ইউজার লগইন

বইমেলা-২০১২(টুকিটাকি-৩)

রোজ ই ভাবি বইমেলায় কয়েকদিন আর আসব না। এই ভাবতে ভাবতে বইমেলা প্রায় শেষ হয়ে আসলো। একাকী মানুষের অনেকগুলো দিন ভালো কাটলো। দিনশেষে বইমেলায় যাওয়া, কখনো কিছু বই নেড়েচেড়ে দেখা, কেনা..আবার কখনও হয়ত লিটল ম্যাগ চত্বরে বাঁশের বেঞ্চিতে অকারণেই বসে থাকা--মানুষের আনাগোণা দেখা, গান শোনা।মন শান্ত-স্নিগ্ধ থাকার এক অনুভূতি। বই এর ভিড়ে আর বইপ্রেমীদের মিলনমেলায় মনের খোরাক যোগানোর লোভটা সামলাতে পারি না একদমই। কোন না কোন উছিলায় তাই রোজ যাওয়া।
আমরা বন্ধু ব্লগের প্রথম বই -ম্যুরাল বের হলো এবারের বইমেলায়। এই ব্লগটা একদিন অনেক বেশী জনপ্রিয় হবে, জমজমাট হবে। আরো অনেক বই হয়ত বের হবে। তখন যেখানেই থাকি না কেন এই বইটা তো থাকবে- মনে হবে আমরা বন্ধু আমাদের ব্লগ। কত আবেগ, ভালোবাসা এই ব্লগের জন্য, ব্লগের এই বইটার জন্য। ম্যুরাল পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ চত্বরে গল্পপত্র ও কবিতাসংক্রান্তি স্টলে। ব্লগ এবং ম্যুরালের সাফল্য কামনা করি।
420887_3191402385649_1283555415_3361088_1551611277_n_4.jpg

পরিচিত এবং খুব কাছের অনেকের বইও বের হলো এবার বইমেলায়। তারমধ্যে আমার চেয়ে একটু ছোটদের জন্য এই ব্লগেরই জনপ্রিয় ব্লগার লীনা ফেরদৌস আপার একটি বই এসেছে 'রূপ-পূরাণের গল্প'। আজকের শিশুদের যান্ত্রিক শিশুবেলাতে কিছু কল্পনার রঙ, বিস্ময় আর স্বপ্নের ছোঁয়া দেবার ইচ্ছা থেকে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের কিছু পৌরাণিক আর লোককাহিনী নিয়ে “রূপ-পূরাণের গল্প।” বাচ্চাদের জন্য যে কেউ বইটি কিনতে পারেন,আর যার বাচ্চা নেই তিনি আগাম কিনেও রাখতে পারেন, কারণ বাচ্চারা গল্প শুনতে চাইলে এসব গল্প শুনিয়ে বাচ্চাদের ভীষণ প্রিয় হয়ে যেতে পারেন। বইটি পাওয়া যাচ্ছে শুদ্ধস্বরে। বইটি কিনতে গেলে দুষ্টু মিষ্টি মাধূর্যের ফ্লাইং আদরও পেতে পারেন।
ruppuran.jpg

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


আমার মনের কিছু কথা বলে ফেলেছেন...

জ্যোতি's picture


ভাগ্যিস পুরাটা বলি নাই। তাইলে তো বলতেন আমি নকল করেছি।

রায়েহাত শুভ's picture


না রে ভাই Sad সেইটা বলতাম না...

জ্যোতি's picture


Smile

মেসবাহ য়াযাদ's picture


হুম......... মাত্রতো আর ৩টি দিন !!! Shock Stare Sad Puzzled

জ্যোতি's picture


Sad আবার সেই পুরানা দিন। মন খারাপ হয়ে যায় ভীষণ।

শওকত মাসুম's picture


আবার যাইতে মনচায় Smile

জ্যোতি's picture


বই কিনে দেওয়ার ডায়লগ টা দেই?

শওকত মাসুম's picture


এবার একটা বইও দিলানা, আফসুস

১০

জ্যোতি's picture


উল্টা ডায়লগ কই শিখছেন? যে বই কিনছেন তা থেকে আগে দেন কিছু। হুমায়ূন আহমেদের লেখা বই কিনেন নাই....ধিক্কার।

১১

শওকত মাসুম's picture


(তোমার জামার হাতা ধরে) আমাকে একটা বই কিনে দাওনাআআআআআআ Smile

১২

জ্যোতি's picture


ইয়াল্লা! এমনেই দিমুনে। আপনার জন্য এক্টা বই কিন্ছি। Big smile

১৩

শওকত মাসুম's picture


কী বই কিনছো, নাম বলো Big smile

১৪

জ্যোতি's picture


অসাধারণ একটা বই কিনেছি। এখানে বললে অন্য কেউ চাইলেও দিতে হবে না! আমার কি এত টাকা আছে বলেন!পাঠায়া দিব নে।

১৫

জেবীন's picture


মাসুমভাই যেমনে আবদার কৈরা বই গিফট চাইলো, এরপরে কেমনে চাই Stare নইলে ওড়নার কোনা প্যাচাইতে প্যাচাইতে বলতাম, আমার জন্যে বই কিননা রাইখো গোওওওও Wink

১৬

শওকত মাসুম's picture


জ্যোতি নাম কইলা না, কান্নার ইমো হবে

জেবীনের জন্য একটা রঙ্গরসে জীবনযাপন কিইন্যা রাইখো

১৭

জ্যোতি's picture


জেবীন তো আমাকে বলে নাই। আপনি অটোগ্রাফ দিয়ে রাইখেন। আমি আমার এক বন্ধুর জন্য কিনেছি একটা রঙ্গরসের জীবনযাপন।
নাম বললে সারপ্রাইজ থাকবে না তো!

