ইউজার লগইন

স্বাদ বদলাতে থ্রিলার

থ্রিলার দেখার মজাই আলাদা। সিরিয়াস ছবি দেখতে দেখতে স্বাদ বদল করতে থ্রিলারের জুড়ি নেই। থ্রিলারের মধ্যে ক্রাইম থ্রিলারই বেশি পছন্দ। ক্রাইম-স্পাই থ্রিলার আরও বেশি পছন্দ। কিন্তু ভাল, খুব ভাল ক্রাইম-স্পাই থ্রিলার পাওয়া সহজ না।
একসময় জেমস বন্ড ব্যাপক আগ্রহ নিয়ে দেখতাম। ক্রাইম, স্পাই ও সুন্দরী নারীর মিশেল এই জেমস বন্ড। কিন্তু এখন জেমস বন্ড পানসে লাগে। মনে হয় রূপকথা দেখছি। আর এই যুগে যে আগের ধারার জেমস বন্ড চলবে না সেটি এখন প্রতিষ্ঠিত।
জেমস বন্ডকে বড় আঘাত দিয়েছে বর্ণ সিরিজ। নি:সন্দেহে জেসন বর্ণ জেমস বন্ডের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। আমার ধারণে মুভিলাভাররা এই সিরিজের তিনটি ছবিই দেখে ফেলেছেন। যারা স্বাদ বদলাতে চান, তাদের জন্য বর্ণ সিরিজ অবশ্যই দেখার তালিকায় থাকা উচিৎ। বর্ণ সিরিজ মূলত স্পাই থ্রিলার। এক সাবেক সিআইএ খুনীর নিজেকে ভুলে যাওয়া নিয়ে মুভি।

প্রথমটি The Bourne Identity। ২০০২ সালের ছবি। ম্যাট ডেমন মূল অভিনেতা। টানটান উত্তেজনার মুভি। জমজমাট এই থ্রিলার থেকে চোখ সরানো মুশকিল।
220px-BourneIdentityfilm.jpg
দ্বিতীয়টি The Bourne Supremacy। এর শুরু ভারতের গোয়া থেকে। ম্যাট ডেমন বান্ধবীসহ এখানে বসবাস করছিলেন। এখান থেকেই ঘটনার শুরু। জেসন বর্ণ এই পর্বেও নিজের পরিচয় উদ্ধারে ব্যস্ত ছিল।
220px-Bourne_supremacy_ver2.jpg
তৃতীয়টি The Bourne Ultimatum, মুক্তি পায় ২০০৭ সালে, ২য় পর্বের তিন বছর পর। এটিও দারুণ উপভোগ্য। দ্বিতীয়টির চেয়েও ভাল। এই পর্বে জেসন বর্ণের মূল পরিচয় জানা যায়। বলা হয়েছিল এটিই শেষ পর্ব। কিন্তু এখন এর আরেকটি পর্ব তৈরি হচ্ছে, নাম The Bourne Legacy, মুক্তি পাবে ২০১২ সালের আগস্টে।
220px-BournePoster.jpg

এবার আরেকটি সিরিজের কথা। ক্রাইম থ্রিলার। মিলেনিয়াম সিরিজ। এইটও দারুণ আলোচিত এবং বিখ্যাত। সমালোচকরা এই সিরিজকেও দারুণভাবে পছন্দ করেছেন। জমজমাট কাহিনী আছে এই ছবিতে। নতুন ধরণের ক্রাইম থ্রিলার মিলেনিয়াম সিরিজ। এই সিরিজ সুইডেনের তৈরি। তিনটি পর্বই মুক্তি পায় ২০০৯ সালে। তবে এর প্রথমটির রিমেক হচ্ছে হলিউডে।

