খুদে লিরিক
আমাকে হারিয়ে যেতে দাও
আমারি হারানো পথে ।
আমাকে ভেসে যেতে দাও
ভেঙে যাওয়া স্বপ্নরথে ।।
খুঁজোনা আমায় আকাশের নীলে ।
পাবেনা আমায় উদাস গাংচিলে ।।
ডেকোনা , আমি আর ফিরবো না
ফেলে আসা ধূসর অতীতে ।
কখনো হিসাব মেলাবো না
জীবনের কোন লাভ ক্ষতিতে ।।
ঝাপসা দুচোখ , বৃষ্টি কাঁদে ।
জড়াবোনা আর জীবনের ফাঁদে ।।
আমাকে হারিয়ে যেতে দাও
আমারি হারানো পথে ।
থ্যাংকস
ভালো লাগলো
ভালো লেগেছে।

ঠিকাছে আপা
সেকি! আসতে না আসতেই আপনি হারিয়ে যেতে যান!!
জীবনের ফাদেঁ জড়ানো মানেই কি অতীতে ফিরে যাওয়া? আমার লাগে যে অতীতে কখনোই ফেরা যায় না, কারন সময়ের সাথে বদলে যায় সবই, আশেপাশের সব, সর্বোপরি বদলে যান আপনি নিজেই।
লিরিক ভালো লাগছে।
মন্তব্য করুন