ইউজার লগইন

দোলযাত্রা...

দোল কি???

দোলযাত্রা-কে অনেকে সংক্ষেপে দোল বলে থাকেন।

ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে (প্রচলিত পঞ্জিকা অনুসারেঃ ১৪ তম রাতের পরবর্তী দিন) দোলযাত্রা নামক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যাকে অনেকে "বসন্তোৎসব"-ও বলে থাকে।

দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণবীয় উৎসব। এটি ভারতের বিভিন্ন স্থানে (বহিঃবঙ্গে) "হোলি উৎসব" নামে-ও পরিচিত। তবে, প্রকৃতপক্ষেঃ এটি আসলে অনেকটা ভিন্ন ধরনের উৎসব; তবে মূল-বিচারে বলা চলে এরা পরস্পর সম্পর্কযুক্ত।

আবার, এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম-গ্রহণ করেন বলে একে গৌর-পূর্ণিমা নামেও অভিহিত করা হয়।

উদ্ভব কিভাবে???

এটি বৈষ্ণব মতানুসারীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত হয়।

বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনের নন্দ কাননে ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধিকা দেবী ও অন্যান্য ৩৩ কোটি (লক্ষ / হাজার) গোপী-গণের সাথে রং ছুরো-ছুরির খেলায় মেতেছিলেন!!!

যার অনুকরণ থেকেই দোল খেলার উৎপত্তি হয়।

কি-ভাবে পালিত হয়???

দোলযাত্রা-র দিন সকালে ভগবান কৃষ্ণ ও রাধিকা দেবীর বিগ্রহ আবির ও গুলালে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং ছুড়ো-ছুরি করেন।

অনেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু-এর আবির্ভাব-তিথি উপলক্ষ্যে উপবাস থাকেন।

দোলের পূর্বদিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্নি-উৎসবের আয়োজন করা হয়। একে হোলিকা-দহন বা মেড়া-পোড়া নামে অভিহিত করা হয়।

উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়।

এর সার্বজনীনতা কি???

সম্ভবতঃ সনাতন হিন্দু ধর্মীয় আচার আচরণ-গুলোর মধ্যে সবচেয়ে সার্বজনীন উৎসব হিসেবে এটি-ই স্বীকৃত। এই দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারী-পুরুষ / ধর্ম-বর্ণ নির্বিশেষে আবির ও গুলাল নিয়ে রং ছুরো-ছুরির খেলায় মত্ত হয়।

শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


চমৎকারতো Smile

ধন্যবাদ প্রভাষক ...
নিয়মিত নতুন নতুন লেখা পড়তে চাই

প্রভাষক's picture


চেষ্টা করা হবে...
আমি আবার নিয়মিতভাবেই অনিয়মিত... Cool Big smile

ধন্যবাদ...

বিষাক্ত মানুষ's picture


ম্যালা কিছু জানলাম

প্রভাষক's picture


ম্যালা কিছু না-রে ভাই...
এটা তুলনা-মূলক ছোট পোস্ট... Tongue Wink

ধন্যবাদ...

শওকত মাসুম's picture


আহা গোপী, রাধা, খেলা, আহা! আহা!

লিজা's picture


Thinking

প্রভাষক's picture


Big smile Wink Tongue Love

প্রভাষক's picture


Laughing out loud Love Tongue Crazy

লিজা's picture


বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনের নন্দ কাননে ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধিকা দেবী ও অন্যান্য ৩৩ কোটি গোপী-গণের সাথে রং ছুরো-ছুরির খেলায় মেতেছিলেন!!!

৩৩ কোটি গোপ গোপী'র ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ? আবার দেখি ষোল হাজার গোপীর কথাও বলা আছে । ৩৩ কোটি তাইলে কারা?

১০

লিজা's picture


৩৩ কোটি গোপ গোপী'র ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ? বইতে ষোল হাজার গোপীর কথাও বলা আছে । ৩৩ কোটি তাইলে কারা?

১১

প্রভাষক's picture


প্যাচ লেগে গেলো!!!...
হবে ৩৩ লক্ষ...
সরি...
আমার জানা মতে...
এ সংখ্যাটা কৃষ্ণ সংক্রান্ত একটা বই থেকে পাওয়া...
এই মূহূর্তে সোর্স মনে নেই...
ধন্যবাদ...

১২

প্রভাষক's picture


সরি টাইপো...
লক্ষ হবে কথাটা...

১৩

লীনা দিলরুবা's picture


অনেক কিছু জানলাম।

১৪

প্রভাষক's picture


Smile

১৫

তানবীরা's picture


লুচ্চা ব্যাটা ছিল কৃষ্ণ। যাউকগা। আগে ছিল শুধু বিশ্লেষক এখন যোগ হইলো প্রভাষক। আশাকরছি জ্ঞান বিজ্ঞানের পথে আরো এক ধাপ এগিয়ে যাবো

১৬

প্রভাষক's picture


ভাই...
ধর্মীয় চরিত্র-গুলো এধরনেরই...

হা হা...
আমি আমার চাকুরীর পদবী-টাকে নিক হিসেবে ব্যবহার করছি...
বিশ্লেষক-ও নিশ্চয় এমনই কিছু...

দেখা যাক কি হয়!!!... Stare Steve

১৭

আসিফ's picture


প্রভাষক আপনি যখন পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হবেন, তখন কি নিক পরিবর্তন করবেন?!! Tongue Tongue

এবিতে আপনাকে দেখে ভালো লাগছে।

১৮

প্রভাষক's picture


"বাবু"-রা কি তাদের নিক বদল করে???...

ধন্যবাদ...

১৯

জ্যোতি's picture


লুচ্চা ব্যাটা ছিল কৃষ্ণ।

Rolling On The Floor Rolling On The Floor

২০

প্রভাষক's picture


কৃষ্ণ করলে লীলা...
আমি করলে - সাঙ্গ ভবলীলা!!!... Tongue Wink

২১

লীনা ফেরদৌস's picture


আমার কিন্তু দোল খেলাটা খুব ভাল লাগে, একবার শান্তিনিকেতন যাবার ইচ্ছে আছে দোল খেলতে Smile

২২

প্রভাষক's picture


আমার-ও ইচ্ছে আছে...

কয়েক-বছর আগে-ও...
বিয়ের সময় খেলতাম...
এখন আর দেখি-ই-না!!!...

২৩

মীর's picture


দোল পূর্ণিমা চলতেসে। এখন চাঁদও পৃথিবীর অনেক কাছাকাছি। দীর্ঘ সময় পর।

২৪

প্রভাষক's picture


দেখেন... Glasses

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

প্রভাষক's picture

নিজের সম্পর্কে

প্রচন্ড অনুসন্ধিৎসু এক-জন...