ইউজার লগইন

বউ কাব্য

উদরাজী নাকি বউরে ভীষণ ভয় পায় (আমার কথা না মেসবাহ’র মত ) । সেদিন জানা গেলো টুটুলও তার বউকে....। অবশ্য জগতে দুই-একজন বীর পুরুষ ছাড়া সবাই বউকে কম-বেশি সমীহ করে। এজন্যেই অনেকে পিকনিকে বউ নিয়া যাইতে সাহস পায় নাই। উদরাজী নাকি একবার বিড়ম্বনায় পড়ছিল...। আমি নিজেও খুব একটা সাহসী পুরুষ নই। বিয়ের আগে মানুষ যখন বউ নিয়া নানা রঙ্গীন স্বপ্নে বিভোর থাকে, আমি তখন দাম্পত্য জীবন এবং বউ সম্পর্কিত কিছু অনুকাব্য রচনা করেছিলাম। যার অনেকগুলোই পরবর্তিতে দাম্পত্য জীবনের বাস্তব অভিজ্ঞতার সংগে কাকতালীয় ভাবে মিলে গেছে। সেইসব অনুকাব্যের বেশ কয়েকটি এবির বন্ধুদের জন্য এখানে উদ্ধৃত করলাম। আগেই বলে রাখছি, এই অনুকাব্য গুলোর বেশ কয়েকটি ইতিপুর্বে বিভিন্ন পত্র/পত্রিকায় প্রকাশিত হয়েছে।

১.মা বলে বউয়ের ভেড়া
বউ বলে বলদ
জানিনি কোথায় গলদ !

২.আমার বউ আমায়
পেয়ে অভিভূত
আমি তার বশীভূত

৩.বউ আছে স্বর্গে
আমি তার সংগে থেকেও
আছি যেন মর্গে ।

৪.বউকে বলি-
আমি বাঁশি হই
তুমি সুর হও,
বউ বলে- দূর হও ।

৫.বউ এবং সুখ
থাকে না এক ঘরে
বউ ঘরে এলেই সুখ
গৃহত্যাগ করে ।

৬.বউ যায় শপিং-এ
আমি করি বাজার
আমার খরচ কয়েক’শ
তার কয়েক হাজার ।

৭.আমি গাধার মতো
ব্যস্ত থাকি কাজে
বউ আমার
পারলারে গিয়ে সাজে ।

৮.বউ কে-বলি কম খাও
হইও না আর মোটা
বউ বলে-
দিওনাতো ভাতের খোঁটা ।

৯.বউকে নিয়ে যাই
চাইনিজে
আমাকে দেয় স্যুপের বাটি
চিকেন ফ্রাই খায় নিজে ।

১০.বউয়ের ভয়ে ঘরছাড়া
কেমনে থাকে সে বরছাড়া ।

১১.বউ যা বলে তাই সই
কোন সাহসে অবাধ্য হই ।

১২.বউয়ের কথায় কান দেই
তার জন্য জান দেই ।

১৩.বউয়ের হাতে নাটাই
কেমনে তারে ঘাটাই !

১৪.বউয়ের সঙ্গে ভারী মিল
রাত করে বাড়ী ফিরলে
দরজায় দেয় খিল ।

১৫.হায়রে আমার বরাত
বউয়ের মুখ যেন
স’মিলের করাত ।

১৬.বিয়ে করে কেমন আছি
নরকের কাছাকাছি ।

১৭.বউ আমার লক্ষী
আস্তে বকে
জানে না কাকপক্ষী ।

১৮.বউয়ের কাছে নত হই,
তার মনের মত হই।

১৯.বউ আমার নাইস
কখনো হট
কখনো আইস ।

২০.তবুও আছি বেশ
শুধু পাকছে মাথার কেশ ।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


তবুও আছি বেশ
শুধু পাকছে মাথার কেশ

Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

ঈশান মাহমুদ's picture


রাসেল বিয়ে করেন। (নাকি করেছেন !) বিয়ের পর এই গড়াগড়ি হাসি থাকবে না।

মমিনুল ইসলাম লিটন's picture


ইংরেজী নতুন বছর ২০১১ এর শুভেচ্ছা এবির সব বন্ধুকে।
বউ নিয়া নতুন বছরে সবাই সুখে শান্তিতে খাকবেন আর পজিটিভ কাব্য রচনা করবেন এ আশা করছি।
বউদের ধীক্কার থেকে এবছর হেফাজতে থাকুন।

