সব ফুরোবে
সব ফুরোবে।
সকাল সকাল অনিচ্ছাতে ঘুমকাতুড়ে ঘুম তাড়ানো,
ইচ্ছেবিহীন, শরীর টেনে নিত্যদিনের পথ মাড়ানো,
অপেক্ষাতে পথের পাশে চোখ ফেলা আর চুপ দাঁড়ানো,
কানের কাছে গান জড়িয়ে হঠাত করে মন হারানো।
সব ফুরোবে।
ব্যস্ততা। আর বিরক্তিভর রুটিনমাফিক ট্রাফিক ঠেলা,
সুড়কিবোঝাই পথের তোড়ে রিকশা এবং ঝাঁকনি খেলা,
স্কুল ছুটিতে, রাস্তাজুড়ে, তিড়িং বিড়িং হাঁটার মেলা,
ভরকুয়াশায় রোদ পোহানোর তৃপ্তিটানা সকালবেলা!
সব ফুরোবে।
চেষ্টা নামের মুলোর দিকে নিরুদ্দিশে ছোটার তাড়া,
ভুল হল কী খোঁজার নামে আঙ্গুল তাক আর বলার ধারা,
ভুল করে তা চাপার তাকিদ, আর অকারন সঙ্গছাড়া,
বিশ্বাসে ভর করার আগেই অবিশ্বাসে দৃষ্টিহারা।
সব ফুরোবে।
স্বার্থ বুঝে দায় এড়ানো, পাশ কাটানোর চেষ্টা,
দোষ গেয়ে খুব শুকনো গলা, তাই মেটাতে তেষ্টা
শুরুর শুরু বোঝার আগেই গপ্পে টানা শেষটা,
এক চুমুকের চায়ের সাথের দুরন্ত সন্দেশটা!
সব ফুরোবে।
পিড়াপিড়ি। মন খারাপী। অপ্রয়োজন রাগ অনুরাগ।
যোগ বিয়োগ। আর মধ্যিখানে কল্পকথার অলংঘ্য দাগ।
সব পূরণের যাঁতাকলে নানান রকম গুন কি বা ভাগ,
খুব অসহায়, অপ্রকাশে অস্বস্তিকর ক্ষোভ কি বা রাগ!
সব ফুরোবে।
সন্ধ্যারাতে জাল বিছিয়ে বিচিত্র সব মানুষ দেখা,
কানকথা বা শব্দে হঠাত ঠোঁটের কোনে হাসির রেখা,
কান বুজে আর চোখ বাঁচিয়ে যন্ত্র হয়ে বাঁচতে শেখা,
অর্থবিহীন, অর্থ ঘিরে, শব্দ খুঁজে চিন্তা লেখা।
সব ফুরোবে।
দিনের শেষে পথ কোনদিন অবিশ্রামে ঘুরোবে,
শান্তি মিলুক, আর না মিলুক, প্রাণটা ঠিকই জুড়োবে,
সময় গাড়ির চাকায় করে সমস্তটাই পুরোবে।
থাকবে সবাই। আশে পাশে। কারোর সময় ফুরোবে।
ভাল লেগেছে।
মন্তব্য করুন