"সংবাদ উপস্থাপনা কৌশল"
বর্তমানে 'সংবাদ উপস্থাপনা' বিষয়টির পরিসর বেড়েছে বহুগুনে, সেই সাথে এর আকর্ষনীয়তাও। একসময় বলা হতো, খবর পাঠক তোতাপাখির ন্যায় কেবল সুনির্দিষ্ট স্ক্রিপ্ট পড়ে যান। এখন আর একথা বলার জো নেই। খবর পড়ে যাওয়াতেই সীমাবদ্ধ নেই আজকের সংবাদ পাঠকের দায়িত্ব। খবর তৈরীর সাথে সংশ্লিষ্ট সকল কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হয় তাদের, যাতে করে স্বতস্ফুর্তভাবে খবরের তাৎক্ষনিক পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়। তাই বর্তমানে কেবল সংবাদ পাঠক নন, তারা একেকজন সংবাদ উপস্থাপক বলা যায়।
যেকোন উপস্থাপনাতেই সবচেয়ে বেশি প্রয়োজন শুদ্ধ উচ্চারন ও সঠিক বাচনভঙ্গি। এছাড়াও সংবাদ উপস্থাপনার সাথে সংশ্লিষ্ট নানাবিধ তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় সম্পর্কে সমক্যজ্ঞান থাকলে আগ্রহী ও উদ্যোমীব্যক্তি মাত্রই একজন সফল সংবাদ উপস্থাপক হবার চেষ্টা করতে পারেন। বর্তমানে দেশে বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্রে সংবাদ উপস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষন প্রদান করা হয়। এসব প্রশিক্ষন কেন্দ্রের প্রচারের মাত্রাও লক্ষনীয় পর্যায়ের। কিন্তু প্রায় প্রচারহীনভাবেই দীর্ঘদিন যাবত বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের আওতাধীন ' জাতীয় য়ণমাধ্যম ইনিস্টিটিউট (নিমকো)'তে পরিচালিত হচ্ছে "সংবাদ উপস্থাপনা কৌশল" শীর্ষক আন্তর্জাতিক মান সম্পন্ন প্রশিক্ষন পাঠ্যধারা। প্রশিক্ষক হিসেবে আছেন শারকে চামান খান, হাশিম রেজা, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রেফাত আলী, জাহিদ রিপন এমনি সব প্রথিতযশা সংবাদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও আছেন স্বাধীনবাংলা বেতারের আশফাকুর রহমান খান, বাচিকশিল্পী আশরাফুল আলম, বিটিভির দেওয়ান সাঈদুল হাসান, লতিফা জামান, এশিয়ান টিভির মঞ্জুরুল ইসলাম, একাত্তর টিভির সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ. কে. এম. শামীম চৌধুরী -র মতো অন্যান্য সংস্থা থেকে আসা সম্পদ ব্যাক্তিরা (রিসোর্স পারসন শব্দটির এই বাংলা প্রতিরুপ আগে দেখিনি)।
বন্ধুদের মারফত জেনে উচ্চারন ও বাচনভঙ্গি শুদ্ধির লক্ষ্য নিয়ে নিমকো'র ওয়েবসাইটে (www.nimc.gov.bd) আবেদন করে যখন ডাক পেলাম, ধরেই নিয়েছি আর সব সাক্ষাৎকারের মতোই হবে বিষয়টা। নির্ধারিত দিনে পৌছে দেখা গেল, রীতিমতো বিচারক প্যানেলের আর বিশাল ক্যামেরার সামনে স্ক্রিপ্ট দেখে খবর পড়াই হলো বাছাই পদ্ধতি! তাতেও অনেকের মাঝ থেকে বাছাই হয়ে ২৫ জনের দলে রয়ে গেলাম! বাকি ১০ জন বেতার আর টিভি থেকে আসা। শুরু হলো ৩৫ জনের স্কুল জীবনের মতো বাধাঁ ধরা নয়টা-পাচঁটার ক্লাশ। কোর্সের সাথে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কর্মচারীর আন্তরিকতা, ইন-হাউজ রিসোর্স পারসন এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে আসা ব্যক্তিবর্গ যারাই প্রশিক্ষক হিসেবে এসেছিলেন, তাঁদের প্রজ্ঞা, জানার পরিধি মূহুর্তের জন্যে বিরক্তি আনেনা, এতো লম্বা দু'টি সেশনেও।