ঈশান মাহমুদ's picture


ধিক্কার দেখলেন কই লিটন ভাই, নিজেইতো ধিক্কারের ওপর আছি। আপনাকে এবং ভাবীকেও নতুন বছরের শুভেচ্ছা...।

মাইনুল এইচ সিরাজী's picture


ঈশান ভাই, ডরাচ্ছি। বউরা না আবার একযোগে ক্ষেপে ওঠে। জানেন তো সত্য কথার ভাত নাই। শেষে আবার না খেয়ে থাকতে হবে। ( আমি ব্লগের লেখাগুলো আমার বউরে পড়াই। আমার জন্য খাসদিলে দোয়া করবেন)

মাইনুল এইচ সিরাজী's picture


পড়াই মানে পড়াতে বাধ্য হই

ঈশান মাহমুদ's picture


সিরাজী , খাস দিলে দোয়া করি না খেয়ে নয়, বরং বউয়ের... মানে ভাবীর হাতের পছন্দের মেনু খেয়ে আপনার ভূরি আরো স্ফীত হোক ।

নাজমুল হুদা's picture


বউরা একযোগে ক্ষেপে উঠলে কিন্তু খবর আছে । সাবধান !
অনুকাব্য ভাল হয়েছে ।

ঈশান মাহমুদ's picture


নাজমুল ভাই, দশ বছর পার করে দিছি, এখন আর ক্ষেপা-ক্ষেপির তোয়াক্কা করি না(বউ শুইনা ফেল্লনাতো !) ।

১০

মাইনুল এইচ সিরাজী's picture


বউ শুইনা ফেল্লনাতো!

১১

মুক্ত বয়ান's picture


একটা অ.ট.: ভাবি কি বাপের বাড়ি গেছেন??

১২

ঈশান মাহমুদ's picture


না উনি বাপের বাড়ী যান নাই, পাড়া বেড়াইতে (বান্ধুবীদের বাড়ী) গেছেন।

১৩

শওকত মাসুম's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

বউ আছে স্বর্গে
আমি তার সংগে থেকেও
আছি যেন মর্গে ।

এইটা সেরা

১৪

ঈশান মাহমুদ's picture


মাসুম ভাই, আপনার রসবোধের কাছে এইসব নস্যি, তবুও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৫

উলটচন্ডাল's picture


উহু, এইটা -

বউ আমার লক্ষী
আস্তে বকে
জানে না কাকপক্ষী ।

আইচ্ছা যান, দুইটাই Smile

১৬

মাইনুল এইচ সিরাজী's picture


ঈশান, আপনার প্রোফাইল ছবিটা কি ভাবীর ডরে তুলে নিলেন?

১৭

ঈশান মাহমুদ's picture


না ভাই, অন্য একটা ছবি দিছি, আসতাছে না ক্যান-বুঝতেছিনা ।

১৮

মাইনুল এইচ সিরাজী's picture


না, না। সমস্যা নাই। লজ্জার কী আছে। বীরপুরুষেরাই বউকে ভয় পায়।

১৯

নাজমুল হুদা's picture


বীরপুরুষেরাই বউকে ভয় পায়।

২০

ঈশান মাহমুদ's picture


আমি ভাই বীরপুরুষ না।

২১

মীর's picture


অণুকাব্য ফাটাফাটি হৈসে।
ভাবীরে সালাম দিয়েন। বৈলেন যে তারে ভালো পাইসি। Smile

২২

ঈশান মাহমুদ's picture


মীর, অনুকাব্য লিখলাম আমি, আর ভালো পাইলেন ' ভাবীরে...' !! হায় কপাল !!

২৩

মীর's picture


কপাল না, কোপাল হবে। Tongue

২৪

উলটচন্ডাল's picture


বউয়ের কাছে নত হই,
তার মনের মত হই।

- এইটা হইল মহাকাব্য। Big smile

২৫

ঈশান মাহমুদ's picture


Smile Laughing out loud Big smile Wink Crazy Crazy

২৬

তানবীরা's picture


২ আর ২০ ভালো পাইলাম

২৭

ঈশান মাহমুদ's picture


ভালো পাইছেন....খুশী হইলাম। দুলাভাইরও কি কেশ পাকছে?

