টেকনোলজি ও সবুজ কোক
ফেসবুক বন্ধ থাকার কারণে যদি দেশের একটা মানুষ খুশি হয়ে থাকে, তাহলে সেইটা ছিলাম আমি কারণ ভাবছিলাম অন্তত এই কারণে দুই-চারজন ব্লগার এইদিকে পদধূলি দেবে
যাই হোক, সেই আশার গুড়ে বালি পড়ছে। এক মেসবাহ ভাই আর এক টুটুল ভাই ছাড়া কারও দেখা পাই নাই
অবশ্য আমার আলোচনার বিষয় সেটা না। আমার আইজকার বিষয় হৈল টেকনোলজি কেউ কি জানে ব্লগে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিছে?
যার মধ্যে অন্যতম ও একমাত্র হৈল গিয়া, বিগড়ানো ছবি আপলোড করার যন্তর মন্তর।
আমি কয়েকবার ছবি আপলোড করার চেষ্টা করে দেখলাম, কিছুই হয় না ফটোব্লগ টিউটোরিয়ালে ঢুকে দেখি লেখা আছে কিন্তু ছবি নাই
ছবি মুছে যাওয়ার বিষয়টা দেখে মনে হইলো, এইভাবে যদি লেখাও মুছে যায়, তাহলে তো বিরাট সমস্যা
সেইখান থেকে মনে আসলো, ব্লগের ব্যাকআপ নেয়ার বিষয়টা। এইখানে আমার অনেকগুলো লেখা আছে। কোনোভাবে কি সেগুলার ব্যাক-আপ নিয়ে নিজের কাছে রাখা সম্ভব? কোনো পরহেজগার স্যরি পরোপকারী বান্দা কি আছে, যে এই ব্যাপারে আলোকপাত কইরা দোজাহানের অশেষ নেকী হাসিল করতে ইচ্ছুক? তাকে অবশ্যই সবুজ কোক খাওয়ানো হপে
আর ব্যানারটার তো ঝুলতে ঝুলতে প্রায় ত্যানা ত্যানা অবস্থা নতুন একটা ব্যানার যদি টাঙানো যাইতো কিংবা পুরান কোনো ব্যানার যদি নতুন করে টাঙানো যাইতো, তাইলেও মনে হয় একটু চেঞ্জ আসতো। মডু সাপ আবার বৈলেন্না যে, নতুন ব্যানার পান্না
আমি বহুত আগে দুইটা ব্যানার পাঠাইছিলাম। সেগুলা আইজতক টাঙানো হয় নাই। ধইরা নিছি, সেইগুলা জাতের হয় নাই। তারপরও তো নাই মামার চেয়ে কানা মামা ভালো, তাই না?
আর প্রাগৈতিহাসিক ইমোগুলার ব্যাপারে কিছুই কৈলাম না। এমনকি, মন্তব্যের ঘরে টেক্সট কোট করার পর রিচ টেক্সট এনাবল করলে যে, যাই লিখি বা যেই ইমোই দেই সেইটাও ওই কোটেশনের মধ্যে ঢুইকা যায়; সেই ব্যাপারেও কোনোকিছু বল্লাম্না।
বইলা লাভটা কি? তাই না?
---
রইন্না কই?
অ.ট. সবুজ কোক জিনিষটা কিরাম?
সবুজ কোক জিনিসটা এখনও টেস্ট করি নাই। দেখতে সেক্সি লাগে বাট আইডিকে...
আছি

বিষয় গুলা দেখতেসি
সমালোচনা করলে যদি মডু সাবের দেখা পাওয়া যায় তাহলে তো সমালোচনা করাই ভালো
আবার দেখেন কতদিন পরে মডুসাপ আসে
ব্লগারদেরই আসার খবর নাই আর মডু সাপ তো সাপই
না মানে সাব আর কি 
রনি ভাই, এখনও কোনো ছবি আপলোড করতে পারতেসি না
উপস্হিত
ফিলেন ডাঙ্ক
কী সমিস্যা?
সবুজ কোক খাইতে কিরাম সিটা নিয়া একটা পোস্ট দেন তো!
মিরভাইয়ের ব্যানার টাঙান হউক, ভুট দিয়া গেলাম।
মন্তব্য করুন