ইউজার লগইন

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

bir sreshtho.jpg

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র ভূমিষ্ট হয়। বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা। এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ। মাতৃভুমির কপালে বিজয়ের লাল টিপ পড়াতে লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, হাজারো মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা।

অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে যে স্বাধীনতা, আমরা পেয়েছি যে বিজয়... সেই বিজয় অর্জনের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলো এদেশেরই কিছু মানুষরূপী নরপশু। বিজয়ের ৩৯ বছর পরও সেই নরপশুদের বিচার হয়নি। লাখো শহীদের রক্তে আর মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে কেনা আমাদের মাতৃভুমি বাংলাদেশে যুদ্ধাপরাধীরা আজও বসবাস করে। এ লজ্জা আমাদের, এ অপমান আমাদের মায়ের মতো দেশের।

আসুন আজ আমরা শপথ নেই, মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর জায়গা হবে না। যুদ্ধাপরাধীদের বিচার চাই।

আমরা বন্ধু ব্লগের ব্লগার, পাঠক এবং এর শুভানুধ্যায়ীদের জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।

পোস্টটি ৩৮ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর জায়গা হবে না।

মীর's picture


মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর জায়গা হবে না।

রাসেল আশরাফ's picture


মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর জায়গা হবে না

জ্যোতি's picture


মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর জায়গা হবে না।

লিজা's picture


"আসুন আজ আমরা শপথ নেই, মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর জায়গা হবে না। যুদ্ধাপরাধীদের বিচার চাই।"
মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।

আরাফাত শান্ত's picture


মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে

আবদুর রাজ্জাক শিপন's picture


বিজয় দিবসের শুভেচ্ছা ।

বাংলা মায়ের বুকে যুদ্ধাপরাধী কিটগুলোর পাথর পদাঘাত না থাকুক !

নাজমুল হুদা's picture


"বিজয় অর্জনের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলো এদেশেরই কিছু মানুষরূপী নরপশু।" এদেরকে পশুর সাথে তুলনা করলে পশুদের অপমান করা হয় । এসকল যুদ্ধাপরাধী ঘৃণা জাগায়, এদের জায়গা এ দেশের মাটিতে হবে না ।

তানবীরা's picture


আজকে মহান রাজাকার সালাহউদ্দিন কাদের চৌধুরী ধরা পরেছেন। এই তথ্যটা থাকুক এই পোষ্টে।

১০

বোহেমিয়ান's picture


মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর জায়গা হবে না।

১১

মাইনুল এইচ সিরাজী's picture


মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর জায়গা হবে না।

১২

মীর's picture


প্রিয় মডু, আপনে নিশ্চই এখন ফার্স্ট পেইজের একটা পোস্ট সরাবেন। কোন পোস্টটা সরাবেন সেটাও নিশ্চই জানি। বাট য়ু শুড নট। আপনাকে যে কথাটা পূর্বে বলা হয় নাই, আপনে অত্যন্ত বেরসিক একটা লোক। ধন্যবাদ।

১৩

লীনা দিলরুবা's picture


বেরসিক কাজ কর্ম দেইখা মেজাজ খারাপ হৈল।

১৪

মীর's picture


থাক মডুদেরকে একটু বেরসিক হইতেই হয়। তবে এখন পোস্টকারী একটা ব্যাখ্যা চাইসে। আমি ওয়েট কর্তেসি সেই ব্যাখ্যাটার জন্য। দেখা যাক কি হয়!
আপনারে সকালবেলা একটা কুশ্চেন জিজ্ঞেস করছিলাম। Crying

১৫

লীনা দিলরুবা's picture


জায়গা আর সময়মত উত্তর দিবো Smile

১৬

জ্যোতি's picture


যে উত্তর দিছে দেইখা পুলকিত হলাম। বহুদিন আগের সামুর মডুর আচরণের কথা মনে পড়লো। হুদাই মেজাজ খারাপ করতে আজ ব্লগে ঢুকলাম। এই কি আমাদের ভালোবাসার ব্লগ? বিজ্ঞ মডুদের জন্যই শুধু ব্লগ থাকা উচিত।

১৭

লীনা দিলরুবা's picture


সহমত।

১৮

রাসেল আশরাফ's picture


আমাদের ভালোবাসায় কেনা আমরাবন্ধুতে কোন বেরসিক মডুর জায়গা হবে না। Crazy Crazy

১৯

মাহবুব সুমন's picture


পেসিবাদী মডুকে কুলবালিশ দিয়ে ফিডানো হউক

২০

রাফি's picture


এই পোষ্ট যে পেছন থেকে তুলে এনেছে তাকে অনেক ধন্যবাদ। কারন পোষ্টে বীরশ্রেষ্ঠদের পরিচয়ে ভুল আছে। নীচের ছবি দেখেন, এইখানে সঠিক পরিচয় দেয়া আছে।
Birshrestho, bangladesh, google

অর্থ্যাৎ

ছবির বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হবেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
ছবির বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ হবেন বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ
ছবির বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ হবেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
ছবির বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হবেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ
ছবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হবেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল

দুর্ভাগ্যজনক ভাবে অনলাইনে এই ভুল পরিচয় সম্বলিত বীরশ্রেষ্ঠদের ছবি সয়লাব, কিভাবে শুরু হলো কে জানে, কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক ওয়েবসাইটও এই ভুলকে বহন করে চলেছে।

২১

রাফি's picture


মডু সাব, পারলে ছবিটা দৈর্ঘ্য-প্রস্থ ঠিক করে দিয়েন। Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.