ইউজার লগইন

বিশ্বকাপ বনাম নিঃস্বকাপ

দৃশ্য-১

চাচী সবাইকে আশ্বস্ত করে বললেন- ভয়ের কোন কারন নাই, আমাদের দলে তোমাদের ‘কাকা’ আছে, জয় তোমাদের সুনিশ্চিত। চাচীর কথা শুনে সব ভাতিজারা রে রে করে বেরিয়ে পরল, ফলে রাতারাতি দোকান পাট রাস্তা-ঘাট অলি গলি সব ব্রাজিলিয়ান পতাকায় ছেয়ে গেলো। ভাতিজীরা ঘরে বসে কাকাকাকাকাকাকাকাকা......... রব তুলে এমন অবস্থা করল যে ডাস্টবিনে খাদ্য অন্বেষনরত কাক পক্ষীগুলি এস্ত ব্যস্ত হয়ে উৎসুক নয়নে তাদের পানে তাকিয়ে রইলো।

মেশো মশাই (খালুজান) বসে থাকার লোক নন- হুংকার মেরে বললেন – ভাগিনা-ভাগ্লীরা শোন- তোমাদের ‘মাসি’ (Messi) থাকতে আবার চিন্তা কি? তোমরা কেনো ঘরে বসে থাকবে? ......আর যায় কোথায়- মূহুর্তের মধ্যে বাড়ির ছাঁদ চিলেকোঠা সহ সব কিছু আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গেলো। সারা দেশে একমাত্র সংসদ ভবনের মাথায় বাংলাদেশের পতাকাটা ভয়ে জড়সড় নিস্তেজ হয়ে নিচের দিকে ঝুলে রইল। বাদলা দিনের ঝড়ো হাওয়াও কিছুতে তাকে নাড়াতে পারলো না। ভাগিনাদের সাথে পাল্লা দিয়ে ঘরে বসে ভাগ্নী গুলি ম্যাসি ম্যাসি ম্যাসি ম্যাসি............ বলে এমন শোরগোল শুরু করে দিলো যে ঘরের কোনের ম্যাছি-বিড়াল আর ইদুঁর গুলি ভয়ে কোঁ কোঁ করতে থাকল।

দৃশ্য-২ (নেদারল্যান্ডস)

আজ ব্রাজিল-নেদারল্যান্ডস বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলা। আগের দিনেই অফিসের বড় কর্তা বলে দিয়েছেন তোমরা যারা খেলা দেখবে তারা ইচ্ছে করলে অফিস টাইমের আগে আগেই কাজ আরম্ভ করতে পারো এবং আগে আগে বেরিয়েও যেতে পারো, শর্ত একটাই ‘নিয়মিত কাজগুলি শেষ করে যেতে হবে’। যথা সময়ে কাজ সেরে বাসার জন্য রেডি হচ্ছি আর অম্নি বউএর ফোন- ‘এই তাড়াতাড়ি এসে আমাকে অফিস থেকে তুলে নিয়ে যাও। আজ আমরা সিটি সেন্টারে বড় পর্দায় খেলা দেখবো। বাইরে প্রচন্ড গরম হেতু রাজি না হলেও বউএর আগ্রহে শেষকালে রফা হলো আমরা হাফ টাইমের ব্রেকে সিটি সেন্টারে যাবো, এখন গেলে কিছু খেলা মিস হয়ে যাবে।
এ বিশেষ দিন উপলক্ষ্যে আজকে সারাদিন রেডিওতে অবিরাম দেশাত্ববোধক গান বাজিয়েছে প্রায় সব গুলো সেন্টার। সব টিভি ঘুরিয়ে ফিরিয়ে ফুটবল দেখাচ্ছে। বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উড়ছে। মোটামুটি সবাই কমলা রঙের কাপড় পরে বের হয়েছেন। আমরা সবাই খেলা দেখছি তবে সবার মন খুবই খারাপ কারন ইতিমধ্যে নেদারল্যান্ডস একটা গোল খেয়ে ফেলেছে। আমাদের পাশেই কয়েকজন ব্রাজিলিয়ান (৮/১০ জন হবে, বলে রাখি এখানে প্রায় ৪/৫ হাজর ডাচ লোক খেলা দেখছে) সারাক্ষন নেচে গেয়ে ভেপু বাজিয়ে মাত করে রেখেছে। তার পরেও অনেক ডাচ লোক তাদের দিকে তাকিয়ে মাঝে মধ্যে দুই আঙ্গুলে ‘V’ চিহ্ন দেখাচ্ছে। আমার পাশেই এক ডাচ লোক তাদের বললো “খেলার সাথে সাথে আমারা তোমাদের নাচও উপভোগ করছি, তোমরা খুব সুন্দর নাচো”।
খেলার দ্বিতীয়ার্ধে ডাচরা নেচেগেয়ে একাকার করে দিল। ব্রাজিলিয়ান গুলি বির্মষ হয়ে দাড়িয়ে রইল। তাদের মাঝে হেরে যাওয়ার দুঃখ থাকলেও ভয়ের লেশ মাত্র ছিল না। ছিল না কোনো হানা হানি বা ভাংচুরের ঘটনা। তারা সবাই নেচে গেয়ে ফুটবলের বিশ্বকাপ জয়ের দিকে এগিয়ে গেলো.....................।

