একটি গল্পের বিজ্ঞাপন : না পড়লেই ভাল, ঝামেলা কম
বিজ্ঞাপন তরঙ্গ--
এই যে জলের মধ্যে যাকে দেখছেন--তিনি আমার মা। গরুগুলি আমাদের পোষক। গাছটি আশ্রয়। কী করে বাবুকথা মুখে আসবে রে ভাই? এই উন্মুক্ত জল ও হাওয়ার মধ্যে এটা কি সম্ভব? এ কারণে পিপ্পল গাছটির ভাবনা আসে-- আর পিপ্পল কুমারী বালার কথা মনে আসে। গন্ধগোকুলের নামে আকুল হয়ে উঠি। আমি কি করে ভাববো--ডায়াস্পোরা নামে একটি সাহিত্য ঠ্যারে ঠ্যারে তৈরি হচ্ছে। লালন ফকির নামে আমাদের প্রিয় বাউল জানতেন ফুকো অথবা দেরীদার আসতে কিছুটা দেরী হবে !
আমার এই মা--শুধু বলেছেন চেয়ে দেখ, বাড়ির পাশে আরশিনগর, সেথা এক পড়শী বসত করে। এ কেরে ভাই?
--আমার দুধভাই--দুধবোন।
......................................................................................................
আসেন গল্পটির এক টুকরো পড়ি-
আন্ধা কুসুম অথবা ছৈলাবৃক্ষনামা : গল্পকার অনিন্দ্য ও মনামীর জন্য গল্প
.......................................................................................................
কাউখালিতে কাউ আছে। আর আছে রহিম।
--কাউ কেডা? গরু?
--উহু, গরু হৈব ক্যান। কাউফল। হলদে সিন্দুর। ভিতরডা লোদ লোদ। খাইলে টক—না খাইলে মিঠা। পুরা গেদেকম্বল।
--আর রহিম? রহিম বাদশা?
--রূপভান আইলে কুনহানে? উনি আব্দুর রহিম। আলেম। মোডা মোডা মেলা কিতাব লেখসেন। দ্যাখলে পিয়াস লাগে।
--আর কি?
--উনি জালেম। জামাতি। উনি কইছিলেন, সগোল সুমায় মানুষ মারণ গুণাহ না। ভূত ফরোস্তি দ্যাখলে ঠুস। সোজা বেহেস্ত। ৭০টা হুরী। মুখে হাসি। ঠোঁটে সাচি পান। ঠুস ঠুস ঠুস। কীসের বাইদ্য বাজে গো দাইমা—দাইমা গো। ওনার ওস্তাদে বড় জাগ্রত পীর। ইন্দুরহাটের পূব পাড়ে বাড়ি।
নদীর মাঝখানে চর। কাকপায়া ঘাস আর চড়াৎ চড়াৎ ফলগাছ। জোয়ারে ডুবে যায়। কয়েকটি বক পাখি উড়ে যায়। উড়ে আবার ফিরে আসে। দূরে কে একজন নাদান পোলা তারস্বরে চেঁচিয়ে বলছে—
অ বক তোর নাম কি?
নাম দিয়া তর কাম কি?
পুঁটি মাছের দাম কি ?
ঝৈরা পড়ছে ঘাম কি ?
ঘামে বড় গন্দ কি?
কাউখালি বন্ধ কি?
.................................................................................................
বিজ্ঞাপন তরঙ্গ ভঙ্গ। খেল খতন--পয়সা হজম।
তালিয়া বাজান।
হাউ কুটুম--ঢাউ কুটুম।
ফুস........
................................................................................................
তার আগে সত্যি সত্যি
সম্পূর্ণ গল্পটি পড়তে ক্লিক করুন নিচের লিংকে--
আন্ধা কুসুম অথবা ছৈলাবৃক্ষনামা
এইহানে তো পুরান পোস্ট দেওন নিষেধ। সচলায়তনের পুরান পোস্ট এইখানে লিঙ্ক আকারে দেওনের উছিলা দেখলাম। মজাই লাগলো।
কানের পাশ দিয়া গেল।
নীতিমালা:
তাই আপনার পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হল।
এই মিয়ার সব পোস্ট ই তো প্রথম পাতা থিকা সরায় ফেলন লাগে। বারংবার এরম না কইরা স্থায়ী বেবস্থা নেয়ন দরকার না?
মন্তব্য করুন