The Girl with the Dragon Tattoo, সিরিজের প্রথম ছবি। মূল চরিত্র দুজনের। একজন অনুসন্ধানী সাংবাদিক এবং একজন কম্পিউটার হ্যাকার। মাইকেল আর লিসবেথ। অদ্ভুত যোগাযোগ। দুজনে হারিয়ে যাওয়া একটি মেয়েকে খুঁজে বের করার কাজ নেয়। শুরু হয় একটার পর একটা ঘটনা।
220px-Men_Who_Hate_Women.jpg
সিরিজের দ্বিতীয় ছবি The Girl Who Played with Fire। একবছর পরের ঘটনা। মাইকেল নতুন একটি অনসন্ধানী কাজে হাত দেয়। এই কাজে সাহায্য করতে গিয়ে খুন হয় দুজন। পুলিশের সন্দেহ লিসবেথ। মাইকেল মনে করে লিসবেথের কাজ এটি নয়। দুজনেই দুদিক থেকে অনুসন্ধানে নামে।
220px-The_Girl_Who_Played_with_Fire.jpg
তৃতীয় পর্ব The Girl Who Kicked the Hornets' Nest, এটিও মুক্তি পায় ২০০৯ সালে। এই পর্বও দারুণ উপভোগ্য। মাইকেল আর লিসবেথ। অন্যধরণের মেক-আপ লিসবেথের। পুরো সিরিজ জুড়েই। বলে রাখি বাচ্চাদের জন্য না এই মিলেনিয়াম সিরিজ।
220px-The_Girl_Who_Kicked_the_Hornets'_Nest_(film).jpg
দুইদিনের হরতাল। এই সময়ে ক্রাইম থ্রিলারের চেয়ে উপভোগ্য মুভি আর কী হতে পারে।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


থ্রিলার ভালোই লাগে। মাসুদ রানা পড়ে পড়ে এ ধরণের মুভির প্রতি একধরণের ভালোলাগা আছে। বন্ড। জেমস বন্ড। শুনতে মজা লাগতো।
হরতালে সুখ নাই Sad

শওকত মাসুম's picture


এই মুভিগুলো দেখো, থ্রিলার হিসাবে অসাধারন।

মাহবুব সুমন's picture


জেমস বন্ড ফালতু লাগে

আমি উপ্রের কোনোটাই দেখি নাই টিসু

শওকত মাসুম's picture


বর্ণ সিরিজ দেখেন নাই? Shock

ভাস্কর's picture


অ্যাকশন থ্রিলার হিসাবে Bourne রে তো ক্লাসিক মর্যাদা দেওয়া হয়। গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু দেখা হয় নাই, কাল-পরশু দেইখা ফেলুম আশা রাখি। গতো বছর একটা অ্যাকশন ফিল্ম বেশ ভালো লাগছে জন ট্রাভোল্টা'র ফ্রম প্যারিস উইথ লাভ...

শওকত মাসুম's picture


বর্ণ এর গল্প পুরোনো হলেও এই সিরিজ ধারা বদল করেছে বলা যায়। ব্র্যান্ডিং নিয়ে একটা অনুষ্ঠানে ভারতীয় এক বক্তার অনুষ্ঠানে ছিলাম। তিনিও বলছিলাম যে, জেমস বন্ড তার স্টাইল খানিকটা পালটাতে বাধ্য হয়েছে বর্ণ সিরিজের কারণে।
মিলেনিয়াম সিরিজ দেখেন। যৌন নির্যাতন একটা মানুষের উপর কী প্রভাব ফেলে সেটি খুব ভালভাবে এসেছে সিরিজটায়। একদমই নতুন ধরণের থ্রিলার।

আশফাকুর র's picture


বর্ন সিরিজ টা জটিল। থ্রিলার হিসেবে আমার খুব প্রিয় জনি ডেপের ফ্রম হেল। হালকা মজার একটা থ্রিলার দেখলাম-হট ফাজ। খুব মজা পাইসিলাম।

শওকত মাসুম's picture


হট ফাজ দেখি নাই। ইন ব্রুজ দেখতে পারেন।

শাপলা's picture


বস, ম্যাট ডেমনরে আমি অত্যাধিক ভালা পাই। Tongue Tongue Tongue

শেয়ার করার জন্য ধইন্যা পাতা ধইন্যা পাতা ধইন্যা পাতা ধইন্যা পাতা ধইন্যা পাতা

১০

শওকত মাসুম's picture


চুপিচুপি কন। গ্রিন জোন দেখছেন?

