বউ কাব্য
উদরাজী নাকি বউরে ভীষণ ভয় পায় (আমার কথা না মেসবাহ’র মত ) । সেদিন জানা গেলো টুটুলও তার বউকে....। অবশ্য জগতে দুই-একজন বীর পুরুষ ছাড়া সবাই বউকে কম-বেশি সমীহ করে। এজন্যেই অনেকে পিকনিকে বউ নিয়া যাইতে সাহস পায় নাই। উদরাজী নাকি একবার বিড়ম্বনায় পড়ছিল...। আমি নিজেও খুব একটা সাহসী পুরুষ নই। বিয়ের আগে মানুষ যখন বউ নিয়া নানা রঙ্গীন স্বপ্নে বিভোর থাকে, আমি তখন দাম্পত্য জীবন এবং বউ সম্পর্কিত কিছু অনুকাব্য রচনা করেছিলাম। যার অনেকগুলোই পরবর্তিতে দাম্পত্য জীবনের বাস্তব অভিজ্ঞতার সংগে কাকতালীয় ভাবে মিলে গেছে। সেইসব অনুকাব্যের বেশ কয়েকটি এবির বন্ধুদের জন্য এখানে উদ্ধৃত করলাম। আগেই বলে রাখছি, এই অনুকাব্য গুলোর বেশ কয়েকটি ইতিপুর্বে বিভিন্ন পত্র/পত্রিকায় প্রকাশিত হয়েছে।
১.মা বলে বউয়ের ভেড়া
বউ বলে বলদ
জানিনি কোথায় গলদ !
২.আমার বউ আমায়
পেয়ে অভিভূত
আমি তার বশীভূত
৩.বউ আছে স্বর্গে
আমি তার সংগে থেকেও
আছি যেন মর্গে ।
৪.বউকে বলি-
আমি বাঁশি হই
তুমি সুর হও,
বউ বলে- দূর হও ।
৫.বউ এবং সুখ
থাকে না এক ঘরে
বউ ঘরে এলেই সুখ
গৃহত্যাগ করে ।
৬.বউ যায় শপিং-এ
আমি করি বাজার
আমার খরচ কয়েক’শ
তার কয়েক হাজার ।
৭.আমি গাধার মতো
ব্যস্ত থাকি কাজে
বউ আমার
পারলারে গিয়ে সাজে ।
৮.বউ কে-বলি কম খাও
হইও না আর মোটা
বউ বলে-
দিওনাতো ভাতের খোঁটা ।
৯.বউকে নিয়ে যাই
চাইনিজে
আমাকে দেয় স্যুপের বাটি
চিকেন ফ্রাই খায় নিজে ।
১০.বউয়ের ভয়ে ঘরছাড়া
কেমনে থাকে সে বরছাড়া ।
১১.বউ যা বলে তাই সই
কোন সাহসে অবাধ্য হই ।
১২.বউয়ের কথায় কান দেই
তার জন্য জান দেই ।
১৩.বউয়ের হাতে নাটাই
কেমনে তারে ঘাটাই !
১৪.বউয়ের সঙ্গে ভারী মিল
রাত করে বাড়ী ফিরলে
দরজায় দেয় খিল ।
১৫.হায়রে আমার বরাত
বউয়ের মুখ যেন
স’মিলের করাত ।
১৬.বিয়ে করে কেমন আছি
নরকের কাছাকাছি ।
১৭.বউ আমার লক্ষী
আস্তে বকে
জানে না কাকপক্ষী ।
১৮.বউয়ের কাছে নত হই,
তার মনের মত হই।
১৯.বউ আমার নাইস
কখনো হট
কখনো আইস ।
২০.তবুও আছি বেশ
শুধু পাকছে মাথার কেশ ।
রাসেল বিয়ে করেন। (নাকি করেছেন !) বিয়ের পর এই গড়াগড়ি হাসি থাকবে না।
ইংরেজী নতুন বছর ২০১১ এর শুভেচ্ছা এবির সব বন্ধুকে।
বউ নিয়া নতুন বছরে সবাই সুখে শান্তিতে খাকবেন আর পজিটিভ কাব্য রচনা করবেন এ আশা করছি।
বউদের ধীক্কার থেকে এবছর হেফাজতে থাকুন।
ধিক্কার দেখলেন কই লিটন ভাই, নিজেইতো ধিক্কারের ওপর আছি। আপনাকে এবং ভাবীকেও নতুন বছরের শুভেচ্ছা...।
ঈশান ভাই, ডরাচ্ছি। বউরা না আবার একযোগে ক্ষেপে ওঠে। জানেন তো সত্য কথার ভাত নাই। শেষে আবার না খেয়ে থাকতে হবে। ( আমি ব্লগের লেখাগুলো আমার বউরে পড়াই। আমার জন্য খাসদিলে দোয়া করবেন)
পড়াই মানে পড়াতে বাধ্য হই
সিরাজী , খাস দিলে দোয়া করি না খেয়ে নয়, বরং বউয়ের... মানে ভাবীর হাতের পছন্দের মেনু খেয়ে আপনার ভূরি আরো স্ফীত হোক ।
বউরা একযোগে ক্ষেপে উঠলে কিন্তু খবর আছে । সাবধান !
