ইউজার লগইন

সে আমাকে সহ্য করেছে, আমি তাকে সহ্য করেছি-দীর্ঘ বারোটি বছর।

দিনটি ছিল ১৯৯৯’এর ১২ মার্চ । তার আর আমার জীবনের সবচে স্মরণীয় দিন (নাকি ধরা খাওয়ার দিন !)। আজ থেকে একযুগ আগে ঠিক এই দিনটিতে আমরা একে অন্যের হাত ধরেছিলাম, জীবনের পথে একসঙ্গে হাঁটবো বলে (মাঝে মাঝে ঝগড়া করবো বলে !), জীবন সঙ্গী (নাকি জীবন যন্ত্রণা !)হবো বলে । শপথ নিয়েছিলাম সারাজীবন পাশাপাশি থাকবো (মাঝে মাঝে ঘর পালাই, সেও রাগ করে বাপের বাড়ি যায়)। তারপর... দেখতে দেখতে বারটি বছর । এই দীর্ঘ সময় আমরা একই ছাদের নিচে বাস করেছি (না করে উপায় নাই), একে অন্যকে সহ্য করেছি, ভালোবেসেছি, ঝগড়া করেছি (পাড়া প্রতিবেশী সাক্ষী), সুখ-দু:খ শেয়ার করেছি, একে অন্যের নি:শ্বাসের ব্যবধানে থেকে রচনা করেছি কতো আনন্দ-বেদনার কাব্য; নির্মাণ করেছি কত স্মৃতি, যাপন করেছি একটি টক-ঝাল-মিষ্টি (এবং তিতা) দাম্পত্য জীবন।

হাঁ বন্ধুরা, আজ আমাদের বিবাহের একযুগ পূর্তি হলো । মুনি-ঋষিরা বলে গেছেন, মানুষ চিনতে নাকি বারো বছর লাগে (একদম মিছা কথা, টাইম আরো বেশী লাগে ) । কিন্তু দীর্ঘ বার বছরের যাপিত জীবনে আমি তাকে কতটুকু চিনেছি জানিনা, তবে এটুকুই বলতে পারি, তাকে ছাড়া, তার সান্নিধ্য ছাড়া আমার একদিনও চলবে না (এইটা সত্য কথা )। সে আমার স্বপ্নদ্রষ্টা, সে আমার সুখ দু:খের সঙ্গী (ঝগড়ার সাথীও), আমার সকল কাজের প্রেরণা (তার প্রেরণায় (আসলে চাপে) সিগারেট ছাড়তে হইছিল ) , সে আমার ভালোবাসা । আবার সে আমার প্রথম সমালোচক (নাকি নিন্দুক ) । আমার প্রতিটি ভুল পদক্ষেপ সে দেখিয়ে দেয় (চোখে আঙুল দিয়ে) । আমার প্রতিটি অসংযত আচরণ সহ্য করে পরম ধৈর্য আর সহনশীলতা নিয়ে। আমি প্রায়ই তার যুক্তির কাছে (প্যাঁচের কাছে ) হেরে যাই, তার ভালোবাসার কাছে অবনত হই, তার আচরণের কাছে বিনম্র হই। তবে পাশাপাশি এটাও সত্য যে মাঝে মাঝে তাকে আমার অসহ্য লাগে (একদম খাঁটি কথা )। তার একরোখা (স্বৈরাচারী ) মনোভাব, তুখোড় খবরদারিতে অতিষ্ঠ হয়ে প্রায়ই ভাবি, আমার স্বাধীনতা বুঝি তার হাতে বন্দী ! কিন্তু তার পরও আমি প্রতি পলে পলে তার ভালোবাসা অনুভব করি। আমার সামান্য অসুস্থতায় তার গভীর উৎকণ্ঠা আমাকে যার পর নাই তৃপ্তি দেয় । নিজের সৌভাগ্য দেখে মাঝে মাঝে নিজেরই ঈর্ষা হয় আমার (নিজের পিঠ নিজেরই চাপড়াইয়া দিতে ইচ্ছা করে) । তাই যতদিন বাঁচি, তার পাশেই থাকতে চাই (আর কই যামু !), তাকে নিয়েই শেষ করতে চাই সকল পথ চলা ( সে ছাড়া ঝগড়া করমু কার লগে )। আমি পরজনমে বিশ্বাসী নই, তবুও পরজনম বলে যদি সত্যিই কিছু থাকে, সে জনমেও জীবন সঙ্গী হিসেবে শুধু তাকেই চাই (তার লগে কাঁঠালের আঠার মতো লাইগা থাকতে চাই )।

আজকের এই আনন্দ দিনে তার জন্য লেখা একটি কবিতা ।
আমি চাঁদের কাছ থেকে এক গ্লাস জোছনা নিয়ে
দিলাম তোমার হাতে
তুমি জোছনা পান করে অভিমান ভেঙ্গে
চলো আমার সাথে