সংবাদ কি? সংবাদ তৈরীতে অত্যাবশ্যকীয় এবং বর্জনীয় বিষয়সমূহ, উপস্থাপকের গুনাবলী, সংবাদে তাৎক্ষনিকতার চ্যালেঞ্জ মোকাবিলা করা - এমনি সব তাত্ত্বিকজ্ঞানের পাশাপাশি সংবাদ উপস্থাপনার ব্যবহারিক উপাদানসমূহের নানা দিক সম্পর্কেও জানা যায় এই প্রশিক্ষনের সাহায্যে। মাইক্রোফোনের ব্যবহার, ক্যামেরার বিভিন্ন এঙ্গেল, মেকআপের পদ্ধতি ও পরিশীলতা, কন্ঠস্বরের অনুশীলন - সর্বোপরি বুদ্ধিমত্ত্বার সাথে মার্জিতভাবে সংবাদ উপস্থাপনের গুরুত্বপূর্ন কৌশলসমূহ আয়ত্ত্ব করার অপূর্ব সুযোগ করে দেয় এই প্রশিক্ষন।
কত অজানা তথ্য জানা যায় এইসব প্রশিক্ষন থেকে। মানুষ যে স্বরের তিনটি অবস্থানগত দিক থেকে কথা বলে তাই তো জানা ছিলো না! আবার নাসিকা কিবা ঠোট দিয়ে চেপে কথা বলা বাদ দিয়ে কন্ঠ ব্যবহার করে বলা কথা যেকোন উপস্থাপনাকেই হৃদয়গ্রাহী করে তোলে - এই সহজ বিষয়টা বুঝতে পেরেছি উচ্চারনের অনুশীলন সেশন থেকে। আবৃত্তি বা সঙ্গীত চর্চার সাথে জড়িতরা সহজেই উচ্চারনের এই ব্যাপারগুলো করায়ত্ত্ব করতে পারেন। প্রশিক্ষন পাঠ্যধারায় বর্ণমালা পড়া দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে সহজ ও প্রাঞ্জল ভাষায় প্রতিবেদন লেখা, বাঙ্গালীর ৪০০ বছরের ইতিহাস, সংবাদে ভিনদেশি শব্দের সঠিক উচ্চারন ও ব্যবহার [ যেমন, Volkswagon জার্মান এই শব্দটির সঠিক উচ্চারন 'ফক্সভাগন'। কিন্তু দিনের পর দিন আমাদের মিডিয়ায় অবলীলায় লেখা/ বলা হচ্ছে 'ভক্সওয়াগন' যা কিনা অশুদ্ধ!] - এমনি নানান খুটিনাটি বিষয়ে জানানো হয়।
কেবল মাত্র তাত্ত্বিকজ্ঞানেই সীমাবদ্ধ না থেকে প্রশিক্ষনার্থীদেরকে সংবাদ উপস্থাপনা আবহের পরিবেশে মানিয়ে নেয়ার সুবিধার্থে নিমকোর সুবিশাল রেকর্ডিং স্টুডিওতে বিচারক প্যানেলের সম্মুখে পরিচালিত হয় সংবাদ রেকর্ডিং সেশন। খুব আত্নবিশ্বাসীও বিচারক প্যানেল পাশে রেখে লাইট ক্যামেরার সামনে ঐ হটসিটে বসে অনায়াসেই সব তালগোল পাকিয়ে ফেলতে পারে আবার কেউ কেউ ভীষন সাবলীলতার সাথে খবর উপস্থাপন করে যায়। সবশেষে প্রাইভেট চ্যানেল এবং সরকারি টেলিভিশনে সংবাদ পরিচালনা কৌশল সম্পর্কে ধারনা দিতে প্রশিক্ষনার্থীদের ভিজিটে নেয়া হয় কোন এক প্রাইভেট টিভি চ্যানেল এবং বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে।
ঢাকার মিরপুরের দারুস সালামে অবস্থিত 'জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউট (নিমকো)'তে 'সংবাদ উপস্থাপনা কৌশল' কোর্স ছাড়াও মিডিয়া সংশ্লিষ্ট নানাবিধ প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে, যেমন -রেডিও টেলিভিশন নিউজ রিপোর্টিং, ব্রডকাষ্ট নেটওয়ার্কিং, টেলিভিশন প্রোগ্রাম প্রডাকশন, কম্পিউটার গ্রাফিক্স ও মোশন গ্রাফিক্স ফর টেলিভিশন, টেলিভিশন নাট্য পরিচালনা ইত্যাদি। স্নাতক উত্তীর্ণ আগ্রহীরা নিমকোর ওয়েবসাইট www.nimc.gov.bd তে কোর্স সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী পেতে পারেন সহজেই।
মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীনবাংলা বেতারের নানান কাহিনী জানানোর পর, চরমপত্র পড়ে শোনাচ্ছেন আশফাকুর রহমান খান।
বাচিকশিল্পী আশরাফুল আলম সাথে রয়েছেন কোর্স পরিচালক শারকে চামান খান। আশারাফুল স্যার না বুঝায়ে দিলে জানতামই না কন্ঠ দিয়ে কথা বলি না আমি!!
