ইউজার লগইন

পছন্দের ১০ বাংলা ছবির গান

ঈদের টিভি অনুষ্ঠানের মধ্যে তুলনামূলক নতুন সংযোজন সরাসরি গানের অনুষ্ঠান। সম্ভবত এটি শুরু করেছিল একুশে টিভি, এখন সবাই করছে। রাত ১২টার দিকে শুরু হয়ে চলে মধ্য রাত পর্যন্ত। গত ঈদে তো আইয়ুব বাচ্চু ভোর সাতটা পর্যন্ত গান গেয়েছিলেন। এবার আবার দেশটিভি কোলকাতা থেকে চন্দ্রবিন্দু ও দোহার ব্যান্ড এনে গান শুনালো।
গতরাতে ছিল সামিনা ও ফাহমিদা-দুই বোনের গান। আমি আবার সামিনার বিশাল বিশাল ভক্ত। দুই বোন একসঙ্গে গাইল তুমি কখন এসে দাঁড়িয়ে আছো..... মাহমুদুন নবীর সেই বিখ্যাত গান। অসাধারণ একটা গান, তার দুই মেয়ে গাইলোও অসাধারণ। গানটা শুনতে শুনতে ভাবছিলাম সেরা বাংলা গান কোনগুলো? বিশেষ করে সিনেমার।
একবার সামুতে একটা লিস্ট করেছিলাম, তবে সেটা সবচেয়ে প্রিয় ১০ গানের তালিকা ছিল না। তখন মাত্র নতুন গান ডাউনলোড করা শিখছিলাম। ফলে হাতে কাছে যেগুলো ছিল তার একটি তালিকা ছিল। ভাবলাম নতুন একটা তালিকা দেই। তবে ১০টাই সিনেমার গান না। দুটো সিনেমার গান না।

১. ওরে নীল দরিয়া আবদুল জব্বারের এই অসাধারণ গানটি মনে হয় আমার বিচারে সেরা বাংলা চলচ্চিত্রের গান। মজার ব্যাপার হল এই গানটি কোনো জাতীয় পুরস্কার পায়নি।

২. এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে- রফিকুল আলমের গাওয়া সেরা গান এটি। কোনো চলচ্চিত্রে ব্যবহার হয়নি। অসাধারণ একটা গান

৩. তুমি কখন এসে দাঁড়িয়ে আছো-আমার কাছে সেরা রোমান্টিক গান মাহমুদুন নবীর এই গানটি। অসাধারণ কথা, তেমনই সুর ও গায়কী।

৪. বিমূর্ত এই রাত্রি আমার--আবিদা সুলতানার জীবনে আর কোনো গান না গাইলেও চলতো। এই একটি গান তাকে অমর করে রাখবে। সীমানা পেরিয়ের বিখ্যাত সেই গান।

৫. কত কানলাম কত ডাকলাম আইলা না- তপন চৌধুরী এখন আমেরিকা থাকে। দেশে আসার পর মাস খানেক আগে একটা টিভি অনুষ্ঠানে এই গানটা গাইলেন। আগের সেই যাদু নেই, তারপরেও শুনতে অসাধারণ লাগলো। ভাত দে ছবির গান।

৬. যে ছিল দৃষ্টির সীমানায়-শাহনাজ রহমতউল্লাহর এই অসাধারণ গানটি বার বার শুনেও মন ভরে না। এটিও কোনো চলচিত্রে ব্যবহার হয়নি। সম্প্রতি আবার নতুন করে এই গানটি তিনি আবার গেয়েছেন। পুরানোটাই অসাধারণ


৭. একবার যদি কেউ ভালবাসতো
-সামিনা নবী অনেক কম বয়সে এই গানটি গেয়েছিলেন। আর আমার তালিকায় সামিনা থাকবে না তা হতেই পারে না। জন্ম থেকে জ্বলছি সিনেমার গান।

৮. তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়
- আবদুল জব্বারের এই গানটাও অসাধারণ। এতটুকু আশা ছবির গান সম্ভবত। তবে ভাবছিলাম এর পরিবর্তে সুবীর নন্দীর কত যে বেসেছি ভাল এই রোমান্টিক গানটা দেবো কীনা। ভাবছি। উসিলা ছবির গান।

