স্বাদ বদলাতে থ্রিলার
থ্রিলার দেখার মজাই আলাদা। সিরিয়াস ছবি দেখতে দেখতে স্বাদ বদল করতে থ্রিলারের জুড়ি নেই। থ্রিলারের মধ্যে ক্রাইম থ্রিলারই বেশি পছন্দ। ক্রাইম-স্পাই থ্রিলার আরও বেশি পছন্দ। কিন্তু ভাল, খুব ভাল ক্রাইম-স্পাই থ্রিলার পাওয়া সহজ না।
একসময় জেমস বন্ড ব্যাপক আগ্রহ নিয়ে দেখতাম। ক্রাইম, স্পাই ও সুন্দরী নারীর মিশেল এই জেমস বন্ড। কিন্তু এখন জেমস বন্ড পানসে লাগে। মনে হয় রূপকথা দেখছি। আর এই যুগে যে আগের ধারার জেমস বন্ড চলবে না সেটি এখন প্রতিষ্ঠিত।
জেমস বন্ডকে বড় আঘাত দিয়েছে বর্ণ সিরিজ। নি:সন্দেহে জেসন বর্ণ জেমস বন্ডের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। আমার ধারণে মুভিলাভাররা এই সিরিজের তিনটি ছবিই দেখে ফেলেছেন। যারা স্বাদ বদলাতে চান, তাদের জন্য বর্ণ সিরিজ অবশ্যই দেখার তালিকায় থাকা উচিৎ। বর্ণ সিরিজ মূলত স্পাই থ্রিলার। এক সাবেক সিআইএ খুনীর নিজেকে ভুলে যাওয়া নিয়ে মুভি।
প্রথমটি The Bourne Identity। ২০০২ সালের ছবি। ম্যাট ডেমন মূল অভিনেতা। টানটান উত্তেজনার মুভি। জমজমাট এই থ্রিলার থেকে চোখ সরানো মুশকিল।

দ্বিতীয়টি The Bourne Supremacy। এর শুরু ভারতের গোয়া থেকে। ম্যাট ডেমন বান্ধবীসহ এখানে বসবাস করছিলেন। এখান থেকেই ঘটনার শুরু। জেসন বর্ণ এই পর্বেও নিজের পরিচয় উদ্ধারে ব্যস্ত ছিল।

তৃতীয়টি The Bourne Ultimatum, মুক্তি পায় ২০০৭ সালে, ২য় পর্বের তিন বছর পর। এটিও দারুণ উপভোগ্য। দ্বিতীয়টির চেয়েও ভাল। এই পর্বে জেসন বর্ণের মূল পরিচয় জানা যায়। বলা হয়েছিল এটিই শেষ পর্ব। কিন্তু এখন এর আরেকটি পর্ব তৈরি হচ্ছে, নাম The Bourne Legacy, মুক্তি পাবে ২০১২ সালের আগস্টে।

এবার আরেকটি সিরিজের কথা। ক্রাইম থ্রিলার। মিলেনিয়াম সিরিজ। এইটও দারুণ আলোচিত এবং বিখ্যাত। সমালোচকরা এই সিরিজকেও দারুণভাবে পছন্দ করেছেন। জমজমাট কাহিনী আছে এই ছবিতে। নতুন ধরণের ক্রাইম থ্রিলার মিলেনিয়াম সিরিজ। এই সিরিজ সুইডেনের তৈরি। তিনটি পর্বই মুক্তি পায় ২০০৯ সালে। তবে এর প্রথমটির রিমেক হচ্ছে হলিউডে।
The Girl with the Dragon Tattoo, সিরিজের প্রথম ছবি। মূল চরিত্র দুজনের। একজন অনুসন্ধানী সাংবাদিক এবং একজন কম্পিউটার হ্যাকার। মাইকেল আর লিসবেথ। অদ্ভুত যোগাযোগ। দুজনে হারিয়ে যাওয়া একটি মেয়েকে খুঁজে বের করার কাজ নেয়। শুরু হয় একটার পর একটা ঘটনা।

সিরিজের দ্বিতীয় ছবি The Girl Who Played with Fire। একবছর পরের ঘটনা। মাইকেল নতুন একটি অনসন্ধানী কাজে হাত দেয়। এই কাজে সাহায্য করতে গিয়ে খুন হয় দুজন। পুলিশের সন্দেহ লিসবেথ। মাইকেল মনে করে লিসবেথের কাজ এটি নয়। দুজনেই দুদিক থেকে অনুসন্ধানে নামে।

তৃতীয় পর্ব The Girl Who Kicked the Hornets' Nest, এটিও মুক্তি পায় ২০০৯ সালে। এই পর্বও দারুণ উপভোগ্য। মাইকেল আর লিসবেথ। অন্যধরণের মেক-আপ লিসবেথের। পুরো সিরিজ জুড়েই। বলে রাখি বাচ্চাদের জন্য না এই মিলেনিয়াম সিরিজ।

