ওয়াশিকুরের খুনীদের ফাঁসি চাই
এ বছরের ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ রায় ও বন্যা আহমেদের ওপর আক্রমণের পর আজ ৩০শে মার্চ ২০১৫ সকালে ধর্মীয় মৌলবাদিদের হামলায় ব্লগার মোঃ ওয়াশিকুর রহমান বাবু নিহত হলেন। ওয়াশিকুর রহমান অনলাইনে বেশি কিছুদিন ধরেই লেখালেখি করছিলেন।
বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই ও খুনীদের ফাঁসি দাবি করি।
আমরা আরো আশা করি, সরকার লেখালেখির পরিবেশ নিশ্চিত করাসহ জননিরাপত্তা বিষয়ে আরো দৃশ্যমান ও জোরদার পদক্ষেপ নেবে। ইতিপূর্বে একই ধরনের হামলায় নিহতদের বিচারপ্রক্রিয়া মন্থর গতিতে চলার কারণে এবং এ যাবত আটক হামলাকারীদের শাস্তি দৃশ্যমান না হওয়ার কারণে এ ধরনের হামলা চালানোতে মৌলবাদি জঙ্গিরা উৎসাহ পাচ্ছে বলেও আমরা মনে করি।
বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্স মত প্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে সমাজের সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই ও খুনীদের ফাঁসি দাবি করি।
কোপানোই যখন সংস্কৃতি
চাইনা তবে নিষ্কৃতি
মার্কা হোক চাপাতি
থামলো কলম, নিয়তি
ভিন্নমতের এই পরিণতি
মুমিনগণ, শান্তি ওম শান্তি!
মন্তব্য করুন