দৃশ্য-৩

খেলা শেষ.........। চাচী আর মেশোর কোনো খবর নাই, ‘কাকা’ আর ‘মাসি’র মুখে কথা নাই। ভাতিজাদের হাতের খোলা রাম-দা আর ভাগিনাদের ছোড়া কেরোসিনের বোতল আর আগুনের তান্ডবলীলায় দেশের নিরীহ মানুষগুলি পালানোর পথ খুজে না পেয়ে দিশেহারা।
আমরা বিদেশে বসে ইন্টারনেটে দেশের দৈনিক গুলি খুললেই বাস ভাংচুরের ছবি সহ ভাগিনা-ভাতিজাদের বীরোচিত খবরে মুখে থু-থু দিতে ইচ্ছে করে.........।

ছাগলের তিনটি বাচ্চা এক সংগে জন্ম নিলে নাকি বুদ্ধিমান দুটো মায়ের দুই বাটে রিতীমত দুধ খেয়ে তাজা হয় আর তিন নাম্বারটি দুধ না খেয়েই দূরে থেক তিড়িং-বিড়িং লাফিয়ে অবশেষে নিস্তেজ হয়ে পরে থাকে। আমরা আর কত কাল ছাগলের তিন নাম্বার............... ।

খেলাধূলায় দর্শকদের মাঝে পক্ষ-বিপক্ষ থাকে এতে দোষের কিছু নাই, বরং পক্ষ-বিপক্ষ না থাকলেই খেলা নিরামিষ নিরানন্দময় হয়ে পরে। তাই বলে খেলোয়ারচিত মনোভাব থাকবে না, আর খেলা শেষে মারা-মারি হানা-হানি, সম্পদের ক্ষতি করা, এ কেমন পক্ষালম্বন!

সারা বিশ্ব যখন খেলাধূলা আর জ্ঞান বিজ্ঞানের বিশ্ব কাপের দিকে তীর বেগে এগিয়ে যাচ্ছে তখন আমারা জ্বালাও পোড়াও আর হরতালের “নিঃস্বকাপের” দিকে এগিয়ে যাচ্ছি।

আসুন এবার কিছু ছবি দেখি

P1010691

P1010646

ড্র'র আগে গর্বিত ব্রাজিল সমর্থকরা

P1010667

হাজার পাঁচেক হল্যান্ডবাসীর ভীড়ে গোটাকয় ব্রাজিলিয়ান নির্ভয়ে খেলা দেখছে।
(হয়ত এই ডাচ লোকগুলি আমাদের ভাতিজা-ভাগিনাদের মত তেজী-বুদ্ধিমান না)

P1010706

উৎকন্ঠিত অরেঞ্জ সমর্থকরা

P1010649

দুঃখিত ব্রাজিলিয়ানরা

P1010696

বিজয়ের উল্লাস হাতে নিয়ে "ডেমো" গোল্ড কাপ

মজিবর রহমান তালুকদার (দুলাল)
০৪.০৭.১০

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

নজরুল ইসলাম's picture


এইটা তাইলে দুলাল ভাই?
আইচ্ছা...
স্বাগতম
ব্যাপক স্বাগতম

মজিবর's picture


আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। Smile
এতো ভীড়েও আমাকে চিনে ফেলেছেন ! দেখা হবে তাড়াতাড়ি।

নজরুল ইসলাম's picture


মজিবর নামে চিনি নাই, তালুকদার (দুলাল) দেখে চিনে ফেলছি Wink

মজিবর's picture


Smile Smile Smile Smile

তানবীরা's picture


আইচ্ছা...
স্বাগতম
ব্যাপক স্বাগতম

রাসেল আশরাফ's picture


আচ্ছা তাতপু এই দুলাভাই আপনের ছবিগুলা দিয়া ব্লগ লিখছে।আপনার কাছ থেকে পারমিশন নিছে?না নিলে কপিরাইটে মামলা করেন।

