বৈশাখী
সকাল থেকে এক দুয়ে সব গুণে রাত্তিরে সব হিসেব কষার কাল,
কী হল ঠিক? ভুল বা হল কীসে? কী হলে বেশ খুশির হত হাল!
হয়নি কী? বা কী-ই বা করা যেত? কার কী গেছে কিসের অভিলাসে?
সহজ নাকি কঠিন সময় সময় গেল? কে গিয়েছে? রইল কে বা পাশে!?
এত্ত হিসেব করার চেয়ে যদি মুহূর্তটা কাটত যদি ঠিক,
যখন যেথায় যার পাশটায় আছি 'ভাল'র ঘরে পড়ত যদি 'টিক',
মানুষগুলো কিংবা মানুষ কোন, এক্কেবারে কাছেই, যে বা যাঁরা,
ছোট্ট কতক স্বপ্ন নিয়ে আছে, এই তাকানোয়, কথায় নতুন ধারা,
ঘুরঘুরিয়ে কেবল ফিরে এসে 'কেমন আছ'র পরশ গায়ে'র 'পরে,
'করছ কী বা' শব্দবিহীন ঠোঁটে 'এইত আছি'র জানান দেয়া ঘরে,
কেবল যদি সেই সে সময়টুকু একটু হাসি শব্দে সেজে দিয়ে,
অব্যক্ত সব 'চাইছি-ভাল-শুধু'র শুভেচ্ছাতে মুখর করে নিয়ে,
যায় জানানো 'এইখানেতেই আছি' কিংবা 'আসি! নতুন কোন কাজ?,
'সাগর সেনের গান শুনে গে বরং' কিংবা 'হুকুম! হে জাঁহাপন! আজ-!'
একটা দিনও হয় না এতটুকু নতুন কি বা অন্যরকম কিছু,
একটা দিনও যায় না ভবিষ্যতে, গপ্পো ঠেলে ফের ধরে না পিছু,
তফাত কেবল ইচ্ছে দেখার চোখে তফাত কেবল এই আমাদের মনে-
ইচ্ছেগুলো সুতোয় নিলে বেঁধে 'বিশেষ' যত খেলত প্রতি ক্ষণে!
নতুন বছর নতুন মনের খোঁজে দিক আমাদের নতুন দেখার স্বাদ,
ছোট্ট যত অমৃত সব মিলে কেবল মেটাক শান্তি-সুখের সাধ!
শুভ নববর্ষ!!!
(পুরো দেশে গতকাল ১৪ই এপ্রিল সবাই মিলে 'পয়লা বৈশাখ' পালন করলাম আমরা। আজ দোসরা বৈশাখ। পঞ্জিকা মতে কিন্তু আজই পয়লা। সেই যে, হালখাতা আর অন্যান্য যা কিছু সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলি, সব কিন্তু হয় পঞ্জিকা দেখে।
অনেক পুরানো ইস্যু। অনেক লেখালেখি হয়েছে নিশ্চয়ই এ নিয়ে। একটু জানতে ইচ্ছা হচ্ছে। ভাল লেখা যদি থাকে, শেয়ার করার অনুরোধ করছি।
আমার জানা হল, পাশাপাশি হয়ত আরো অনেকেরই।
শুভেচ্ছা আবারো।)
অনেক দিনের পর!
বরাবরের মতই চমত্কার।
শেষের কথাগুলোর সাথে সহমত।
শুভ নববর্ষ
পড়লেন, তায় আবার জানালেন, সেই জন্য বিশেষ
ছন্দ মিলানো দারুণ লেখা!
শুভ নববর্ষ
(
মন্তব্য করুন