে হয়না । ভালোই হল শব্দটা । আবৃত্তি করতে গেলে অনেক জায়গাতেই বাধতে পারে । কিন্তু সবকিছু ছেড়ে দিলে কবিতাটা জোশ!!
(আমার পিচ্চি বোনের তো দারুণ লাগছে )
লুকিয়ে চুরিয়ে কিছু করেননি বুঝি?
অনেকদিন পর!
কবিতা পছন্দ হয়েছে। ছন্দের কাজ ভালো লাগছে।
কবিতা পড়তে দারুণ লাগলো।
"চুরিয়ে আনে" সম্ভবত "চুরাকে দিল মেরা"র আইডিয়া থেকে এসেছে।
প্রিয়তে নিয়ে নিয়েছি। আমার "জাত-ভাটিয়া" পরিচয়টা মনে পড়ে গেছে।
সুন্দর।
প্রিয়,
খোলস পাল্টালেন ? নামটা পাল্টে লিখলে কিন্তু মোটেই পেহ্ছানা যেত না !
এজন্যইতো নামটা আর পাল্টাইনি শুধু খোলস পাল্টায়াই খুশী।
আচ্ছা, তাহলে আরেকটা ছড়া দেই।
কবিতা পছন্দ হয়েছে। ছন্দের কাজ ভালো লাগছে।
এত সুন্দর কবিতা পেঠে নিয়ে এত দিন কই ছিলেনরে ভাই ! ভারী মিষ্টি ! বহু দিন পর মনে হল সত্যেন্দ্র খেলাম ! ছন্দের ব্যাপারে আর একটু যত্ন নিলে ভালো হয় । ছোটখাট হোচট গুলো এড়ানো যেত ।
নদী ! আহা ! আমাদের ছোটবেলার অনেক নদী হারিয়ে গেছে ! বেড়ার ধারে ছিল ধুরং মরে গেছে ! একটু দূরে ছিল হালদা, পৃথিবীর এক মাত্র প্রাকৃতিক মীন প্রজনন আধার ! মরি মরি করছে !
ধন্যবাদ মিষ্টি কবিতাটির জন্য !
হাহা। ধন্যবাদ আপনাকেও।
এইটা বেশী সুন্দর...
মন্তব্য করুন