অনুকাব্য ভাল হয়েছে ।
নাজমুল ভাই, দশ বছর পার করে দিছি, এখন আর ক্ষেপা-ক্ষেপির তোয়াক্কা করি না(বউ শুইনা ফেল্লনাতো !) ।
একটা অ.ট.: ভাবি কি বাপের বাড়ি গেছেন??
না উনি বাপের বাড়ী যান নাই, পাড়া বেড়াইতে (বান্ধুবীদের বাড়ী) গেছেন।
এইটা সেরা
মাসুম ভাই, আপনার রসবোধের কাছে এইসব নস্যি, তবুও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
উহু, এইটা -
আইচ্ছা যান, দুইটাই
ঈশান, আপনার প্রোফাইল ছবিটা কি ভাবীর ডরে তুলে নিলেন?
না ভাই, অন্য একটা ছবি দিছি, আসতাছে না ক্যান-বুঝতেছিনা ।
না, না। সমস্যা নাই। লজ্জার কী আছে। বীরপুরুষেরাই বউকে ভয় পায়।
আমি ভাই বীরপুরুষ না।
অণুকাব্য ফাটাফাটি হৈসে।
ভাবীরে সালাম দিয়েন। বৈলেন যে তারে ভালো পাইসি।
মীর, অনুকাব্য লিখলাম আমি, আর ভালো পাইলেন ' ভাবীরে...' !! হায় কপাল !!
কপাল না, কোপাল হবে।
- এইটা হইল মহাকাব্য।
২ আর ২০ ভালো পাইলাম
ভালো পাইছেন....খুশী হইলাম। দুলাভাইরও কি কেশ পাকছে?
রাজধানীর খিলগাঁও এলাকায় অবস্থানরত এই ব্লগারকে ২২০ টাকা (দুই প্যাকেট বিএন্ডএইচ'র দাম) জরিমানা সহ আজীবন ব্যান করার দাবীও জানিয়ে গেলাম। পাশাপাশি আমিও একটা অনুকাব্য লিখে গেলাম -
সব ব্যাটায় মশারী খাটায় রাতে,
বউয়ের পাশে কে না মিঊ মিঊ করে!
অনুকা্ব্যের ছন্দে -
ভয়, নাকি আনন্দে
হয়নি মিলন,
তাই তো আছি ধন্দে ।
দোস্ত আমার ওপর গোশ্বা করলা ক্যান বুঝলাম না, তোমার কাহিনীতো আগেই ফাঁস। এখনতো মশারী খাটানোর তথ্যটাও জানা গেলো। ভালো, বাসায় আইসা পা তুইলা বইসা থাকবা ক্যান ! একটু খাইটা খাও। আর... সারা দুনিয়া আমারে ব্যান্ড কইরা দিল, বউ না করলেই হইলো।
বিয়ে ব্যাপারটা এমন, এটারে নিয়ে যত বিষোদগার করবেন ততই এটা আরও আকরষণিয় হয়ে উঠবে
এই কবিতাগুলা দিয়া আপনে আমার আয়ু কমায়া দিলেন 
কমানোর ব্যাপারটা একটু বুঝাইয়া বলেন জনাব।
আয়ু কমানোর ব্যাপারটা একটু বুঝাইয়া বলেন জনাব।
নীরবে হেসে গেলাম্
নীরবে হাস্য করতে গিয়া দাঁত বাইর অইছে?
সাধু... সাধু...
সাধু সাবধান।
বউ না বকলেও মাঝে মাঝে যামুগা কইয়া ডর দেখায়। আমিও এই কথা শুনলে খুব ডরাই। কারণ সত্যিই যদি যায়গা এই বুড়া বয়সে বউ পাওয়া খুব কঠিন হইয়া দেখা দিতে পারে।
আপনে দেখি আমার চেয়েও ফাপড়ে আছেন মিয়া ভাই। আমারেতো যামুগা কয়না, উল্টা যাইতেগা কয়....। আর বউ পাওয়ার ব্যাপারে চিন্তা কইরেন না। বয়সটা খালি কন। আ: সামাদ আযাদ কাকু আশি বছরে বউ পাইলে আপনার চিন্তা কি? অতএব...বিদ্রোহ শুরু করেন...। আমরা আপনার সামনে....থুক্কু পিছে আ-----ছি।
আমারে যদি ভুল কইরাও একবার কইতো- বাইরাও! তাইলে তখনই যে অবস্থায় যে বেশে থাকি দিতাম দৌঁড়।

দৌড় দিয়া কোথায় যাইতেন ভাই, শশুরবাড়ী?
আমার একটা বান্ধবী আছে, তার কাছে।
জুলিয়ান, দৌঁড় দেবার মত শক্তি তা'হলে আছে এই বুড়ো বয়সেও । তা'হলে তো ভাই আপনি আসলে বুড়া হন নাই !
মিয়া ভাই, বান্ধুবীর খবরটা ভাবীরে জানাইয়া একটা কড়া হুমকি দেন। দ্যাহেন কি ঘটে !
আপনার বৌএর ছবি কি মেইল কইরা দিমু? ঠিকানা দেন।
শুধু বউয়ের ছবি না রায়হান ভাই, আমিরটাও দিয়েন । আর... আপনার পিকনিকে তোলা ছবির পোস্ট কই ! ishan1219@yahoo.com
সেরাম লেখছেন। বিয়া করলে দুই একটা চুরি কইরা স্ট্যাটাস মাইরা দিতাম
ঝাক্কাস!! মজাক পাইলুম!!!
মন্তব্য করুন