বইমেলা-২০১২(টুকিটাকি-৩)
রোজ ই ভাবি বইমেলায় কয়েকদিন আর আসব না। এই ভাবতে ভাবতে বইমেলা প্রায় শেষ হয়ে আসলো। একাকী মানুষের অনেকগুলো দিন ভালো কাটলো। দিনশেষে বইমেলায় যাওয়া, কখনো কিছু বই নেড়েচেড়ে দেখা, কেনা..আবার কখনও হয়ত লিটল ম্যাগ চত্বরে বাঁশের বেঞ্চিতে অকারণেই বসে থাকা--মানুষের আনাগোণা দেখা, গান শোনা।মন শান্ত-স্নিগ্ধ থাকার এক অনুভূতি। বই এর ভিড়ে আর বইপ্রেমীদের মিলনমেলায় মনের খোরাক যোগানোর লোভটা সামলাতে পারি না একদমই। কোন না কোন উছিলায় তাই রোজ যাওয়া।
আমরা বন্ধু ব্লগের প্রথম বই -ম্যুরাল বের হলো এবারের বইমেলায়। এই ব্লগটা একদিন অনেক বেশী জনপ্রিয় হবে, জমজমাট হবে। আরো অনেক বই হয়ত বের হবে। তখন যেখানেই থাকি না কেন এই বইটা তো থাকবে- মনে হবে আমরা বন্ধু আমাদের ব্লগ। কত আবেগ, ভালোবাসা এই ব্লগের জন্য, ব্লগের এই বইটার জন্য। ম্যুরাল পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ চত্বরে গল্পপত্র ও কবিতাসংক্রান্তি স্টলে। ব্লগ এবং ম্যুরালের সাফল্য কামনা করি।
পরিচিত এবং খুব কাছের অনেকের বইও বের হলো এবার বইমেলায়। তারমধ্যে আমার চেয়ে একটু ছোটদের জন্য এই ব্লগেরই জনপ্রিয় ব্লগার লীনা ফেরদৌস আপার একটি বই এসেছে 'রূপ-পূরাণের গল্প'। আজকের শিশুদের যান্ত্রিক শিশুবেলাতে কিছু কল্পনার রঙ, বিস্ময় আর স্বপ্নের ছোঁয়া দেবার ইচ্ছা থেকে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের কিছু পৌরাণিক আর লোককাহিনী নিয়ে “রূপ-পূরাণের গল্প।” বাচ্চাদের জন্য যে কেউ বইটি কিনতে পারেন,আর যার বাচ্চা নেই তিনি আগাম কিনেও রাখতে পারেন, কারণ বাচ্চারা গল্প শুনতে চাইলে এসব গল্প শুনিয়ে বাচ্চাদের ভীষণ প্রিয় হয়ে যেতে পারেন। বইটি পাওয়া যাচ্ছে শুদ্ধস্বরে। বইটি কিনতে গেলে দুষ্টু মিষ্টি মাধূর্যের ফ্লাইং আদরও পেতে পারেন।
আমার মনের কিছু কথা বলে ফেলেছেন...
ভাগ্যিস পুরাটা বলি নাই। তাইলে তো বলতেন আমি নকল করেছি।
না রে ভাই
সেইটা বলতাম না...
হুম......... মাত্রতো আর ৩টি দিন !!!

আবার যাইতে মনচায়
বই কিনে দেওয়ার ডায়লগ টা দেই?
এবার একটা বইও দিলানা, আফসুস
উল্টা ডায়লগ কই শিখছেন? যে বই কিনছেন তা থেকে আগে দেন কিছু। হুমায়ূন আহমেদের লেখা বই কিনেন নাই....ধিক্কার।
(তোমার জামার হাতা ধরে) আমাকে একটা বই কিনে দাওনাআআআআআআ
ইয়াল্লা! এমনেই দিমুনে। আপনার জন্য এক্টা বই কিন্ছি।
কী বই কিনছো, নাম বলো
অসাধারণ একটা বই কিনেছি। এখানে বললে অন্য কেউ চাইলেও দিতে হবে না! আমার কি এত টাকা আছে বলেন!পাঠায়া দিব নে।
মাসুমভাই যেমনে আবদার কৈরা বই গিফট চাইলো, এরপরে কেমনে চাই
নইলে ওড়নার কোনা প্যাচাইতে প্যাচাইতে বলতাম, আমার জন্যে বই কিননা রাইখো গোওওওও 
জ্যোতি নাম কইলা না, কান্নার ইমো হবে
জেবীনের জন্য একটা রঙ্গরসে জীবনযাপন কিইন্যা রাইখো
জেবীন তো আমাকে বলে নাই। আপনি অটোগ্রাফ দিয়ে রাইখেন। আমি আমার এক বন্ধুর জন্য কিনেছি একটা রঙ্গরসের জীবনযাপন।
নাম বললে সারপ্রাইজ থাকবে না তো!
পরপর আবার কান্নার ইমো দিলাম
(
এত কান্নাকাটি ভালু না। চোখের সমস্যা হয়। আপনাকে কত কি পড়তে হয়, লিখতে হয়, দেখতেও হয়...চোখটাকে তো ঠিক রাখতে হপে।
কাচ্চি কি খাওয়াইছে কিছু ?
কাচ্চি আমি খাই না। তোমরা তো নিজেরাই দুপুরে খাইলা। মুক্ত চটপটি আর ভাস্করদা ফান্টা খাওয়াইছে।
আপনের এই পোস্টটা পৈড়ে মন্টা খারাপ হৈসে। মেসবাহ ভাই আর কড়চা কেন লিখে না?
আমারো ত খুব মন্টা খারাপ।
মেসবাহ ভাই কেন যে কড়চা বন্ধ করলো জানি না। আমাকে কেউ কিছু বলে না, আমার কথার গুরুত্ব নেই। বললাম তো, কড়চা মিস করি, পাত্তাই দিলো না।
চলেন আম্রা দুইজন মিলে মেসবাহ ভাইরে রিকুশ করি, একটা কড়চা লেখার জন্য। মনে হয় তিনি ফেলতে পারবেন না।
খুব সুন্দর হয়েছে লেখাটা।
অনেক ধন্যবাদ আপনাকে।
পড়লাম।
ম্যুরাল এর pdf version এর জন্য অপেক্ষা করছি, দেশের বাইরে থাকলে এই এক সমস্যা
আপু , টুকিটাকি লেখা টুকটুক করে লিখতেই থাকবেন আশা করি, বইমেলা শেষ হয়ে গেলে যখন মন খারাপ হবে তখন এই গান টা শুনে দেখতে পারেন..
http://www.youtube.com/watch?v=sku-1hqA5xw
দেশে আসলেই বইটি সংগ্রহ করতে পারবেন।
আমি তো যা পারি লিখতেই থাকি, পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
লীনার (ফেরদৌস) বইর জন্য অনেক শুভকামনা।
এত মানুষ বই বের করলো কেউ একটা করে গিফট্ করলো না ।
যাদের বই তারা গিফট্ কেন দিবে? আপনি কিনে লেখকদের উৎসাহিত করবেন।
যাদের বাচ্চা একটু বড় হয়ে গেছে, রুপ কথা - সান্টা ক্লজ ইত্যাদি আর বিশ্বাস করে না, তারা কি করবে?
তারা ম্যুরাল পড়বে। ঠিক আছে না তাতাপু?
ম্যুরাল আবার বড়দের। রুপকথা আর ম্যুরালের মাঝে কিছু নেই?
আজকে চইলা গেলেন মিয়া। কামটা ঠিক করেন নাই।
মন্তব্য করুন