৯. আয় রে আয় মেঘ আয়-এইচএসবিসির শতবর্ষের গানের অনুষ্ঠানে এই গানটি গেয়েছিল রুনা লায়লা। এখনও শুনতে অসাধারণ লাগলো। বরং মনে হলো আগের চেয়ে অনেক ভাল। দি রেইন ছবির গান।

১০. পথে পথে দিলাম ছড়াইয়া-কলিম শরাফীর এই গানটা যত শুনি ততই ভাল লাগে। সম্ভবত নদীও নারী ছবিতে এটা ব্যবহার করা হয়েছিল। আবার মনে হচ্ছে রথীন্দ্রনাথ রায়ের গাওয়া ফকির মজনু শাহ ছবির সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে গানটা দিয়ে দেই। অসাধারণ একটা গান।

পোস্টটি ১৪২ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


বস, ৫ নং গানটা কি তপনের না সৈয়দ আব্দুল হাদীর ? আমি নিশ্চিত না।

কত যে তোমাকে বেসেছি ভাল... এইটা সুবীর নন্দীর ঠিকাছে। কবে উসিলা ছবির নয় মনে হয়। জাফর ইকবাল আর দিতির লিপে দেখেছি- যদ্দুর মনে পড়ে

বাকী সব গানের সাথে সহমত জানাইয়া গেলাম।

শওকত মাসুম's picture


এই গানটা তপন আর আবদুল হাদী দুজনেই গেয়েছেন। আমার কাছে তপনেরটাই বেশি ভাল লাগে। এই নেন হাদীর গলারটা

পরেরটা উসিলার গান। জাফর ইকবাল আর দিতি ঠিকই আছে। এইটার মূল নায়ক ছিল উজ্জল।

আপন_আধার's picture


দুইটা বাদে অন্যগুলো শুনছি, আবার সবগুলোই শুনবো নিশ্চয়ই Smile

শওকত মাসুম's picture


কোন দুইটা?

আপন_আধার's picture


তুমি কখন এসে দাঁড়িয়ে আছো
আয় রে আয় মেঘ আয়

শওকত মাসুম's picture


শুনেন। কেমন লাগলো জানাইয়েন।

আশফাকুর র's picture


ভালো লাগল। তিন চারটা বাদে বাকি গুলা শোনা হয়নাই। অসংখ্য ধইন্যা। এখন থেকে ভালবেসে শখত মামা ডাকলে আপত্তি আছে? কেন জানি এই নামটা অসাধারণ লাগছে Love Love

শওকত মাসুম's picture


শখত মামা আবার কেডায়?

আশফাকুর র's picture


কেডা মানে?? আপনে আবার কেডায়।

১০

আশফাকুর র's picture


কেডা মানে?? আপনে আবার কেডায়। Tongue Tongue Tongue

১১

শওকত মাসুম's picture


আমি মাসুম, নিষ্পাপ।

১২

আশফাকুর র's picture


তাইলে কুন সন্দেহ নাই। আপ্নেই আমার শখত মামা -উনিও চরম নিষ্পাপ। Glasses

১৩

তানবীরা's picture


আমাদের সীমানা পেরিয়ের ঈদের অনুষ্ঠানের জন্য আমি তিন/চার দিন আগে রাতে ইউ টিউব থেকে দুনিয়ার সব বাংলা সিনেমার গান ডাউনলোড করে একটা সিডি বানিয়েছি। কাকতালীয় শখত মামা।

আমি নিয়েছি সতেরটা গান।

১.চাকভূম চাকভূম এই চাঁদনী রাতে না থাকলেতো বাংলা সিনেমার গানের জগৎ পরিপূর্নই হয় না।

২. নানীগো নানী আমারেনি লইয়া যাবা ভাইসাবের বাড়ি

৩. ডেগেরও ভিতরে ডাইলে চাইলে খিচুড়িগো সই

৪. যদি সুন্দর একটা মন পাইতাম

৫. ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা

৬. ঘোমটা দিয়া চলরে মাইয়া

৭. আমায় ছেড়ে কোথায় যাবি মথুয়া

৮. তোমারে দেখিবো পরান ভরিয়া

৯. যদি বউ সাজোগো

১০. মন দেবো কি দেবো না

আর বাকিগুলা রানী কুঠীর বাকি ইতিহাস আর খোঁজ দ্যা সার্চ এর গান। জোশ সিডি, ২৭ তারিখের প্রোগ্রামে শুধু এইটাই বাজাবো ঃ)

১৪

রশীদা আফরোজ's picture


১০ টা গানই শুনেছি, এসব গান খুব বাজতো। কী মজা!