২৮

সাহাদাত উদরাজী's picture


রাজধানীর খিলগাঁও এলাকায় অবস্থানরত এই ব্লগারকে ২২০ টাকা (দুই প্যাকেট বিএন্ডএইচ'র দাম) জরিমানা সহ আজীবন ব্যান করার দাবীও জানিয়ে গেলাম। পাশাপাশি আমিও একটা অনুকাব্য লিখে গেলাম -

সব ব্যাটায় মশারী খাটায় রাতে,
বউয়ের পাশে কে না মিঊ মিঊ করে!

২৯

নাজমুল হুদা's picture


অনুকা্ব্যের ছন্দে -
ভয়, নাকি আনন্দে
হয়নি মিলন,
তাই তো আছি ধন্দে ।

৩০

ঈশান মাহমুদ's picture


দোস্ত আমার ওপর গোশ্বা করলা ক্যান বুঝলাম না, তোমার কাহিনীতো আগেই ফাঁস। এখনতো মশারী খাটানোর তথ্যটাও জানা গেলো। ভালো, বাসায় আইসা পা তুইলা বইসা থাকবা ক্যান ! একটু খাইটা খাও। আর... সারা দুনিয়া আমারে ব্যান্ড কইরা দিল, বউ না করলেই হইলো।

৩১

পৃথিবী's picture


বিয়ে ব্যাপারটা এমন, এটারে নিয়ে যত বিষোদগার করবেন ততই এটা আরও আকরষণিয় হয়ে উঠবে Big smile এই কবিতাগুলা দিয়া আপনে আমার আয়ু কমায়া দিলেন Love

৩২

ঈশান মাহমুদ's picture


এই কবিতাগুলা দিয়া আপনে আমার আয়ু কমায়া দিলেন

কমানোর ব্যাপারটা একটু বুঝাইয়া বলেন জনাব।

৩৩

ঈশান মাহমুদ's picture


এই কবিতাগুলা দিয়া আপনে আমার আয়ু কমায়া দিলেন

আয়ু কমানোর ব্যাপারটা একটু বুঝাইয়া বলেন জনাব।

৩৪

মমিনুল ইসলাম লিটন's picture


নীরবে হেসে গেলাম্

৩৫

ঈশান মাহমুদ's picture


নীরবে হাস্য করতে গিয়া দাঁত বাইর অইছে?

৩৬

সকাল's picture


সাধু... সাধু...

৩৭

ঈশান মাহমুদ's picture


সাধু সাবধান।

৩৮

জুলিয়ান সিদ্দিকী's picture


বউ না বকলেও মাঝে মাঝে যামুগা কইয়া ডর দেখায়। আমিও এই কথা শুনলে খুব ডরাই। কারণ সত্যিই যদি যায়গা এই বুড়া বয়সে বউ পাওয়া খুব কঠিন হইয়া দেখা দিতে পারে। Big smile

৩৯

ঈশান মাহমুদ's picture


আপনে দেখি আমার চেয়েও ফাপড়ে আছেন মিয়া ভাই। আমারেতো যামুগা কয়না, উল্টা যাইতেগা কয়....। আর বউ পাওয়ার ব্যাপারে চিন্তা কইরেন না। বয়সটা খালি কন। আ: সামাদ আযাদ কাকু আশি বছরে বউ পাইলে আপনার চিন্তা কি? অতএব...বিদ্রোহ শুরু করেন...। আমরা আপনার সামনে....থুক্কু পিছে আ-----ছি।

৪০

জুলিয়ান সিদ্দিকী's picture


আমারে যদি ভুল কইরাও একবার কইতো- বাইরাও! তাইলে তখনই যে অবস্থায় যে বেশে থাকি দিতাম দৌঁড়।
Big smile

৪১

ঈশান মাহমুদ's picture


দৌড় দিয়া কোথায় যাইতেন ভাই, শশুরবাড়ী?