ভাঙ্গা পেন্সিল's picture


ছবিগুলা দেইখাও কি বুঝতাছেন না কেডা তুলছে Wink

মজিবর's picture


না ভাই, মামলাটা আসলে আমার করার কথা। ছবিগুলা আমারই তোলা।

মজিবর's picture


না ভাই, মামলাটা আসলে আমার করার কথা। ছবিগুলা আমারই তোলা।

১০

মজিবর's picture


তোমাকেও ধন্যবাদ।

১১

রাসেল আশরাফ's picture


ওহ বুঝছি এ আমাদের দুলাভাই.।।।

দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম।

দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম

দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম

১২

মজিবর's picture


আমি আনন্দিত। আপনার উষ্ণ আন্ত্রিকতার জন্য ধন্যবাদ।

১৩

মামুন হক's picture


দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম Party

১৪

মজিবর's picture


আপনাকে অনেক ধন্যবাদ।

১৫

টুটুল's picture


দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম

নিয়মিত থাইকেন শ্যালকদের পাশে Smile

১৬

মজিবর's picture


এতো আপ্যায়ন পেলে কে যেতে চায় বলুন।

১৭

নুরুজ্জামান মানিক's picture


স্বাগতম !

১৮

মজিবর's picture


ধন্যবাদ।

১৯

একলব্যের পুনর্জন্ম's picture


ব্লগে বড় আপাদের ধ্যাতানিতে থাকতে থাকতে একজন দুলাভাই ব্যাপক মিস কর‌্তেছিলাম Smile Smile

দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম Laughing out loud

-------------------------------------------------

সুন্দর ছবির জন্য থ্যাংকস । ভালো থাকবেন ভাইয়া ।

২০

মজিবর's picture


ধন্যবাদ, আপনিও ভাল থাকবেন।

২১

শওকত মাসুম's picture


আমার পাশেই এক ডাচ লোক তাদের বললো “খেলার সাথে সাথে আমারা তোমাদের নাচও উপভোগ করছি, তোমরা খুব সুন্দর নাচো”।

টিভির দিকে তাকাইয়া থাকতে থাকতে চোখ ব্যাথা হইয়া গেল, তবু্ও এই নাচ দেখতে পারলাম না, আফসুস।

এবিতে, আমাদের ভুবনে স্বাগতম।

২২

তানবীরা's picture


এই নাচ টিভিতে আসে না, এই নাচ লাইভ। Wink

পরের বার চলে আসবেন একসাথে নাচ মানে থুক্কু খেলা দেখতে যাবোনে Wink

২৩

জ্যোতি's picture


আমাদের দুলাভাই নাকি?

দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম।

দুলাভাই আসছে কেউ মিষ্টি খাওয়ায় না কেন?

২৪

রাসেল আশরাফ's picture


শালাদের হাতে খাবে না দুলাভাই।

তাই ওয়েট করতেছে কখন তার ছোটগিন্নীরা এসে তাকে মুখে তুলে খাওয়ায় দিবো!!!!!!!!!

২৫

জ্যোতি's picture


আইছে আরেকজন! শালারা মিষ্টি নিয়ে আসুক। শালিকারা তো আপ্যায়ন করবেই।

২৬

রাসেল আশরাফ's picture


দুলাভাইয়ের জন্য রসগোল্লা আনছি। দুলাভাইয়ের ছোট গিন্নীরা সব কই??????Rosogolla.jpg

২৭

মজিবর's picture


আপনি ভাই একেবারে মনের কথাটা বুঝে ফেল্লেন !!!!!!! Big smile

২৮

মজিবর's picture


Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile Big smile

২৯

মজিবর's picture


আহা- কতো দিন হয়, শালিকাদের হাতের মিষ্টি খাই না।

৩০

মজিবর's picture


ধন্যবাদ।

৩১

রাসেল আশরাফ's picture


Rosogolla.jpg

৩২

রাসেল আশরাফ's picture


ধুর ছবি ছোট হয় না কেন?????? কেও আমারে বাচান। Sad Sad Sad Sad

৩৩

জ্যোতি's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor মিষ্টির ছবি দিয়া লুকজনরে লোভ দেখাইছেন তাই তীব্র নিন্দা। সেজন্য কেউ বাঁচাবে না আপনাকে। আপনার হোমওয়ার্ক করেন নাই কেন? Angry