১৫

রশীদা আফরোজ's picture


১০ টা গানই শুনেছি, এসব গান খুব বাজতো। কী মজা!

১৬

শওকত মাসুম's picture


বাংলা সিনেমায় আসলেই অনেক ভাল ভাল গান আছে।

১৭

শওকত মাসুম's picture


চাকভুম চাকভুম গানটার সাথে যে নাচটা দিবেন, সেইটা ইউটিউবে ভইরা এইখানে দেবেন। আমরা দেখবাম।

১৮

হাসান রায়হান's picture


দুলাভাইয়ের প্রানের দাবীর সাথে জোর ঐকমত্য জানাইলাম।

১৯

নাহীদ Hossain's picture


ঐকমত্য জানাইলাম। চাকভূম চাকভূম নৃত্য দেখতাম চাই  Cool

২০

রশীদা আফরোজ's picture


তাতাপু,
চাকবুম চাকবুম নৃত্য দেখতে ইচ্ছা করে। আরেকটা গানের কথা মনে পড়ছে। "চোর আমি ডাকু আমি বলোনারে, দুনিয়াতে সাধু আছে কয়জনা...টিং টিং টিং টিং..."-এইটার সাথেও নৃত্য জমবে! Party

২১

শাওন৩৫০৪'s picture


আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেনো ক্ষয়ে ক্ষয়ে যায় কিংবা হাযার মনে কাছে প্রশ্ন রেখে, একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই--- গায়ক সুবীর নন্দী সিনেমা মনে হয় মহানায়ক।
আবার
সাগরের সৈকতে, কে যেনো দূর হতে, আমারে ডেকে নিয়ে যায়, আয় আয় আয় - (গায়িকা মনয় শাহনাজ রহমতুল্লাহ)----সিনেমা মনে হয় ছুটির ফাঁদে
এই গানডি তালিকায় আসলো না ভাই? Sad

প্রবাল চৌধুরী আর বশির আহমেদও ঢুকতে পারেনাই কোনো গান দিয়া, কি কি জানি ভালো লাগতো তাদের গান!
এন্ড্রু কিশোর-রুনা লায়লা জুটিও মিস করছি।

মানে, আমার তো দেখি আসবেই খালি!!
পরে বুঝলাম, ১০ টা ফিল্টার করতে কি কষ্ট হৈছে আপনের।
থ্যাঙ্ক্যু বস।

২২

শওকত মাসুম's picture


সুবীর নন্দীর গান দিয়েই তো ১০টার লিস্ট করা যায়। বিশেষ করে শুভদা সিনেমার একটা গান আছে। চন্দ্রকথাওর একটা অসাধারণ গান আছে। ঐ দুটা গান মহানায়কের। আসলে গান দুটো আধুনিক গান হিসেবে গাওয়া হতো। পরে সিনেমায় ঢুকানো হয়।

আমি তো তো শাহনাজ রহমতউল্লাহর বিশাল ভক্ত। অসাধারণ এক গায়িকা।
বশির আহমেদের আমাকে পোড়াতে যদি এতো লাগে ভাল দারুণ একটা গান। ভাল মানুষ ছবিতে প্রবাল চৌধুরীর কি যেন একটা দারুণ গান আছে।

সমস্যা হচ্ছে ১০টার তালিকা করা। কাল যদি তালিকা করতে বসি, নিশ্চিত যে কিছু পরিবর্তন হবেই।

২৩

মীর's picture


এক হৃদয়হীনার কাছে গানটা মনে মনে খুঁজছিলাম। তবে বাংলা মিউজিক থেকে কেমনে ডাউনলোড করে?
পোস্ট প্রিয়তে।

২৪

মাহবুব সুমন's picture


নস্টালজিক করে দিলেন Sad(

২৫

হাসান রায়হান's picture


আমার প্রিয়: অনন্ত প্রেম তুমি দাও আমাকে..। বৈয়ের নাম জানিনা। মৌসুমি আরা মান্না ছিল। গাইছে আইুব বাচ্চু ..

