ইউজার লগইন

রোদ-নাট্যম

আজ রোদের বুকে ঝাঁপ দেব
নিজেই নিজেকে শাপ দেব
পুড়ে যাক যাক
খাক হয়ে যাক
মাটির দেহে চৌচির চির
ইঞ্চি ইঞ্চি মাপ নেব
হাপর শ্বাসে দমে দমে
পোড়া মাটির ভাপ নেব
ধূসর চোখে ঠুলি মেরে
খুলির ভেতর ধূলি ঝড়ে
আলগা বাতাস হলকা হলে
মগ্ন ধ্যানে তাপ নেব
রোদের সাথে যুক্তি করে
কারাগারে মুক্তি পুড়ে
ভাগাভাগি পাপ নেব
খান্নাসের বিলোপ হলে
সন্তাপ আর বিলাপ ফেলে
নিংড়ে নিয়ে সূর্য ছটা
সূর্য স্নানের আলাপ হব
রোদের ভেতর ঝাঁপ দেব
রোদের বুকেই ঝাঁপ দেব

***
২৪শে এপ্রিল ২০১১/২৫শে এপ্রিল ২০১১

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


আহা! আহারে!

আইরিন সুলতানা's picture


কাহারে? কাহারে?

লীনা দিলরুবা's picture


আজ রোদের বুকে ঝাঁপ দেব
নিজেই নিজেকে শাপ দেব
কেম্নে সম্ভব এমন লাইন লেখা! আইইইইইইইইইরিনননননননননননন জানো না কি লিখেছো।

আইরিন সুলতানা's picture


২৪ এপ্রিল ২০১১ ১১:৫৪ এ এম - এই সময় অভিপ্রায়টুকু লিখে ফেলেছিলাম...এখন আর ফেরৎ নেয়ার উপায় নাই লীনা'পু !

লীনা দিলরুবা's picture


ফেরত নিতে কে বলেছে? তুমি কই কই হাওয়া হও? গদ্য-পদ্য নিয়ে আমাদের সাথে থাকলে কি হয়?

আইরিন সুলতানা's picture


আমার ল্যাপ্পি সার্ভিসিংয়ে আছে...টেম্পোরারি একটা নেটবুক ইউজ করছি...এইটাকে কেমন পর পর লাগে ..এই জন্য কিছু লিখি না...ল্যাপ্পির মধ্যে কবিতার খাতা আছে ...আমার ল্যাপ্পিইইইইই! Sad(

নাজনীন খলিল's picture


আচ্ছা দাও। Laughing out loud

আইরিন সুলতানা's picture


এপাং ওপাং এপাং ওপাং ...ঝপাং!

লীনা ফেরদৌস's picture


নিংড়ে নিয়ে সূর্য ছটা
সূর্য স্নানের আলাপ হব

আইরিনকে সব সময় রৌদ্রদীপ্ত দেখতেই আমার ভাল লাগে Laughing out loud

১০

আইরিন সুলতানা's picture


সেই রোদ্র দীপ্ত শুভেচ্ছা মাধুর্যের জন্য ...সব সময়

১১

মেসবাহ য়াযাদ's picture


রোদের ভেতর ঝাঁপ দেব
রোদের বুকেই ঝাঁপ দেব

রোদরে হিংসা

১২

আইরিন সুলতানা's picture


আপনি রোদ্দুর'রে হিংসা করেন ক্যান! আপনার তো খুশি হওয়ার কথা! Smile

১৩

মেসবাহ য়াযাদ's picture


আমার নাবালক পোলাটারে লৈয়া টানাটানি...
টেনশন হৈতাছেগো আফা !!!

১৪

আইরিন সুলতানা's picture


টেনশন নিতে হয় না, দিতে হয় Crazy

১৫

জ্যোতি's picture


Star Star Star Star Star

১৬

আইরিন সুলতানা's picture


লিখলাম রোদের কথা, আর তুমি আমাকে তারাবাতি দেখাইতেছো! ক্যামনে কী!

১৭

বিষাক্ত মানুষ's picture


উরি !

১৮

আইরিন সুলতানা's picture


আরি!!

১৯

আইরিন সুলতানা's picture


সেই রোদ্র দীপ্ত শুভেচ্ছা মাধুর্যের জন্য ...সব সময়

২০

আইরিন সুলতানা's picture


@ লীনা ফেরদৌস আপু

২১

জেবীন's picture


সানস্ক্রীন লাগাইছিলা?...  ;)


:star:

