রূপকথা
আহা রাজকুমারী, তুমি জানো না -
এইখানে পক্ষীরাজ নাই।
তেপান্তর নাই।
ব্যাঙ্গমা নাই।
ব্যাঙ্গমি নাই।
জঙ্গল নাই।
সরোবর নাই।
কারো কোন প্রাণ ভ্রমরা নাই।
আহা রাজকুমারী -
দুপুর রোদে চুল শুকিয়োনা।
সোনাকাঠি-রুপোকাঠি পাশে রেখে ঘুমিও না।
এইখানে তোমার মুক্তির আশা নাই।
* কি মুশকিল! এত খাটাখাটনি করে দুই চরণ কাব্য প্রসব করলাম অথচ আমরা বন্ধুর নালায়েক সম্পাদক বলে ছাপাবেনা।
দুপুরে লোকজন মনে হয় চুল-টুল শুকাচ্ছে ভালোই আজকাল।
এত কিছু থাকতে চুল নিয়া কেন টানাটানি?
লাইক!
কনে?
হঠাৎ এই বয়সে রাজকুমারীর গলপ, সনদেহজনক
কবিতার অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পেরেছেন
দুই চরণ কাব্য তো প্রসব নয় এখানে ১২টি চরণ রয়েছে।
মেগা সিরিয়ালের মতো টেনে লম্বা করা হয়েছে
রাজকুমারী তাইলে কি করপে?
তুমার কোন ব্লগে যাইনি আমি?
কুন স্ট্যাটাসে লাইক দেই না?
নিষ্ঠুর
রাজকুমারী চুল শুকাচ্ছে ভালোই আজকাল।
রাজকুমারী মিলে যাক, শুভকামনা!
নালায়েক "শম্পা"দক
পেমের মালা তারি হক্
মন্তব্য করুন