৩৪

ভাঙ্গা পেন্সিল's picture


mishti

৩৫

মজিবর's picture


সবগুলিই কি আমার জন্য?
শালিকাদের ডাকেন, আপনিও আসেন।

৩৬

সাহাদাত উদরাজী's picture


ওয়েল কাম টু আওয়ার দুলাভাই।
আর একজন দুলাভাই পেয়ে যারপরনাই খুশি হলাম।

কিন্তু দুলাভাই, পোস্টের অনেক ছবিতো আমাদের আগেই দেখা শেষ!
আপা আপনার ছবি আগেই মেরে আমাদের দেখিয়ে দিয়েছিলো! হা হা হা

দুলাভাই, যা কিছু করেন আপা'রে জিগাইয়া করবেন নাইলে কিন্তু ধরা।

ভাল থাকুন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বিদেশী দোয়া প্রয়োজন।

৩৭

মজিবর's picture


ধন্যবাদ।
Big smile Big smile Big smile
আমিনননননন

৩৮

জ্বিনের বাদশা's picture


এই জন্যই তো বলি, গল্প চেনা চেনা লাগে Wink
দুলাভাইকে স্বাগতম

৩৯

মজিবর's picture


ধন্যবাদ।

৪০

মীর's picture


প্রথম থেকেই পুরা কাহিনী চেনা চেনা লাগতেছিলো। দুলাভাইকে শুভেচ্ছা-স্বাগতম। আর যতই বলেন না কেন, সাধারণ পাঠক, পড়তে চাই; এবি'তে আমরা যারা শ্যালক-শ্যালিকা আছি তারা কিন্তু এত সহজে ছাড়বো না। আমরা আরো আরো পোস্ট চাই।

দুলাভাইকে শুভেচ্ছা নিরন্তর।

৪১

মজিবর's picture


আপনাকেও অনেক ধন্যবাদ।

৪২

মেসবাহ য়াযাদ's picture


দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম

আরেকজন দুলাভাই পাওয়া গেলো, ওয়েলকু

৪৩

সাহাদাত উদরাজী's picture


ভাই, আপনাকে অনেক আনন্দিত মনে হচ্ছে। আপনি লিখেছেন - আরেকজন দুলাভাই পাওয়া গেলো, ওয়েলকু। 'ওয়েলকু' টা কি! জানাবেন আশা করি।

অনেক কিছু অজানা থেকে গেল দুনিয়ায়!

৪৪

মেসবাহ য়াযাদ's picture


এত্তগুলান মানব সন্তান পয়দা করলেন, আর ওয়েলকু শব্দের অর্থ জানেননা ?
ওয়েলকু মাইনে ওয়েলকাম... স্বাগতম... আসেন... বসেন... খোশ আমদেদ...

৪৫

জ্যোতি's picture


Tongue Rolling On The Floor Rolling On The Floor

৪৬

মজিবর's picture


Smile Smile Smile Smile Big smile

৪৭

মজিবর's picture


Smile Smile Smile Smile Smile Smile

৪৮

মজিবর's picture


ধন্যবাদ।

৪৯

মজিবর's picture


Cool Cool Cool Cool

৫০

হাসান রায়হান's picture


দুলাভাইরে বিশাল স্বাগতম। Smile

৫১

মজিবর's picture


আপনাকে অনেক ধন্যবাদ।

৫২

বোহেমিয়ান's picture


দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম

দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম
এত রসগোল্লা খায়া নিশ্চয় পেট ভইরা আছে! তাই আমি আর নতুন কইরা কিছু দিলাম না! Wink

৫৩

মজিবর's picture


ধন্যবাদ, আর কিছু দিতে হবে না।

৫৪

মুক্ত বয়ান's picture


মোটে এই কয়টা ফটুক। Sad Sad
আরো কিছু ছবি দিতেন, আর, আপনারা নাচ উপভোগ করলেন, কিন্তু, আমাদের দেখার কোন ব্যবস্থা করলেন না। Sad Sad

যাই হোক, এবিতে স্বাগতম।
সবাই দুলাভাই বলতেছে, আমিও দুলাভাই বলি... Smile

৫৫

মজিবর's picture


ছবি দেখে আর কি হবে। একবার আসুন আমাদের এখানে বেড়াতে- খুব মজা হবে।
স্বইচ্ছায় যখন পরম আত্নীয় হলেন তবে আর দেরি কেন, চলে আসুন তাড়াতাড়ি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.