ফাও প্যাচাল
পড়াশোনায় মন বসাতে পারি না ইদানিং , পারি না মানে একদমই না। ভার্সিটিতে বিশাল রিসার্চ বিল্ডিংয়ের উদ্বোধন হয়েছে জানুয়ারীতে। সেখানে নিজের একটা অফিসরুমও বরাদ্দ পেয়েছি, কিন্তু আসা হয় না এই রুমে।ধুলোর স্তর জমে যেত বাংলাদেশ হলে, এখানে পরিচ্ছন্নতা কর্মীরা মাঝের ৬ টি মাস রুম খুলে পরিচ্ছন্ন করে গেছে বলে আগের মত তকতকেই রয়ে গেছে । দিন দুয়েক আগে সিদ্ধান্ত নিলাম সকাল সকাল রুমে চলে আসব । আসার পর ভালই লাগছে , একটা দেয়ালের পুরোটা কাঁচের , সেখান থেকে শহরের অনেকটা অংশ দেখা যায় । খানিক দূরেই বিশ্বের সবচেয়ে বড় ঢেকে রাখা স্টেডিয়াম। এসব দেখে আগডুম বাগডুম করে দু'দিন সন্ধ্যা হয়ে এল। পড়াশোনা জিনিসটা আর হবে কিনা কোনদিন কে জানে
ভার্সিটিতে এবার প্রোগ্রামিং কোর্সে টিচিং অ্যাসিস্টেন্ট হিসেবেও কাজ করতে হচ্ছে । আজ কাজের কাজ বলতে ৩০ টা স্টুডেন্টের অ্যাসাইনমেন্টের খাতা দেখেছি। একজন স্টুডেন্টের জমা দেয়া কাগজে সম্ভবত এর আগেও অন্ত:ত দু'বার অ্যাসাইনমেন্ট জমা দেয়া হয়েছে। পুরনো লেখার এই চিপায় , সেই চিপায় লাল কালি দিয়ে দাগ টেনে বক্স বক্স করে সামান্য জায়গা বের করে সেসব জায়গায় অ্যাসাইনমেন্ট করে এনেছে। খাতা দেখতে গিয়ে মেজাজটা খিঁচড়ে যাচ্ছিল বারবার। শেষ পাতায় দেখলাম একটা নোট সেঁটে রেখেছে -- "I am into re-cycling papers , if it bothers you please let me know" । বিরক্তিটা নামিয়ে রাখলাম, সত্যিই যদি মেয়েটা এমন করে ভাবে , তাকে সেই কাজের সম্মানটুকু দিতে ইচ্ছে হল।
প্রথম আলোর ফিচার পাতায় পড়ছি ইউএস ওপেনের রিভিউ , ২৭ এ শুরু স্টোসুরের। দেখে অবচেতন মনেই ভাবছি -- "অনেক বুড়ো বয়সে"।কে জানে , হয়ত এ কারণেই কিনা , স্টোসুরের ছবিটার দিকেও ফিরে চাইলাম না।অন্য সময় হলে এভাবেই শেষ হয়ে যেত , কিন্তু আজ হঠাৎই নিজের বয়েসটাও মনে পড়ে গেল। হায়রে , অন্য কারও বয়েস ২৬/২৭ হলে কত বুড়ো লাগে , নিজেকে সে জায়গায় ভাবতেই পারি না।
ভার্সিটিতে এলে যে কাজটা সবচেয়ে বেশি করি , সেটা হল খাওয়া দাওয়া। ভেন্ডিং মেশিন থেকে অনবরত কোক , চিপস বের করতে ছুটে যাই। এদেশের খাবারে ভেজাল নেই , পুষ্টিটা একদম ঠিকঠাক অনুভূত হচ্ছে ইদানিং। নিজেকে অনেক প্রবোধ দিয়ে দিন চারেক হল ক্রেডিট কার্ড , ডেবিট কার্ড ঘরে রেখে আসি। তারপর ক্যাম্পাসে এসে তন্ন তন্ন করে ব্যাগের পকেটে ক্যাশ খুঁজি। আগের তিনদিন ক্যাশের দেখা মিলতেই হজম করে ফেলেছি । দুপুরে হঠাৎই পেট মোচড় দিতেই ফ্রায়েড ফিশ খেতে যাবার ডিসিশান নিয়ে ফেললাম। সমস্ত পকেট খুঁজেও একটা কড়ির সন্ধান মিলল না । মন খারাপ , মেজাজ খারাপ ...... এতদিনে যা চেয়েছিলাম , সেটার উদ্দেশ্য সফল হয়েছে ।
১৯ সেপ্টেম্বর
টেক্সাস
পোস্টের কি গুঢ় কোন অর্থ আছে নাকি শুধুই ফাও?
এতদিনে যা চেয়েছিলাম , সেটার উদ্দেশ্য সফল হয়েছে
কি সেটা ?
পোস্টের কি গুঢ় কোন অর্থ আছে নাকি শুধুই ফাও?
মন্তব্য করুন