আমি পথের ধার থেকে একটি বুনো ফুল নিয়ে
গুঁজে দিলাম তোমার খোঁপায়
তুমি স্বপ্নিল আবেশে আমার গা ঘেঁষে
হাঁটো একটু মৃদু পায়
এসো দুজনে মিলে ভালোবাসার সেতু গড়ি আজ রাতে

আমি রাতের কাছ থেকে একটু নীরবতা নিয়ে
তোমাকে দিলাম
তোমার হাত দুটো আমার হাতের মুঠোয়
তুলে নিলাম

তুমি অপলক দৃষ্টিতে আমার চোখে
একটু তাকিয়ে থাকো
স্বপ্নের তুলি দিয়ে চোখের আকাশে
একটি ছবি আঁকো
চেয়ে দেখ ঐ গাছের পাতায় দক্ষিণা বাতাস মাতে

আমি বৃষ্টির কাছ থেকে এক পশলা জল নিয়ে
ভিজিয়ে দিলাম তোমাকে
ভালোবাসার সেই বৃষ্টিতে ভিজে একটু না হয়
জড়িয়ে ধরো আমাকে

আমি বুকের গভীর থেকে এক মুঠো প্রেম নিয়ে
তোমার হৃদয়ে দিলাম মেখে
হারিয়ে যেও না কখনো পথের মোড়ে
আমাকে একা রেখে
খান খান হয়ে যাবো আমি সেই বিরহের আঘাতে

আমি চাঁদের কাছ থেকে এক গ্লাস জোছনা নিয়ে
দিলাম তোমার হাতে
তুমি জোছনা পান করে অভিমান ভেঙ্গে
চলো আমার সাথে//
বন্ধুরা, আমাদের দাম্পত্য জীবনের কিছু আনন্দ মুহূর্ত বা সুন্দর স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

hhjh.jpg আমার পরিবার: আমার ঠিকানা DSC00464.JPG বিয়ের পর পাশাপাশি আমরা দুজন ।DSC00561.JPG আমার বাসায় নববধু রিনা।DSC00412.JPGমধু চন্দ্রিমায় কক্সবাজার।DSC00453.JPG মধু চন্দ্রিমায়।DSC00537.JPGমধু চন্দ্রিমায় আমরা দুজন।DSC00492.JPGআজ থেকে বারটি বছর, সে আর আমি যখন কিশোরী-কিশোর।DSC00041.JPGআমার ক্যামেরায় রিনা।DSC00435_0.JPGরিনা।DSC00568.JPGআমার মেয়ের বয়স যখন এক ।DSC00675.JPGআমাদের দুজনের সাম্প্রতিক ছবি।DSC00248.jpgআমরা দুজন এবং আমাদের একমাত্র মেয়ে অন্বেষাDSC00385 - Copy.jpgঅন্বেষা ।DSC00093 - Copy.jpgঅন্বেষা ।DSC01314.JPGআমি এবং সে ।Untitled-1.jpgআমার পরিবার।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

নাজমুল হুদা's picture


শুভেচ্ছা, শুভেচ্ছা, শতবার ফিরে আসুক এ সুখের দিন।

ঈশান মাহমুদ's picture


অনেক ধন্যবাদ নাজমুল ভাই।

রাসেল আশরাফ's picture


শুভেচ্ছা রাশি রাশি.।.।.।.।। পার্টি পার্টি পার্টি

ঈশান মাহমুদ's picture


THNX

ঈশান মাহমুদ's picture


THNX

লীনা দিলরুবা's picture


তবে পাশাপাশি এটাও সত্য যে মাঝে মাঝে তাকে আমার অসহ্য লাগে (একদম খাঁটি কথা )। তার একরোখা (স্বৈরাচারী ) মনোভাব, তুখোড় খবরদারিতে অতিষ্ঠ হয়ে প্রায়ই ভাবি, আমার স্বাধীনতা বুঝি তার হাতে বন্দী !

ভাবীকে এই লেখা পড়ানোর ব্যবস্থা কি Wink

শুভেচ্ছা অনেকনেক।

ঈশান মাহমুদ's picture


সত্য কথনে না ডরে বীর (তোমার ভাবী আবার শুইনা ফালাইলো নাতো !) ।

ঈশান মাহমুদ's picture


সত্য কথনে না ডরে বীর (তোমার ভাবী আবার শুইনা ফালাইলো নাতো !) ।

জ্যোতি's picture


অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। সদা সুখে থাকেন।

১০

ঈশান মাহমুদ's picture


জয়িতা আপনাকেও অনেক ধন্যবাদ। সরি, জবাব দিতে দেরী হয়ে গেল। আমার পিসি থেকে ইদানীং আমি 'আমরা বন্ধু'তে লগ ইন করতে পারছি না। আজ অনেকক্ষণ ধৈর্যের পরীক্ষা দেয়ার পর অবশেষে ঢুকতে পারলাম। ধইন্যা পাতা

