দিনলিপি (পোকা সমাচার)
আমার রুমটা এমন একটা রুম যে রুমের ভিতর বসে থাকলে
বাহিরে রাত নাকি দিন তাহা বুঝা গবেষণা মূলক কাজ!বহুত ভাবনা
চিন্তা করে ডিসিশন নিতে হয় বাহিরে কি এখন রাত নাকি মধ্য
দুপুর!
দুইটা জানালা আছে!এখন আবধি বুঝে পাই নাই জানালা দুইটার
কাম কি!মাইনকার চিপার মত দুই বিল্ডিং এর মাঝে জানালা!জানালা
দুইটা দিয়া না আসে এক ফোটা বাতাস,না আসে এক ফোটা
রৌদ!তবে মাঝে মাঝে দু এক ফোটা বৃষ্টির জল আসে!
কেম্নে আসে তাহা বুঝা আমার কম্য নহে!
যেহেতু আমি পাক্কায় ঘুমাই!(লালন অনেক জোর করছে
খাট কিনতে!বেচারার পাক্কায় ঘুমাইতে ভাল লাগে না! :3)
সেহেতু আমার ঘরে পোকামাকড়ের অভাব নাই!
কি নাই ঘরে!তেলাপোকা, বিছা,বিচ্ছু,কেঁচো,
পিঁপড়ার আস্তানা!প্রত্যেক দিনই তাদের কেউ না
কেউ পক্ষাঘাতে মারা যায়! কখনো বা ঝাড়ুর আঘাতে!!
তবে এরা ভদ্র স্বভাবের!কামড়ায় নাহ! চলে যাচ্ছে দিন
তাদের সাথে করেই.....
(শুদ্ধ বাংলা ব্যাবহার না করার জন্য দু:খিত)
পোকা-মাকড় ভাল জিনিস। কয়েকটারে পোষ মানানোর চেষ্টা করে দেখতে পারেন।
তেলাপোকা কে নিয়মিত বিস্কুট দেই!খেয়ে উড়া উড়ি করে চলে যায়।
অনেকদিন পর তোমার লেখা পড়লাম । ভালো হয়েছে
বিশাল এই সমুদ্দুর এ খড়কুটো ধরে বেচে থাকার চেস্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। ধন্যবাদ
মন্তব্য করুন