১১

একজন মায়াবতী's picture


মাসুম ভাই এগুলো কি আপনার ১০ টাকার কালেকশান? Big smile

১২

রাসেল আশরাফ's picture


মায়াবতীর একি মাসুম প্রশ্ন?? Tongue Tongue

১৩

একজন মায়াবতী's picture


মাসুম ভাই একটা পোস্টে বলছিলেন যে ১০ টাকা করে ভাইয়া ডিভিডি কিনছেন। তাই বললাম আর কি Big smile

১৪

শওকত মাসুম's picture


নারে আফা। এইটা ১০টাকার না। ১০ টাকায়ও কিছু ভাল ভাল ডিভিডি পাইছি। Smile

১৫

রাসেল আশরাফ's picture


থ্রিলার হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। আজ কালের মধ্যে আপনার ওয়ালে চিকা মারার জন্য রেডী হচ্ছিলাম।তার আগেই লিস্ট পেয়ে গেলাম।

মাসুমভাই পাত্থর। Big smile Big smile Big smile

১৬

শওকত মাসুম's picture


মন ভাল করার জন্য থ্রিলারের জুরি নাই।

১৭

সামছা আকিদা জাহান's picture


থ্রিলার আমার খুব পছন্দের। আগে নিজের পছন্দে দেখতাম এখন বাচ্চার পছন্দে সিনেমা দেখি।

১৮

শওকত মাসুম's picture


আমি দুইটাই দেখি।

১৯

মেসবাহ য়াযাদ's picture


বাসার কম্পু নষ্ট। থ্রিলার ছবিগুলো দেখতে মন চাইতেছে... নামগুলো লিখে রাখলাম Big smile

২০

শওকত মাসুম's picture


কম্পু নষ্ট করছেন? ভাবী নাই বাসায়, সেই সুযোগে কত কিছুই না করতাছেন।

২১

টুটুল's picture


কেউ নামানোর লিংকু এড কৈরা দেন না পিলিজ Smile

২২

শওকত মাসুম's picture


এইটা তো রাসেলের কাম।

২৩

ফিরোজ শাহরিয়ার's picture


থ্রিলার ভালোই লাগে। খারাপ না।

২৪

শওকত মাসুম's picture


খারাপ না? Sad

২৫

হাসান রায়হান's picture


দুই দিনের হররতালে তিন্টা ছবি দেখলাম।
- মোঙ্গল
- প্রিটি ওম্যান
- স্লিপিং উইথ দ্যা এনিমি

২৬

শওকত মাসুম's picture


বাহ, এক ধাক্কায় তিনটা? কোনটা ভাল লাগছে বেশি?

২৭

হাসান রায়হান's picture


প্রিটি ওম্যান।

২৮

শওকত মাসুম's picture


এখনো ওম্যান দেখা শেষ হইলো আপনার?

২৯

মীর's picture


মাসুম ভাই....................... Big smile Cool Party গুল্লি Stare Smile Day Dreaming Smile

৩০

শওকত মাসুম's picture


দেখছেন?

৩১

ভাস্কর's picture


মিলেনিয়াম ট্রিলোজির দুইটা দেখলাম গতো দুইদিনে। ধন্যবাদ মাসুম ভাই, আগে অনেকে কইলেও দেখার ইচ্ছা তৈরী হয় নাই। আপনের মন্তব্য পইড়াই দেখলাম। একটা অ্যকশন থ্রিলার যে সম্পর্কের রাজনীতিরেও ডিফাইন করতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ এই ছবি গুলি। উপভোগ করছি বেশ...

৩২

শওকত মাসুম's picture


শেষ পর্বটাও দেখেন। তা না হলে পূর্ণাঙ্গ হবে না।

৩৩

মুক্ত বয়ান's picture


বর্ন সিরিজটা একটা দুর্দান্ত থ্রিলার সিরিজ। থ্রিলার ভক্তদের জন্য একটা মাস্ট সি। আপনে তো দেখি ছুটিতে ব্যাপক মাস্তি মুডে আছেন ভাইয়া!!! Smile Smile

৩৪

শওকত মাসুম's picture


আরে না, বাচ্চাদের পাহারা দিতে হয় এখন।

৩৫

চাঙ্কু's picture


বর্ন সিরিজটা আসলেই একটা কঠিন থ্রিলার সিরিজ। মিলেনিয়াম সিরিজের মুভিগুলার নাম দেখেই কেন জানি দেখার আগ্রহ জাগে নাই।

৩৬

রাসেল আশরাফ's picture


দিলাম লিঙ্কু লাগাইয়া।

The Bourne Identity

The Bourne Supremacy

The Bourne Ultimatum

The Girl with the Dragon Tattoo
The Girl Who Kicked the Hornets' Nest
The Girl Who Played with Fire

৩৭

তানবীরা's picture


আমি উপ্রের কোনোটাই দেখি নাই

সাংবাদিকরা এমনে থ্রিলার দেখে বলেই সংবাদের এই অবস্থা Sad(

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।