১১

সাহাদাত উদরাজী's picture


অভিনন্দন ও শুভেচ্ছা। "মুনি-ঋষিরা বলে গেছেন, মানুষ চিনতে নাকি বারো বছর লাগে (একদম মিছা কথা, টাইম আরো বেশী লাগে )।" আমি মনে করি বিবাহিতরা (নারী ও পুরুষ উভয়কে বলছি) প্রত্যকেই একেকজন মুনি-ঋষিরা! Tongue

বন্ধু, ছবির পরিমান একটু বেশী হয়েছে। বিবাহের টক-ঝাল-মিষ্টি কথা একটু কম হয়েছে!
বাসর রাতে কি করলা? ঘর ছেড়ে কবে পালিয়েছিলা? সবচেয়ে কোন ক্ষুদ্র ঘটনায় এসব ঘটনা জানলে, নিজের সাথে একটু মিলিয়ে দেখতে পারতাম!

কিছুদিন আগে আমাদের নায়করাজ রাজ্জাক ও লক্ষী ভাবী তাদের বিবাহের ৫০তম বার্ষিকী পালন করছেন বলে পত্রিকাতে দেখলাম। তোমার জন্য দোয়া করি যেন ১০০তম বার্ষিকী পালন করতে পার!

সুখে থাক। মেয়েটার লেখাপড়ায় ও খেলাধুলায় আশাকরি আরো আরো আরো অধিক অধিক মনোযোগী হবে। সর্বোপরী একজন আদর্শ স্বামী হতে চেষ্টা করে যাও! শুভকামনা।

আমার ১২তম দিনের কথা মনে রাখতে পারি নাই বলে যা হয়েছিল তা নিয়েই একটা পোষ্ট লিখে ফেলা যায়! আমি ১৩তম বছরে আছি! সিনিয়র, দেখলে দূর থকে সালাম দিবে! Tongue

১২

নাজমুল হুদা's picture


সিনিয়র, দেখলে দূর থকে সালাম দিবে! Puzzled

কাছে আসতে মানা ! Smile

১৩

ঈশান মাহমুদ's picture


তুমি সাধারনত 'চুপচাপ' পইড়া যাওয়া পাবলিক, যাক আমার পোস্টে সময় নষ্ট কইরা দীর্ঘ কমেন্ট দিছ, সেজন্য তোমারে ধইন্যা। লেখায় টক-ঝাল-মিষ্টি একটু তম হইছে, কথা সত্য। কি করমু ! তোমার মতো গুছাইয়া লেখতে পারিনা, তা ছাড়া 'সেন্সরশিপ'র কারনে সব কথা কইতেও পারিনাই । বাসর রাইতে মানুষ কি করে, আমার চেয়েও তুমি ভালো জানো, কারন তুমি আবার এই বিষয়ে আমার একবছরের 'সিনিয়র'। তবে 'ঘর পালানো'র একটি কাহানী তোমাদের শুনানোর ইচ্ছা থাকলো, আমরা ভালো আছি, তুমিও ভালো থাইকো।

১৪

শওকত মাসুম's picture


আপনাকে শুভেচ্ছা, ভাবীকে সমবেদনা। জীবন আরও সুন্দর হোক

১৫

ঈশান মাহমুদ's picture


মাসুম ভাই, সমবেদনার অর্ধেকটা আমার প্রাপ্য। আপনি সিনিয়র পারসন, আপনার কাছে এমন পক্ষপাতিত্ব আশা করি নাই। যাক, শুভ কামনার জন্য ধইন্যা।

১৬

মাহবুব সুমন's picture


শুভ কামনা ও শুভেচ্ছা

১৭

ঈশান মাহমুদ's picture


Smile Laughing out loud Big smile

১৮

মীর's picture


আপনাকে শুভেচ্ছা, জীবন আরও সুন্দর হোক

১৯

ঈশান মাহমুদ's picture


Wink Tongue Love

২০

লিজা's picture


অনেক অনেক অনেক শুভকামনা, এরকম কয়েক যুগ পার হোক দুজনের এক সাথে । ভালো থাকবেন Smile
আমি দেরিতে Sad একদিন পার হয়ে প্রায় দুই ঘন্টা Sad
শুভ বিয়েদিন ভাইয়া flowerpink.gif

