রোদ-নাট্যম
আজ রোদের বুকে ঝাঁপ দেব
নিজেই নিজেকে শাপ দেব
পুড়ে যাক যাক
খাক হয়ে যাক
মাটির দেহে চৌচির চির
ইঞ্চি ইঞ্চি মাপ নেব
হাপর শ্বাসে দমে দমে
পোড়া মাটির ভাপ নেব
ধূসর চোখে ঠুলি মেরে
খুলির ভেতর ধূলি ঝড়ে
আলগা বাতাস হলকা হলে
মগ্ন ধ্যানে তাপ নেব
রোদের সাথে যুক্তি করে
কারাগারে মুক্তি পুড়ে
ভাগাভাগি পাপ নেব
খান্নাসের বিলোপ হলে
সন্তাপ আর বিলাপ ফেলে
নিংড়ে নিয়ে সূর্য ছটা
সূর্য স্নানের আলাপ হব
রোদের ভেতর ঝাঁপ দেব
রোদের বুকেই ঝাঁপ দেব
***
২৪শে এপ্রিল ২০১১/২৫শে এপ্রিল ২০১১
আহা! আহারে!
কাহারে? কাহারে?
আজ রোদের বুকে ঝাঁপ দেব
নিজেই নিজেকে শাপ দেব কেম্নে সম্ভব এমন লাইন লেখা! আইইইইইইইইইরিনননননননননননন জানো না কি লিখেছো।
২৪ এপ্রিল ২০১১ ১১:৫৪ এ এম - এই সময় অভিপ্রায়টুকু লিখে ফেলেছিলাম...এখন আর ফেরৎ নেয়ার উপায় নাই লীনা'পু !
ফেরত নিতে কে বলেছে? তুমি কই কই হাওয়া হও? গদ্য-পদ্য নিয়ে আমাদের সাথে থাকলে কি হয়?
আমার ল্যাপ্পি সার্ভিসিংয়ে আছে...টেম্পোরারি একটা নেটবুক ইউজ করছি...এইটাকে কেমন পর পর লাগে ..এই জন্য কিছু লিখি না...ল্যাপ্পির মধ্যে কবিতার খাতা আছে ...আমার ল্যাপ্পিইইইইই! (
আচ্ছা দাও।
এপাং ওপাং এপাং ওপাং ...ঝপাং!
নিংড়ে নিয়ে সূর্য ছটা
সূর্য স্নানের আলাপ হব
আইরিনকে সব সময় রৌদ্রদীপ্ত দেখতেই আমার ভাল লাগে
সেই রোদ্র দীপ্ত শুভেচ্ছা মাধুর্যের জন্য ...সব সময়
রোদরে হিংসা
আপনি রোদ্দুর'রে হিংসা করেন ক্যান! আপনার তো খুশি হওয়ার কথা!
আমার নাবালক পোলাটারে লৈয়া টানাটানি...
টেনশন হৈতাছেগো আফা !!!
টেনশন নিতে হয় না, দিতে হয়
লিখলাম রোদের কথা, আর তুমি আমাকে তারাবাতি দেখাইতেছো! ক্যামনে কী!
উরি !
আরি!!
সেই রোদ্র দীপ্ত শুভেচ্ছা মাধুর্যের জন্য ...সব সময়
@ লীনা ফেরদৌস আপু
সানস্ক্রীন লাগাইছিলা?... ;)
:star:
ডিসক্লেইমার তো আগেই দিসি -
সানস্ক্রীন ব্যবসায় লালবাতি জ্বালাবো!
নেন সানগ্লাস পড়েন... রোদ বেশি
কবিতা বুঝি না
অন্য কিছু লেখেন, আমিও একটু পড়ি
কবিতার মত এমন সহজ বিষয় না বোঝার জন্য সর্ব প্রকার অসহযোগ আন্দোলনে গেলাম!
অসহযোগ আন্দোলনে যাওয়ার জন্য
আমি কে! আমি কোথায়! নাজ, আপনি কে! এটা কোন জায়গা!
রোদ-নাট্যম (একক পরিবেশনা) উত্তম হইয়াছে। দর্শককুলের চিত্ত পুরো মাত্রায় রঞ্জিত।
দর্শকরা জ্বলে উঠুক আপন শক্তিতে
তারপর কি সবাই মিলে ঝাপাঝাপি?
হায়রে! ঝাঁপ দিয়াছে ব্লগার সবাইরেএএ
সেরকম ওস্তাদ। রোদকাল যা পড়েছে তাতে এই কাব্যখানা ছাতির কাজ করবে যুগযুগ ধরে।
বসস, আমার ক্যান জানি মনে হইতেছে, ২০৩৬..মানে ২০৭১ এর সান কন্ট্রোলার থাকবে আগারগাঁও আবহাওয়া অফিসে...রেগুলেটর দিয়ে রোদ নিয়ন্ত্রণ করা হবে! আমার ধারনা কি সত্যি হবে বসসস?
আমাকেও সাথে নিও নেবে তো আমায়???
খুব পছন্দ হয়েছে রোদে ঝাঁপাঝঁাপির অভিপ্রায়
ওরে! সাধে কী আর বলে, মেঘ দেখে কেউ করিসনে ভয় ...আড়ালে তার সূর্য হাসে !
দাঁড়ি মোচ বিহীন কুবতে / ছড়া ভালো লেগেচে
বাহ! এই না হলে খুঁত খুঁতে পাঠক! ঠিক ঠিক চোখে পড়ছে বিষয়টা ...কোন দাঁড়ি মোচ নাই ...একদম নাবালক কবিতা!
এটা তো গান মনে হইল! আমার ছদ্মমিল কবিতা খুব পছন্দ।
সুর দিয়ে ফেলেন..জলদি জলদি...গাতকরা কই? ..তো হয়ে যাক ....
ভালো লেগেছে
থ্যাংকু
অপূর্ব একটা কবিতা। বহুদিন পর ক'বার একই কবিতা পড়লাম। অপূর্ব। প্রিয়তে রাখলাম
ওরে! থ্যাংকৃ থ্যাংকৃউ! আচ্ছা, আপনাকেই তো তাতা'পু বলে ব্লগাররা, না?
ষড়যন্ত্রকারীদের কথায় কান দিবেন না, প্লীইইইইজ
এটাতো কান দেয়ার আগে সাবধান করতে হবে, না?
আপনার কবিতাটার কথা খুব মনে হচ্ছিল। তাই আবার পড়তে আসলাম।
মায়াবতী! আপনার নাম নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন মনে হয় কিছুদিন আগে। ওটাতে মন্তব্য করতে গিয়ে আর করা হয়নি! আজ আবার পড়ব, মন্তব্য করবো।
কবিতাটা মনে করে আবারো পড়ার জন্য অনেক ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।
মায়ায় থাকুন। মায়ায় রাখুন।
ধন্যবাদ।
প্রিয়তে রেখেছি আপনাকে। মাঝে মাঝেই পড়তে আসবো।
আপনি তো আসলেই মায়াবতী
মন্তব্য করুন