তুমি এলেনা
তুমি এলেনা
তোমার জন্য আমি অপেক্ষার প্রহর গুণে চলছি,
ভালোবাসার পসরা সাজিয়ে গাঁথছি নকশি কাঁথার বুনন,
আমার চোখের জলে হাসছে সুতোয় আঁকা জলকন্যা।
তুমি এলেনা
তোমার পথ ভিজে পথ ভিজে আছে শিশিরের কান্নায়,
রোজ রাতে জেগে থাকে বাগানের চারাগাছগুলি,
ওদের কান্নার শব্দে আমার চোখের পাতা মেলেনা,
তুমি এলেনা।
তোমার জন্য নিষ্ঠুর আকাশ আর আবির মাখেনা,
বিমুগ্ধ বাতাস কনকনে জল নিয়ে ফিরে আসে
মলিন সন্নাসী হয়ে দাঁড়িয়ে থাকে রাধাচূড়ার মাতৃগর্ভ।
তবু তুমি এলেনা
তোমার অপেক্ষায় বিনিদ্র রজনী কাটছেনা আমার,
তোমার স্পর্শ ফিরে আসছেনা বরফশীতল হয়ে,
চিবুক গড়িয়েও ঝরছেনা এক বিন্দু নোনা জল।
একটু একটু করে শুধু চির ধরছে ধমনী, শিরা, উপশিরায়।
তুমি আসবেও না, জানি।
হাঁটবে না আমার পাথরে গড়া হাত ধরে,
তোমার ছোঁয়ায়ও আর থামবেনা আমার চুলের উড্ডয়ন,
নিঃশব্দ চুম্বনে কাটবেনা কোন পুর্ণিমা,
অমাবশ্যার চাঁদ হয়েও আর ছুঁতে পারবনা তোমার বাহুজোড়া।
বেঁচে আছি তবু, তবে সুখে নেই।
কোন একদিন আমিই হয়তো হাঁটব তোমার পথে,
জানিনা, সেদিন দেখা হবে কিনা!
সুখে আছ তো? এই তো ছিল অভিশাপ!
তোমার বক্ষতলে আমার অস্তিত্ব থাক বা না থাক,
তোমার জলকাব্যে পড়ে রবে আমার অভিমান।
কবি হওয়ার জন্য ভালো পতিভা আছে।
ভাল লাগল
আফসুসিত কবিতা। আফসুস
মন্তব্য করুন