পুরানা দিনের একটা গান আছে, ওগো চলো চলো যেখানে চোখ যায় যেদিকে মন চায়। ছোট বেলায় প্রায়ই শোনা যেত। এখন খুঁজে পাই না। কে কে গেয়েছে কোন ছবির গান জানিনা। শেষ শুনেছি ভার্সিটির হলে রাতের বেলায়। পরীক্ষার জন্য পড়ছি। গভীর রাতে দূরে কোনো রেডিও থেকে ভেসে আসছিলো এই চমৎকার মেলোডিয়াস সুর।

২৬

আপন_আধার's picture


রায়হান ভাই ...... ছবির নাম মনে হয় লুটতরাজ
গানটা আমারও ভাল লাগতো, তাই মনে আছে Laughing out loud

২৭

হাসান রায়হান's picture


Smile

২৮

রাসেল আশরাফ's picture


ছোট বেলাতে দুপুর বেলা বিজ্ঞাপন তরংগের প্রিয় গান গুলো ছিলো

১। রুমাল দিলে ঝগড়া হয় চিঠি দিলে বন্ধু হয় ফুল দিলে কি হয় বলো না===ছবির নাম গর্জন
২।বেলী ফুলের মালা দিয়ে ==
৩ তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো==
৪।বন্ধুর দুইখান চোখ যেন দুই নলা বন্ধুক==
৫।তুমি ডুব দিয়ো না জলে কন্যা==

আর মনে পরতেছে না.।

''ইশারায় শিষ দিয়ে আমারে ডেকো না.''।এই গানটা আপনার লিস্টে না দেখে দুঃখ পাইলাম।

২৯

সাহাদাত উদরাজী's picture


আপাতত প্রিয়তে রাখলাম। নিজের প্রিয় গান গুলির সাথে মিলাবে।
এখন টাইম নাই, হেভী অফিসিয়াল চাপে আছি।

৩০

সাহাদাত উদরাজী's picture


আপাতত প্রিয়তে রাখলাম। নিজের প্রিয় গান গুলির সাথে মিলাবে।
এখন টাইম নাই, হেভী অফিসিয়াল চাপে আছি।

৩১

নীড় সন্ধানী's picture


আমার সারা দেহ খেও গো মাটি..............এন্ড্রু কিশোর
হায়রে মানুষ রঙিন ফানুষ...................এন্ড্রু কিশোর

এই দুইটা মহাজাগতিক গান কেমনে বাদ গেলো? Glasses Glasses

৩২

উলটচন্ডাল's picture


বেশ ভাল লাগল। পুরানো দিনের গানগুলির কথা ও সুর একেবারেই অন্যরকম।

৩৩

বকলম's picture


বাংলা সিনেমার আরও কিছু গানের কথা মনে পড়ে...

১। আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার - গোলাপী এখন ট্টেনে
২। হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ - গোলাপী এখন ট্টেনে
৩। মাষ্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই - ফারুক অভিনিত সিনেমার গান
৪। ডাকে পাখি খোলো আখি দেখ সোনালী আকাশ, বহে ভোরেরও বাতাস - শুনতে শুনতে কান পঁইচা গেছিল গা।
৫। হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুড়াইলো ঠুস
৬। ও দাদা ভাই মুর্তি বানাও, হাতও বানাও, পাও বানাও, মন বানাতে পার কি? একটা ছোট বোন বানাতে পার কি?
৭। মা'গো মা, মাগো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, আমি দুনিয়া ছাড়ি যেতে পারি তোকে আমি ছাড়ব না মাগো, তোকে আমি ছাড়ব না।
৮। চলনা ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে - ঘুড্ডি ছবির গান।
৯। বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে (ইয়াক থু) আমার কোনদিন ভাল লাগে নাই।
১০। চুরি করেছে আমার মনটা, হায়রে হায় মিস লংকা।

বাংলা সিনেমার ভক্ত কোনকালেই ছিলাম না। আমাদের প্রজন্মের কাছে জীবনের স্মৃতির সাথে এই গানগুলো অবিচ্ছেদ্দ অংশ হয়ে থাকবে।

৩৪

রাসেল আশরাফ's picture


৩। মাষ্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই - ফারুক অভিনিত সিনেমার গান

এটা রাজ্জাক অভিনীত অশিক্ষিত সিনেমার গান মনে হয়!!!!!

