ইউজার লগইন

মায়া জালে বন্দী

মায়া জালে বন্দী হইয়া সাধের জীবন গেল বইয়া
একদিন যা ছিল আপন সবই হইব পর
ও আমার রঙিলা কইতর (২)

সোনার ময়না খুঁইজা খুঁইজা কাটাইলা দিন চক্ষু বুইজা
মাটির ময়না কাইন্দা মরে অন্তরের ভিতর
ও আমার রঙিলা কইতর (২)

যেইদিন পাখি যাইব উইড়া সোনার শিকল রইব পইড়া
আপন কইরা নিব তোমায় সাড়ে তিন হাত ঘর
ও আমার রঙিলা কইতর (২)

সেইদিন তোমার চক্ষু দিয়া দুখের নদী যাইব বইয়া
নিঠুর খাঁচায় পরান ভইরা কাইন্দো জনমভর
ও আমার রঙিলা কইতর (২)

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মোহাম্মদ কামরুল ইসলাম's picture

নিজের সম্পর্কে

জন্ম : ৪ ডিসেম্বর, লক্ষ্মীপুর,
পড়াশুনা: গনযোগাযোগ ও সাংবাদিকতা (ঢাকা বিশ্ববিদ্যালয়),
কাজ : বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ,
পদ : উপ-পরিচালক,
বিয়ে : হ্যাঁ,
সন্তান : ফারিয়া তাহসীন রাইসা
স্ত্রী : সামস উন নাহার বিথী
সখ: টিভি নাটকের স্ক্রিপ্ট লেখা,
নিত্য সঙ্গী : ছড়া,
ভালোবাসা : কবিতা,
আত্মার খাদ্য : সঙ্গীত।
এখানে এসেছি সাহিতপ্রেমীদের সাথে লেখালেখির আনন্দ ভাগ করে নিতে