২১

ঈশান মাহমুদ's picture


লিজা, আপনার আন্তরিক শুভকামনায় অভিভূত হলাম...অনেক ধন্যবাদ আপনাকে।

২২

তানবীরা's picture


আল্লাহ সহ্য শক্তি আরো বাড়াক, সেই শুভ কামনা

অভিনন্দন

২৩

ঈশান মাহমুদ's picture


দোয়াটা একপক্ষীয় হইলো। আমার সহ্যশক্তি বাড়লেই হইবো, তারও ধৈর্যশক্তি বাড়তে হইবো। আপনাকেও অনেক... ধইন্যা পাতা

২৪

টুটুল's picture


অনেক অনেক শুভ কামনা বস Smile
ভাল থাইকেন... ভাল কাটুক

ঢাকায় ছিলাম্না... তাই একটু দিরং হইল... সরি Sad

২৫

ঈশান মাহমুদ's picture


Smile Laughing out loud Big smile Wink Love

২৬

জেবীন's picture


অনেক অনেক শুভকামনা আপনাদের জন্যে...  ভালো থাইকেন...
দেরি হইছে তো কি... শুভেচ্ছা, শুভকামনার সময় কখনো পার হয়ে যায় না...  Smile

২৭

ঈশান মাহমুদ's picture


শুভকামনার সময় কখনো পার হয়ে যায় না...

‌একদম খাঁটি কথা বলেছেন জেবিন, বরং আমারই জবাব দিতে দেরী হলো, সরি। ভালো থাকবেন।

২৮

আহমাদ মোস্তফা কামাল's picture


লেখা অতি উপাদেয় হইছে! Smile

ভাবী ও আপনার জন্য যুগপৎ শুভেচ্ছা ও সমবেদনা!

২৯

ঈশান মাহমুদ's picture


শুভেচ্ছা সানন্দে গৃহীত হলো, কিন্তু সমবেদনা ???? Puzzled Confused

৩০

নাজ's picture


অনেক অনেক শুভেচ্ছা!
দেরী হওয়ার জন্য দুঃখিত। "কথা না বলা" রোগে ধরছিলো Puzzled

৩১

আরিশ ময়ূখ রিশাদ's picture


অনেক শুভকামনা রইল

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ঈশান মাহমুদ's picture

নিজের সম্পর্কে

স্বপ্নচারী মানুষ আমি,স্বপ্নডানায় ভর দিয়ে কল্পনার আকাশে উড়তে পছন্দ করি।জীবনের রূঢ় বাস্তবতার সঙ্গে সম্পর্ক কম,তাই পদে পদে হোঁচট খাই…।
একমাত্র মেয়ের প্রিয় বাবা, কিন্তু….স্ত্রীর(তিনিও একমাত্র) কাছে আদর্শ স্বামী হতে পারিনি…।আমাকে দিয়ে এজনমে কিচ্ছু হবেনা…এটা তার বদ্ধমূল ধারণা।তাই তিনি অধীর আগ্রহে পরজনমের অপেক্ষা করছেন।তবে মুখে যতই ‘অনলবর্ষী’হোন না কেন,আমার মত’ অপদার্থ’র জন্য ভেতরে ভেতরে তিনি যে প্রবল ভালোবাসা ধারণ করেন,সেটা আমি প্রতি পলে পলে টের পাই…।এজন্য তার প্রতি আমার কৃতজ্ঞতার সীমা নেই।
মানুষের সান্নিধ্য পছন্দ করি,তবে নষ্ট মানুষের উগ্র আস্ফালন দেখে ইদানীং কষ্ট পাই।তবুও…কিছু প্রিয় মানুষ আছে,যারা আমাকে আলোকিত করে,আশ্বস্ত করে,এবং…স্বপ্ন দিয়ে যায় আগামী সকালের।
আবেগপ্রবণ তাই কবিতা লিখি,হৃদয়ের আবেগগুলো, অনুভূতিগুলো অক্ষরে সাজাই।অব্যক্ত যন্ত্রণা,মৌন অভিমান,হাসি-কান্না,প্রেম-ভালোবাসা দিয়ে কথামালা গাথি…।কতটা তার কবিতা হয় কে জানে !
আড্ডা দিতে পছন্দ করি,যাকে ভালো লাগে,যার সঙ্গ ভালো লাগে-তার পেছনে সময় খরচ করি দ্বিধাহীন।এজন্য আমার বন্ধুভাগ্য ঈর্ষনীয়।
স্বপ্ন দেখি…আদিগন্ত আকাশ,অনন্ত সবুজ , ভালোবাসায় ঘেরা পৃথিবী,অকৃত্রিম অনুভব,মুঠো মুঠো আনন্দ,অতলস্পর্শী আন্তরিকতা,প্রস্ফুটিত মনুষ্যত্ব আর…নিটোল বন্ধুত্ব।তাই…’আমরা বন্ধু’র আঙ্গিনায় পা রাখা…।সব বন্ধুরা ভালো থেকো।