ছিঁড়ে ফেলা চিরকুটের খানিকটা
...............অনেকদিন হল আমাদের মুখোমুখি বসা হয় না। এইটুকুতো সময় অথচ কি আশ্চর্য কতটা আলোকবর্ষ পার করে ফেলেছি। সেই সব চায়ের পেয়ালায় তোমার ঠোঁটের দাগ মুছে দেবার দিন কি অদ্ভুত সাদাকালো দেখায় এখন। জড়িয়ে ধরা শক্ত বাঁধনে আমার পাঁজরে তোমার হৃৎপিণ্ডের ধুকপুক ......। পৃথিবী থেমে যাবার অনুভূতিটা কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হয়। আদৌ কি হয়েছিল সে সব? আবছায়া ......
কার কি ক্ষতি ছিল আমরা এখনও হাত ধরে রাখলে। অথচ দেখো খামোখাই এইসব প্রান্তরে একলা একলা হোঁচট খেয়ে পড়ে থাকা। কি আশ্চর্য অপচয় ...... শেষটাইতো আমাদেরকে আমাদের কাছেই ফিরতে হবে। খুব জানি, এই সব দিকভ্রান্ত পথের শেষে, সীমান্তে আমরাই শুধু আমাদের জন্য অপেক্ষায় থাকব .......
অদ্ভুত সুন্দর
ধন্যবাদ
মনে হলো একটি সুন্দর কবিতা পড়লাম,পড়ে মুগ্ধ হলাম। ধন্যবাদ মানুষ।
আসলেইতো। চাইলে এটাকে কবিতাও বনানো যেত।
কেন জানি মনে লাগা এমন অদ্ভুত সুন্দর কথাগুলো ছেড়াঁ চিরকুটেই রয়ে যায় আবছায়া হয়ে!
দারুন!
হুম ছেঁড়া চিরকুটেই সব সময় এইসব কথা থাকে।
আমেঝিং... এরকম অদভুত লেখা ... উফফফফফফ..
থ্যাংকু
অসাধারন...!!অনেক সুন্দর...
অনেক ধন্যবাদ
প্রিয়তে রেখে দিলাম।
খুব জানি, এই সব দিকভ্রান্ত পথের শেষে, সীমান্তে আমরাই শুধু আমাদের জন্য অপেক্ষায় থাকব .......
থ্যাংকু। সম্মানীত হইলাম।
ছোট্ট কিন্তু তীব্র একটা লেখা। অনেক ভালো লাগলো।
ধন্যবাদ
মানুর লেখা বরাবরই চমৎকার হয়...
তবে ... আর কোন মুকুল এরপর সাঈদ >???? চাই না
... প্রিয় রমজানের একটা গতি হোক...
এই অপেক্ষা যেন করতে না হয়... এবার ফিরলেই যেন দাওয়তের কার্ড পায় এবি বাসি
কিছু অপেক্ষার শেষ না থাকাই ভাল। এগুলা হইল কষ্ট কষ্ট সুখ
আলোকবর্ষ দুরত্বের একক, সময়ের না ।
লেখাতে তো তার সমর্থনই আছে। খুব অল্প সময়ে অনেক বেশি দূরত্ব পেরিয়ে আসার কথা বলা হচ্ছে, তাই না?
আপনি মনে হয় পিওর সায়েন্সের ছাত্র / ছাত্রী। নুশেরাপু ঠিকই বুঝেছে।
অপেক্ষা শেষ না হোক।
মানে অপেক্ষা শেষ হলে তো এমন দারুণ লেখা পাবো না। মন উদাস হয়ে গেলো।
নিজের পায়ে কিন্তুক নিজেই কুড়াল মারতেছো জইতা।
আমি কিন্তু হাটে হাড়ি ভেঙ্গে দিবো। সবার সামনে কি বলবো ফেসবুকে কার কার সাথে কি কি বলো!
অ-সা-ধা-র-ণ!
ধ-ন্য-বা-দ!
খুব জানি, এই সব দিকভ্রান্ত পথের শেষে, সীমান্তে আমরাই শুধু আমাদের জন্য অপেক্ষায় থাকব .......
কী চমৎকার কথা ! থ্যাংকু মানু...
পড়ার জন্য থ্যাংস য়াযাদ ভাই
মুগ্ধ।
ধন্য
টুটুল ভাইয়ের বক্তব্যের পক্ষে এক ভোট।
-এ কথাতেই যেন সব বলা হয়ে যায়। ভালো লাগলো।
ধন্যবাদ
এক শব্দে............মুগ্ধ!!!!!
অনেক ধন্যবাদ
"সীমান্তে আমরাই শুধু আমাদের জন্য অপেক্ষায় থাকব "
সময় আর নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। প্রেমিক আর প্রেমিকাত করার প্রশ্নই ঊঠে না

সাধারণ চোখে সেটাই ধরা পড়ে। আর একটু গভীরে ডুব দিতে হবে।
বেশ
লিখছেন না কেন?
মন খারাপ করা অদ্ভুত সুন্দর..
মন্তব্য করুন