দুইদিনের হরতাল। এই সময়ে ক্রাইম থ্রিলারের চেয়ে উপভোগ্য মুভি আর কী হতে পারে।





থ্রিলার ভালোই লাগে। মাসুদ রানা পড়ে পড়ে এ ধরণের মুভির প্রতি একধরণের ভালোলাগা আছে। বন্ড। জেমস বন্ড। শুনতে মজা লাগতো।
হরতালে সুখ নাই
এই মুভিগুলো দেখো, থ্রিলার হিসাবে অসাধারন।
জেমস বন্ড ফালতু লাগে
আমি উপ্রের কোনোটাই দেখি নাই
বর্ণ সিরিজ দেখেন নাই?
অ্যাকশন থ্রিলার হিসাবে Bourne রে তো ক্লাসিক মর্যাদা দেওয়া হয়। গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু দেখা হয় নাই, কাল-পরশু দেইখা ফেলুম আশা রাখি। গতো বছর একটা অ্যাকশন ফিল্ম বেশ ভালো লাগছে জন ট্রাভোল্টা'র ফ্রম প্যারিস উইথ লাভ...
বর্ণ এর গল্প পুরোনো হলেও এই সিরিজ ধারা বদল করেছে বলা যায়। ব্র্যান্ডিং নিয়ে একটা অনুষ্ঠানে ভারতীয় এক বক্তার অনুষ্ঠানে ছিলাম। তিনিও বলছিলাম যে, জেমস বন্ড তার স্টাইল খানিকটা পালটাতে বাধ্য হয়েছে বর্ণ সিরিজের কারণে।
মিলেনিয়াম সিরিজ দেখেন। যৌন নির্যাতন একটা মানুষের উপর কী প্রভাব ফেলে সেটি খুব ভালভাবে এসেছে সিরিজটায়। একদমই নতুন ধরণের থ্রিলার।
বর্ন সিরিজ টা জটিল। থ্রিলার হিসেবে আমার খুব প্রিয় জনি ডেপের ফ্রম হেল। হালকা মজার একটা থ্রিলার দেখলাম-হট ফাজ। খুব মজা পাইসিলাম।
হট ফাজ দেখি নাই। ইন ব্রুজ দেখতে পারেন।
বস, ম্যাট ডেমনরে আমি অত্যাধিক ভালা পাই।
শেয়ার করার জন্য

চুপিচুপি কন। গ্রিন জোন দেখছেন?
মাসুম ভাই এগুলো কি আপনার ১০ টাকার কালেকশান?
মায়াবতীর একি মাসুম প্রশ্ন??

মাসুম ভাই একটা পোস্টে বলছিলেন যে ১০ টাকা করে ভাইয়া ডিভিডি কিনছেন। তাই বললাম আর কি
নারে আফা। এইটা ১০টাকার না। ১০ টাকায়ও কিছু ভাল ভাল ডিভিডি পাইছি।
থ্রিলার হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। আজ কালের মধ্যে আপনার ওয়ালে চিকা মারার জন্য রেডী হচ্ছিলাম।তার আগেই লিস্ট পেয়ে গেলাম।
মাসুমভাই পাত্থর।

মন ভাল করার জন্য থ্রিলারের জুরি নাই।
থ্রিলার আমার খুব পছন্দের। আগে নিজের পছন্দে দেখতাম এখন বাচ্চার পছন্দে সিনেমা দেখি।
আমি দুইটাই দেখি।
বাসার কম্পু নষ্ট। থ্রিলার ছবিগুলো দেখতে মন চাইতেছে... নামগুলো লিখে রাখলাম
কম্পু নষ্ট করছেন? ভাবী নাই বাসায়, সেই সুযোগে কত কিছুই না করতাছেন।
কেউ নামানোর লিংকু এড কৈরা দেন না পিলিজ
এইটা তো রাসেলের কাম।
থ্রিলার ভালোই লাগে। খারাপ না।
খারাপ না?
দুই দিনের হররতালে তিন্টা ছবি দেখলাম।
- মোঙ্গল
- প্রিটি ওম্যান
- স্লিপিং উইথ দ্যা এনিমি
বাহ, এক ধাক্কায় তিনটা? কোনটা ভাল লাগছে বেশি?
প্রিটি ওম্যান।
এখনো ওম্যান দেখা শেষ হইলো আপনার?
মাসুম ভাই.......................

দেখছেন?
মিলেনিয়াম ট্রিলোজির দুইটা দেখলাম গতো দুইদিনে। ধন্যবাদ মাসুম ভাই, আগে অনেকে কইলেও দেখার ইচ্ছা তৈরী হয় নাই। আপনের মন্তব্য পইড়াই দেখলাম। একটা অ্যকশন থ্রিলার যে সম্পর্কের রাজনীতিরেও ডিফাইন করতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ এই ছবি গুলি। উপভোগ করছি বেশ...
শেষ পর্বটাও দেখেন। তা না হলে পূর্ণাঙ্গ হবে না।
বর্ন সিরিজটা একটা দুর্দান্ত থ্রিলার সিরিজ। থ্রিলার ভক্তদের জন্য একটা মাস্ট সি। আপনে তো দেখি ছুটিতে ব্যাপক মাস্তি মুডে আছেন ভাইয়া!!!

আরে না, বাচ্চাদের পাহারা দিতে হয় এখন।
বর্ন সিরিজটা আসলেই একটা কঠিন থ্রিলার সিরিজ। মিলেনিয়াম সিরিজের মুভিগুলার নাম দেখেই কেন জানি দেখার আগ্রহ জাগে নাই।
দিলাম লিঙ্কু লাগাইয়া।
The Bourne Identity
The Bourne Supremacy
The Bourne Ultimatum
The Girl with the Dragon Tattoo
The Girl Who Kicked the Hornets' Nest
The Girl Who Played with Fire
আমি উপ্রের কোনোটাই দেখি নাই
সাংবাদিকরা এমনে থ্রিলার দেখে বলেই সংবাদের এই অবস্থা
(
মন্তব্য করুন