৪২

জুলিয়ান সিদ্দিকী's picture


আমার একটা বান্ধবী আছে, তার কাছে। Big smile

৪৩

নাজমুল হুদা's picture


জুলিয়ান, দৌঁড় দেবার মত শক্তি তা'হলে আছে এই বুড়ো বয়সেও । তা'হলে তো ভাই আপনি আসলে বুড়া হন নাই !

৪৪

ঈশান মাহমুদ's picture


মিয়া ভাই, বান্ধুবীর খবরটা ভাবীরে জানাইয়া একটা কড়া হুমকি দেন। দ্যাহেন কি ঘটে !

৪৫

হাসান রায়হান's picture


আপনার বৌএর ছবি কি মেইল কইরা দিমু? ঠিকানা দেন।

৪৬

ঈশান মাহমুদ's picture


শুধু বউয়ের ছবি না রায়হান ভাই, আমিরটাও দিয়েন । আর... আপনার পিকনিকে তোলা ছবির পোস্ট কই ! ishan1219@yahoo.com

৪৭

ভাঙ্গা পেন্সিল's picture


সেরাম লেখছেন। বিয়া করলে দুই একটা চুরি কইরা স্ট্যাটাস মাইরা দিতাম Big smile

৪৮

ঈশান মাহমুদ's picture


Smile Laughing out loud Big smile Wink

৪৯

উচ্ছল's picture


ঝাক্কাস!! মজাক পাইলুম!!!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ঈশান মাহমুদ's picture

নিজের সম্পর্কে

স্বপ্নচারী মানুষ আমি,স্বপ্নডানায় ভর দিয়ে কল্পনার আকাশে উড়তে পছন্দ করি।জীবনের রূঢ় বাস্তবতার সঙ্গে সম্পর্ক কম,তাই পদে পদে হোঁচট খাই…।
একমাত্র মেয়ের প্রিয় বাবা, কিন্তু….স্ত্রীর(তিনিও একমাত্র) কাছে আদর্শ স্বামী হতে পারিনি…।আমাকে দিয়ে এজনমে কিচ্ছু হবেনা…এটা তার বদ্ধমূল ধারণা।তাই তিনি অধীর আগ্রহে পরজনমের অপেক্ষা করছেন।তবে মুখে যতই ‘অনলবর্ষী’হোন না কেন,আমার মত’ অপদার্থ’র জন্য ভেতরে ভেতরে তিনি যে প্রবল ভালোবাসা ধারণ করেন,সেটা আমি প্রতি পলে পলে টের পাই…।এজন্য তার প্রতি আমার কৃতজ্ঞতার সীমা নেই।
মানুষের সান্নিধ্য পছন্দ করি,তবে নষ্ট মানুষের উগ্র আস্ফালন দেখে ইদানীং কষ্ট পাই।তবুও…কিছু প্রিয় মানুষ আছে,যারা আমাকে আলোকিত করে,আশ্বস্ত করে,এবং…স্বপ্ন দিয়ে যায় আগামী সকালের।
আবেগপ্রবণ তাই কবিতা লিখি,হৃদয়ের আবেগগুলো, অনুভূতিগুলো অক্ষরে সাজাই।অব্যক্ত যন্ত্রণা,মৌন অভিমান,হাসি-কান্না,প্রেম-ভালোবাসা দিয়ে কথামালা গাথি…।কতটা তার কবিতা হয় কে জানে !
আড্ডা দিতে পছন্দ করি,যাকে ভালো লাগে,যার সঙ্গ ভালো লাগে-তার পেছনে সময় খরচ করি দ্বিধাহীন।এজন্য আমার বন্ধুভাগ্য ঈর্ষনীয়।
স্বপ্ন দেখি…আদিগন্ত আকাশ,অনন্ত সবুজ , ভালোবাসায় ঘেরা পৃথিবী,অকৃত্রিম অনুভব,মুঠো মুঠো আনন্দ,অতলস্পর্শী আন্তরিকতা,প্রস্ফুটিত মনুষ্যত্ব আর…নিটোল বন্ধুত্ব।তাই…’আমরা বন্ধু’র আঙ্গিনায় পা রাখা…।সব বন্ধুরা ভালো থেকো।