২২

আইরিন সুলতানা's picture


ডিসক্লেইমার তো আগেই দিসি -

যাক পুড়ে যাক
খাক হয়ে যাক

সানস্ক্রীন ব্যবসায় লালবাতি জ্বালাবো! Laughing out loud

২৩

সাঈদ's picture


Smile

২৪

আইরিন সুলতানা's picture


নেন সানগ্লাস পড়েন... রোদ বেশি Steve

২৫

নাজ's picture


কবিতা বুঝি না Sad
অন্য কিছু লেখেন, আমিও একটু পড়ি Day Dreaming

২৬

আইরিন সুলতানা's picture


কবিতার মত এমন সহজ বিষয় না বোঝার জন্য সর্ব প্রকার অসহযোগ আন্দোলনে গেলাম! Crazy

২৭

নাজ's picture


অসহযোগ আন্দোলনে যাওয়ার জন্য মাইর

২৮

আইরিন সুলতানা's picture


আমি কে! আমি কোথায়! নাজ, আপনি কে! এটা কোন জায়গা! Shock

২৯

মীর's picture


রোদ-নাট্যম (একক পরিবেশনা) উত্তম হইয়াছে। দর্শককুলের চিত্ত পুরো মাত্রায় রঞ্জিত।

৩০

আইরিন সুলতানা's picture


দর্শকরা জ্বলে উঠুক আপন শক্তিতে

৩১

মীর's picture


তারপর কি সবাই মিলে ঝাপাঝাপি?

৩২

আইরিন সুলতানা's picture


হায়রে! ঝাঁপ দিয়াছে ব্লগার সবাইরেএএ

৩৩

কৌশিক আহমেদ's picture


সেরকম ওস্তাদ। রোদকাল যা পড়েছে তাতে এই কাব্যখানা ছাতির কাজ করবে যুগযুগ ধরে।

৩৪

আইরিন সুলতানা's picture


বসস, আমার ক্যান জানি মনে হইতেছে, ২০৩৬..মানে ২০৭১ এর সান কন্ট্রোলার থাকবে আগারগাঁও আবহাওয়া অফিসে...রেগুলেটর দিয়ে রোদ নিয়ন্ত্রণ করা হবে! আমার ধারনা কি সত্যি হবে বসসস?

৩৫

মেঘকন্যা's picture


আমাকেও সাথে নিও নেবে তো আমায়???
খুব পছন্দ হয়েছে রোদে ঝাঁপাঝঁাপির অভিপ্রায় Big smile

৩৬

আইরিন সুলতানা's picture


ওরে! সাধে কী আর বলে, মেঘ দেখে কেউ করিসনে ভয় ...আড়ালে তার সূর্য হাসে ! Laughing out loud

৩৭

মাহবুব সুমন's picture


দাঁড়ি মোচ বিহীন কুবতে / ছড়া ভালো লেগেচে

৩৮

আইরিন সুলতানা's picture


বাহ! এই না হলে খুঁত খুঁতে পাঠক! ঠিক ঠিক চোখে পড়ছে বিষয়টা ...কোন দাঁড়ি মোচ নাই ...একদম নাবালক কবিতা!

৩৯

নরাধম's picture


এটা তো গান মনে হইল! আমার ছদ্মমিল কবিতা খুব পছন্দ।

৪০

আইরিন সুলতানা's picture


সুর দিয়ে ফেলেন..জলদি জলদি...গাতকরা কই? ..তো হয়ে যাক .... Party

৪১

মামুন ম. আজিজ's picture


ভালো লেগেছে

৪২

আইরিন সুলতানা's picture


থ্যাংকু

৪৩

তানবীরা's picture


অপূর্ব একটা কবিতা। বহুদিন পর ক'বার একই কবিতা পড়লাম। অপূর্ব। প্রিয়তে রাখলাম Big smile

৪৪

আইরিন সুলতানা's picture


ওরে! থ্যাংকৃ থ্যাংকৃউ! আচ্ছা, আপনাকেই তো তাতা'পু বলে ব্লগাররা, না?

৪৫

তানবীরা's picture


ষড়যন্ত্রকারীদের কথায় কান দিবেন না, প্লীইইইইজ

৪৬

আইরিন সুলতানা's picture


এটাতো কান দেয়ার আগে সাবধান করতে হবে, না? Cool

৪৭

একজন মায়াবতী's picture


আপনার কবিতাটার কথা খুব মনে হচ্ছিল। তাই আবার পড়তে আসলাম। Smile

৪৮

আইরিন সুলতানা's picture


মায়াবতী! আপনার নাম নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন মনে হয় কিছুদিন আগে। ওটাতে মন্তব্য করতে গিয়ে আর করা হয়নি! আজ আবার পড়ব, মন্তব্য করবো।

কবিতাটা মনে করে আবারো পড়ার জন্য অনেক ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।

মায়ায় থাকুন। মায়ায় রাখুন।

৪৯

একজন মায়াবতী's picture


Smile ধন্যবাদ।
প্রিয়তে রেখেছি আপনাকে। মাঝে মাঝেই পড়তে আসবো।

৫০

আইরিন সুলতানা's picture


Smile আপনি তো আসলেই মায়াবতী Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আইরিন সুলতানা's picture

নিজের সম্পর্কে

Like to observe first - The Observer