হাশিম রেজা, স্পষ্টভাষী, যেমন কড়া তেমনি তার জ্ঞানের মাত্রা। যা বুঝান সহজ এবং সুনির্দিষ্টভাবে বলেন।
এশিয়ান টিভির মঞ্জুরুল ইসলাম, সাক্ষাৎকার এবং টকশো পরিচালন করার সময়ে লক্ষনীয় বিষয়ে বিরতিহীনভাবে এবং কোনরকমের রিপটেশন ছাড়াই প্রানবন্ত আলোচনা এবং প্রশোত্তর দিয়েছেন।
জাহিদ রিপন, নাট্য সংগঠন স্বপ্নদলের নির্দেশক। মেকআপের প্রকৃতি ও পরিশীলতা বুঝানোর পর মজার দুইধাচেঁর মেকআপ করে দেখান।
বিটিভির দেওয়ান সাঈদুল হাসান, চমৎকার কন্ঠস্বর এবং বাচনভঙ্গির মাধ্যমে উপস্থাপকের বৈশিষ্ট্য করনীয় ইত্যাদি জানিয়েছেন।
রেফাত আলী স্যার, যে কোন বিষয় বুঝানোর ভঙ্গি অতন্ত সহজবোধ্য। সুনামির সময়ে NHK Japan এ কর্মরত ছিলেন। প্রচন্ড ভূমিকম্পের সময়েও বেতার স্টেশন চালু রেখেছিলেন তারা।
ভাস্বর বন্দ্যোপাধ্যায়, উচ্চারনে যে কত ভুল করি এনাদের কথা না শুনলে বুঝতামই না!
নিমকো স্টুডিও
এশিয়ান টিভি ভিজিট
বাংলাট্রিবিউনে প্রকাশিত এই লেখা
অভিনন্দন আপা। সামনেই চ্যানেলে চ্যানেলে আপনার মুখ দেখিবার অপেক্ষায় বসিয়া থাকলাম। এই কোর্সটা খুব ভালো। আমি অনেকেই এই কোর্সের কথা বলেছিলাম কেউ করে নাই!
ধন্যবাদ ভাইজান।
তবে দিল্লী এখনো বহু বহুদূর!
তুমি আমাকে কখনো বলোনি কিন্তু এই কোর্সের সম্পর্কে!! আমি জানতামই না এত কাছে এমন চমতকার ব্যবস্থার কিছু আছে।
অনেক শুনছি এই র্কোসের কথা। আর সংবাদ পাঠ বিষয়টা খুব আগ্রহময় লাগে আমার কাছে, অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপু , এই ব্যতিক্রমী পোষ্টের জন্য।
আগ্রহটা ধরে রাখেন আর একটু একটু করে বাস্তবায়নের পথে এগিয়ে যান, শুরু করলেই করা হয়। শুভকামনা রইল
এক অর্থে ভালোও লাগছে আবার বোকা লাগছে নিজেকে, অনেকেই জানে এটা সম্পর্কে, আমি একদমই জানিনি! কত কিছু জানি না!
ধন্যবাদ পড়ে মন্তব্যের জন্যে!!
দারুন, টাটকা, তাজা একটা লেখা পড়লাম। অভিনন্দন আর শুভকামনা
বাহ্ অনেক কিছু জানলাম।
আপনাকে ধন্যবাদ এবং শুভ কামনা।
মূলত এত বড় পরিসরে এত সুব্যবস্থাপনায় যে এইসব কোর্স করাচ্ছে নিমকো তাই জানানোর জন্যেই এই লেখা।
ধন্যবাদ উচ্ছল
নিমকোতে প্রশিক্ষণের কারনেই পরিচিত হই জেবিন আপুর সাথে। প্রশিক্ষণের ফলশ্রুতিতে জানতে পারি আপুর বহু গুন সম্পর্কে। শুধু ভাল বক্তা নয় সাথে সাথে আপু যে এত ভাল লেখক তা জানা ছিল না! শুভ কামনা থাকল জেবিন আপুর প্রতি। যেখানেই থাকুন ভাল থাকুন সবসময়।
আসলেই আমার গুনের আর কথার বহর যে কতো তা যারা সহ্য করেছে তারাই জানে 'কি যাতনা সে বিষে'!!
ধন্যবাদ আল আমিন (,দু:খিত না চিনে ভুল করার জন্যে)
অভিনন্দন আর শুভকামনা রইল সমানতালে।
কোন চ্যানেলে.. কয়টায় দেখা যাইবো... ফেসবুকে ইশটেটাস মাইরা জানাইও
কি বলেন শুধু ফেসবুকে ইশটেটাস!!
ভুলে গেলেন জনাব, জেবীন ধন্যবাদটাও দেয় মাইকে, তবেই বুঝেন কি কান্ড করবো!!
অভিনন্দন আর শুভকামনা অনেক অনেক
ধন্যবাদ
তোমরা না থাকলে কিছু করার উৎসাহ সাহস কই পেতাম বলো
কোন চ্যানেলে.. কয়টায় দেখা যাইবো... ফেসবুকে ইশটেটাস মাইরা জানাইও... জেবীন আপা
আপা ডাকলেন দাদাভাই!!!
সৃজনশীল হোন জনাব, কপিপেস্ট কমেন্ট পরিহার করুন!
সংবাদ উপস্থাপনার উপর আমার আগ্রহ অনেকদিনের। কোর্সও করতেছি একটা জায়গা থেকে। কিন্তুু সেখানের সিস্টেম খুব একটা ভাল না। আর আপনার পোষ্টটা দেখয়াও পর আপসোস হচছে, সপ্তাহে কত দিন ক্লাস ও কতক্ষন , জানালে উপকার হত। thanks
মন্তব্য করুন