আর কতকাল তুমি বেদনায় নীল হয়ে সব ব্যথা যাবে সয়ে
আধারের বুক চিরে শ্যামলী ব-দ্বীপ ঘিরে প্রত্যয়ী সূর্য ওঠে
শিশির কনার হাসি ফুটে ওঠে রাশি রাশি ঐ দেখ সোনার মাঠে
আর কতকাল তুমি বেদনায় নীল হয়ে সব ব্যথা যাবে সয়ে
জেগে ওঠো বাংলাদেশ আগুনের ফুল হয়ে
বেজে ওঠো বাংলাদেশ দীপ্ত শপথ লয়ে
মানুষের এই শোক যাতনায় ভাঙ্গা বুক বারবার দেখেছ তুমি
বেদনার মেঘমালা বৃষ্টি হওয়ার পালা হে আমার জন্মভুমি
আর কতকাল তুমি দুখের দহন সয়ে তিলে তিলে যাবে ক্ষয়ে
জেগে ওঠো বাংলাদেশ আগুনের ফুল হয়ে
বেজে ওঠো বাংলাদেশ দীপ্ত শপথ লয়ে
মানুষের ভেজা চোখে উষ্ণ সতেজ বুকে মুক্তির সেই বারতা
মুক্ত বাঁধনহারা সংগ্রামী জনতারা হে আমার স্বাধীনতা
আর কতকাল তুমি কাঁদবে একাকী একা সোনালী স্মৃতি বয়ে
জেগে ওঠো বাংলাদেশ আগুনের ফুল হয়ে
বেজে ওঠো বাংলাদেশ দীপ্ত শপথ লয়ে
আমার মাথার পরে মমতার ডালা ভরে হাত রাখো হে জননী
কোন এক কাক-ভোরে রাখালি বাঁশির সুরে বেজে ওঠো বঙ্গভুমি
লাল-সবুজের এই পতাকাটা উড়বেই এভারেস্ট চূড়া ছুঁয়ে
জেগে ওঠো বাংলাদেশ আগুনের ফুল হয়ে
বেজে ওঠো বাংলাদেশ দীপ্ত শপথ লয়ে
মন্তব্য করুন