এ কেমন চলে যাওয়া...
আজো শশীর রূপের টানে, গহন মনে হিয়ার সনে...
ভুলি আমি এহেন ক্ষণে-তব চন্দ্রপাণা কেমনে?
যেমতি ছিলে আমা পাশ - স্তব্ধ কোন বসন্ত রাশ,
চপলা দর্শী টুটেনা আশ, যেন বা কল্লোল – দোদুল কাশ!
হারায়ে নিশার শয়ন সবি একলা শিহরে মৌণ কবি...
তন্দ্রা ফেরায় সে কোন ছবি - যামিনীর নিশেষে যেমতি রবি!
আমা-তোমা সেই যে জানা, মানতো কি কভু মানা?
আজ কেন তায় দুঃখ আনা -“আশা”-র কেন ভাংছো ডানা!
যাবেই যদি একায় চলে, কেনইবা তবে আমা হলে?
ভালবাসার নিশার ছলে - মোর স্বপনে জেগেই রলে!
ভাবছি আমি নিশি-রাত, “ভালোবাসা”-য় এ কোন জাত...
দুখ নিয়েছি ভরে এ-হাত, কেমনে সহি বলো এ ঘাত!
প্রভাষক সাহেব আমি বাংলায় তেমন ভাল না, বুঝতে পারছি।
কবিতাটি মনে হয় একটু এলো - মেলো হয়েছে...
মনের ভাব হঠাৎ প্রকাশ...
প্রেয়সীর জন্য "অপেক্ষা"...
ধন্যবাদ...
রবির প্রভাব বেশ পড়েছে,
সাথে তার বিদ্রোহী সুর।
ভাল লাগলো।
আপনি বাংলার টিচার?
সম্ভবত...
ভু-গুল পড়াই...![Wink Wink](https://amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/wink.png)
সাথে... কম্পু...
কবিতাটা দূর্দান্ত হয়েছে।
প্রকৃত-পক্ষে...
দুর্দান্ত হয়তো নয়...
তবে...
মনের আবেগ-এর বহিঃপ্রকাশ...
ধন্যবাদ...
ওপরের ছবির সাথে নীচের কবিতার অন্তমিল যদিও কোথাও খুঁজে পেলাম না তবুও নিশ্চয় কবি কিছু খুঁজে পেয়েছেন সেই ভরসা রাখছি
কবিতা পড়তে পড়তে হারিয়ে গেছিলাম ছোটবেলায়। মনে হলো দাদুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রাঙ্কের থেকে ঘেঁটে ছোটদের রামায়ন পড়ছি![Big smile Big smile](https://amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/bigsmile.png)
"অপেক্ষা" আর "পথ চাওয়া"...
বিনিময়ে...
একাকী ফিরে যাওয়া...
মন্তব্য করুন