৩৫

বকলম's picture


সরি ভুল তথ্যের জন্য। আপনার কথাই সঠিক। ইউটিউবে ভিডিওটাও পেলাম।
http://www.youtube.com/watch?v=bqhw2EmSbP8

৩৬

সজিব's picture


Smile এটা ছুটির ঘন্টা ছবির গান।

৩৭

সারোয়ার's picture


এটা রাজ্জাক অভিনীত অশিক্ষিত সিনেমার গান।

৩৮

নাজমুল হুদা's picture


এই আমলেও বাংলা গান শুনবার মত অনেকে আছে জানতে পেরে ভাল লাগছে । এসব গান যারা শোনে তারা তো সব সেকেলে ! সবাইকে অভিনন্দন ।

৩৯

মমিনুল ইসলাম লিটন's picture


অভিমান নিয়ে কথাগুলি বললেন নাজমুল ভাই? 'সেকেলে' এযুগের ছেলেমেয়েদের কথা এটি।, তবে যাই বলেন ক্লাসিক বলে একটা শব্দ কিন্তু এখনো বেচে আছে।

৪০

নাজমুল হুদা's picture


আশান্বিত হলাম, খুশীও । আর, অভিমান ! কার উপরে !

৪১

আশফাকুর র's picture


জাফর ইকবালের একটা ছবির একটা গান আছে বিটিভিতে দেখছিলাম "ভেঙেছে পিন্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ অচেনা...." এই গানটার কথা কেউ কইলোনা।? দুঃখ পাইলাম। সারা জীবনে এই একটা গান ই সুন্দরমত গাইতাম পারসিলাম।

৪২

শিবলী's picture


গান গুলা রিমিকস করে বারটা বাজানোর পরও কথাগুলা মনে থাকবে আজীবন।

৪৩

আনিসুজ্জামান উজ্জল's picture


মাসুম ভাই এই গানটা শোনার পর মাথা ভ ভ করছিলো । বুরকা পরা মেয়ে

৪৪

নাহীদ Hossain's picture


এইখানের সবকয়টা গানই পছন্দ Smile তবে আমার পছন্দের লিষ্টে আরো অনেকগুলা বাংলা গান আছে।

৪৫

সাঈদ's picture


গান গুলা সবই পছন্দের কিন্তু এরকম যদি আমারে কেউ লিস্ট করতে কইতো - ১০ টা গানের - পারতাম না।

৪৬

নাহীদ Hossain's picture


"সব সখীরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা" ...... এইটা সবাই ভুইলা গেল কেমনে Cry

৪৭

বাতিঘর's picture


আপনার লিষ্টের ১নং আর ১০নং আমার সবচে' ভালোলাগার গান(অন্যগুলোর জায়গা বদল হলেও এই দু'টো আজীবন প্রিয় থাকবে)। রফিকুল আলমের গাওয়া " বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাইনা" গানটিও জটিল কিন্তু! ......আছেন কেমন ভাইটি? মন খারাপ থাকলে আমি ধুমাইয়া সিনেমা দেখি। কিছু বাংলা সিনেমাও দেখা হইছে..তখন আপনার কথা খুব মনে হইছিলো..কারণ আপনার সিনেমা রিভিউ গুলান আমার চ্রম পিও। 'অটোগ্রাফ' নাকি তেমন ভালো হয়নি? দেখেছেন নাকি ওটা? আমার দেখার খুব ইচ্ছা আছে।
'শুকনো লঙ্কা' দেখবেন কিন্তু মিয়াভাই।তারপর রিভিউ দিবেন। কেমুন? এই পোষ্টের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকা হোক।

৪৮

মীর's picture


বহুত দিন পর প্রিয় বাতিঘররে দেখলাম। মনটাই খুশি হৈয়া গেল। Big smile Love Crazy Smile

৪৯

বাতিঘর's picture


তাই নাকি! আপনারে খুশি করতে পাইরা আমিও আনন্দিত তাইলে Crazy আমি তো ভাবছিলাম আপনি পলাইবেন..তাই আপনার পোষ্ট খুঁজে বের করে ডরের ইমু দিসিলাম Devil ডরাননাই কেন? At Wits End জলদি ডরান কইলাম নইলে খপর আচে On The Phone ১০ গুনবো কিন্তু আমি..এক...দুই.তিন....... Hypnotized হায় হায় তিনের পর কি যেনু ভাইটি?

৫০

আরাফাত শান্ত's picture


এইরকমের লিস্ট করতে মন চায় না!একেক গান একেক সময়ের পছন্দ থাকে।তবুও আপনার গান গুলাও ভালো লাগে!

৫১

অতিথি's picture


ভাই, চিন্তা করেছি, কিছু বাংলা ছবি কালেকশান করবো...কয়েকটা যদি সাজেস্ট করতেন...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।