১৮

শওকত মাসুম's picture


পরপর আবার কান্নার ইমো দিলাম Sad(

১৯

জ্যোতি's picture


এত কান্নাকাটি ভালু না। চোখের সমস্যা হয়। আপনাকে কত কি পড়তে হয়, লিখতে হয়, দেখতেও হয়...চোখটাকে তো ঠিক রাখতে হপে।

২০

বিষাক্ত মানুষ's picture


কাচ্চি কি খাওয়াইছে কিছু ? Steve

২১

জ্যোতি's picture


কাচ্চি আমি খাই না। তোমরা তো নিজেরাই দুপুরে খাইলা। মুক্ত চটপটি আর ভাস্করদা ফান্টা খাওয়াইছে।

২২

মীর's picture


আপনের এই পোস্টটা পৈড়ে মন্টা খারাপ হৈসে। মেসবাহ ভাই আর কড়চা কেন লিখে না? Sad

২৩

জ্যোতি's picture


আমারো ত খুব মন্টা খারাপ।
মেসবাহ ভাই কেন যে কড়চা বন্ধ করলো জানি না। আমাকে কেউ কিছু বলে না, আমার কথার গুরুত্ব নেই। বললাম তো, কড়চা মিস করি, পাত্তাই দিলো না। Sad

২৪

মীর's picture


চলেন আম্রা দুইজন মিলে মেসবাহ ভাইরে রিকুশ করি, একটা কড়চা লেখার জন্য। মনে হয় তিনি ফেলতে পারবেন না।

২৫

আনোয়ার সাদী's picture


বাচ্চাদের জন্য যে কেউ বইটি কিনতে পারেন,আর যার বাচ্চা নেই তিনি আগাম কিনেও রাখতে পারেন, কারণ বাচ্চারা গল্প শুনতে চাইলে এসব গল্প শুনিয়ে বাচ্চাদের ভীষণ প্রিয় হয়ে যেতে পারেন।

খুব সুন্দর হয়েছে লেখাটা।

২৬

জ্যোতি's picture


অনেক ধন্যবাদ আপনাকে।

২৭

রাসেল আশরাফ's picture


পড়লাম। Sad

২৮

জ্যোতি's picture


Smile

২৯

ফাহমিদা's picture


ম্যুরাল এর pdf version এর জন্য অপেক্ষা করছি, দেশের বাইরে থাকলে এই এক সমস্যা
আপু , টুকিটাকি লেখা টুকটুক করে লিখতেই থাকবেন আশা করি, বইমেলা শেষ হয়ে গেলে যখন মন খারাপ হবে তখন এই গান টা শুনে দেখতে পারেন..
http://www.youtube.com/watch?v=sku-1hqA5xw

৩০

জ্যোতি's picture


দেশে আসলেই বইটি সংগ্রহ করতে পারবেন।
আমি তো যা পারি লিখতেই থাকি, পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৩১

লীনা দিলরুবা's picture


আমরা বন্ধু ব্লগের প্রথম বই -ম্যুরাল বের হলো এবারের বইমেলায়। এই ব্লগটা একদিন অনেক বেশী জনপ্রিয় হবে, জমজমাট হবে। আরো অনেক বই হয়ত বের হবে। তখন যেখানেই থাকি না কেন এই বইটা তো থাকবে- মনে হবে আমরা বন্ধু আমাদের ব্লগ। কত আবেগ, ভালোবাসা এই ব্লগের জন্য, ব্লগের এই বইটার জন্য।

Star

লীনার (ফেরদৌস) বইর জন্য অনেক শুভকামনা।

৩২

জ্যোতি's picture


Smile আপনারে কতদিন পর দেখলাম! খুব খ্রাপ। রোজ নিয়ম করে ব্লগে হাজিরা দিবেন। পেচ্ছাপেচ্ছি করবেন। Smile

৩৩

সাঈদ's picture


এত মানুষ বই বের করলো কেউ একটা করে গিফট্‌ করলো না ।

৩৪

জ্যোতি's picture


যাদের বই তারা গিফট্ কেন দিবে? আপনি কিনে লেখকদের উৎসাহিত করবেন।

৩৫

তানবীরা's picture


যাদের বাচ্চা একটু বড় হয়ে গেছে, রুপ কথা - সান্টা ক্লজ ইত্যাদি আর বিশ্বাস করে না, তারা কি করবে? Puzzled

৩৬

জ্যোতি's picture


তারা ম্যুরাল পড়বে। ঠিক আছে না তাতাপু?

৩৭

তানবীরা's picture


ম্যুরাল আবার বড়দের। রুপকথা আর ম্যুরালের মাঝে কিছু নেই? Puzzled

৩৮

কিছু বলার নাই's picture


আজকে চইলা গেলেন মিয়া। কামটা ঠিক করেন নাই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জ্যোতি's picture

নিজের সম্পর্কে

.