আমি একটি বই লিখব
মেয়েটি তার ফোনের ওয়ালে ছেলেটির সাথে তোলা একটি হাসিমুখের সেলফি দিয়ে রাখে। ফোনটির হোম স্ক্রিনে যতবার সেই মুখটি চোখে পড়ে, ততবার একটি নি:শব্দ দীর্ঘশ্বাস পড়ে। বলতে পারেন এ এক নিরব ভালোবাসা। যতক্ষন বাসায় থাকে স্ক্রিনটি জুড়ে থাকে সেই ভালোবাসা। আর বাসা থেকে বের হলেই আস্তে করে পুরোনো একটি ছবি দিয়ে রাখে। পাছে লোকে কি বলবে । চলুন মেয়েটির একটি নাম দেয়া যাক। ধরে নিলাম মেয়েটির নাম অন্তরা। এই অন্তরা নামের অনেক মহত্ব লেখকের কাছে। আর ছেলেটির নাম সংকল্প।
স্যোশাল মিডিয়ার এই সময়ে মানুষের সাথে পরিচয় ঘটলেও হাজার হাজার মানুষের ভিড়ে কিছু মানুষের সাথে কথা বলার পর বা দেখার হঠাৎ প্রেমে পড়া যেতে পারে, সেটি এই ঘটনা না ঘটলে হয়তো জানা যেত না। অন্তরা আর সংকল্প খুবই স্বাধারন চেহারার বাঙ্গালী। শুধু চেহারার দিকেই তারা স্বাধারন, কিন্তু মোটার দিক থেকে দুজনেই সমান তালের । সেখানে কারো কোন কমতি নেই। গল্পের পাত্র পাত্রী সবসময় যার যার কল্পনার মতো হয়, হয় সুঠাম না হয় লাস্যময়ি বা মায়াবতী। অন্তরা বা সংকল্প কেউ তেমন নয় যে চট করে আপনি তাদের প্রেমে পড়তে পারেন। কিন্তু মোটা বলে কি প্রেম থাকতে নেই ? শ্যামলা বলে কি ভালোবাসতে নেই ? মায়াহীন বলে কি হৃদয় নেই ?
অন্তরা প্রেমে পড়েছে। যাকে বলা হয় উথাল পাথাল প্রেম। চৌত্রিশ বছর বয়সে। অবশ্য যখন ওর সাথে সংকল্পের পরিচয় হয় তখন সে তেত্রিশ বছর পার হয়ে গেল কেউ কথা রাখেনি ফ্রেমে আটকে গিয়েছিল। রাইট সোয়াইপ / লেফট সোয়াইপ করতে করতে দুজনের রাইট সোয়াইপ মিলে যাওয়া সময়।
হাই, হাউ আর ইউ ? সংকল্পের জানতে চাওয়া।
আই এম ফাইন, ইউ?
ইয়েস, আই এম ফাই অলসো। আই লিভ ইন মিরপুর এন্ড হোয়াট এবাউট ইউ ?
আমি যাত্রাবাড়ি থাকি।
মাতুয়াইল , রায়েরবাগ না দনিয়া ?
হাহাহা, ওদিকেই।
অন্তরা চমকে গিয়েছিল মনে মনে, সেটা বুঝতে পেরেই সংকল্প উত্তর দিল, ওকে , ওকে প্রথমেই বেশি হয়ে গেল বুঝলাম।
গ্রামে থাকি বুঝলেন, কিছুদিন আগেও ইউনিয়ন পরিষদ ছিল।
নানা এমন করে বলছেন কেন ? আমি মাঝে মাঝে যাই ওদিকে, খালার বাসা তারাবো।বিকালে মাঝে মাঝে নদীর পাড়ে বসে চা খেতে ভালোই লাগে।
নদী পেলেন কোথায় ?
শীতলক্ষ্যা নামের একটা নদী ছিল বোধহয়। ডেমরা ব্রিজের নীচে।
হা হা হা, ওদিকে যাওয়া হয় নি কখনো।
যাই হোক, কি করেন আপনি ? সংকল্প জানতে চাইলো ।
এটি একটি কোটি টাকার প্রশ্ন, কামলা খাটি।
বাহ এই কামলা খেটে দেশের অর্থনীতিতে যে অবদানটা আপনি রাখছেন, তাকে কেন ছোট করে দেখছেন ?
হাহাহা, অর্থনীতি না তো, পেটনীতি।
আমিও কামলা খাটি।
কোন সেক্টরে ?
আক্ষরিক অর্থে যাকে বলে কামলা সেক্টর। মানে কৃষিক্ষেত্রে আরকি।
বাহ
আপনি ?
আমি এন্টারটেইনম্যন্ট। ভিডিও প্রসব করি প্রতিদিন।
বাহ , কি ধরনের ভিডিও, ফিকশনাল নাকি নন ফিকশনাল।
এটাও একটা হাজার টাকার প্রশ্ন।
যাক, কোটি থেকে হাজারে নামতে পারলাম তাহলে।
(চলবে...... )
মন্তব্য করুন