প্রাত্যাহিক
সকাল সকাল বাইরে বেরোই রোজ,
দিন কেটে যায়, আবার ফিরি রাতে,
দিন কেটে দিন এমন দিনও আসে,
হয় না দেখা ঘরের সবার সাথে।
ব্যস্ত ভারি, দিনের কাজের ভীড়ে,
হয় না কথা, আড়াল খোঁজে মনও,
দিন কেটে যায় এমন দিনও আসে,
বেদম ভুলি বিশেষ কোন ক্ষণও।
হঠাত যদি কিছু'র অজুহাতে
মুঠোফোনে কন্ঠ শুনি কারো,
দিন কেটে যায় এমন দিনও আসে,
খুব চেনাদের অচিন লাগে আরো।
চলুক যেমন, যন্ত্রসম 'আমি',
কিংবা আমায় হজম করা 'তাঁরা'-
দিন কেটে যায় এমন দিনও আসে
একের ডাকে দেয় না আরেক সাড়া।
তাও তো ফিরি, নিজের ঠিকানাতে,
আশায় বাঁচি দেখব কেবল ভাল,
জানব সবাই শান্তি নিয়ে আছে,
খুশির চাদর ঢাকছে যত কাল।
অমনি করে হয়ত 'তাঁরা'ও ভাবেন,
দিন প্রতিদিন অপেক্ষাতেই পার,
"সুস্থ থাকুক, ফিরুক নিরাপদে,
এর চে বেশি চাই না কিছু আর।"
লক্ষ মানুষ, হয় 'আমি' বা 'তাঁরা',
এইটুকুনই হয়ত দিনে চাওয়া,
দিন প্রতিদিন এমন দিনও আসে,
এইটুকুনও হয় না মোটে পাওয়া।
শান্তি কিছু, স্বস্তি কিছু সাথে,
সঙ্গে বাঁচার আকাঙ্খাটাই বাঁচে,
দিন প্রতিদিন এমন দিনও আসে,
তাও পুড়ে যায় পুতুলনাচের আঁচে।
খুব বেশি না, অনেক অনেক 'আমি'
কেবল ভাবে আর কিছু না থাকুক,
দিন প্রতিদিন এমন দিনই আসুক,
শান্তি এসে অশান্তি সব ঢাকুক।
জগত ছাড়ার ডাকও যদি আসে,
সে যাওয়া হোক সবার চোখে ভেসে,
আপনজনের বিদায়-পরোয়ানা
রাস্তাঘাটে না জারি হয় যেন,
অন্যকারোর অন্যায়ে দায় হয়ে,
আজরাইলের বিশেষ দূতের বেশে।
মন্তব্য করুন