ইংরেজির প্রতি ভালোবাসা, বাংলার সাথে প্রেম!
আমি জানি, যারা এই মুহূর্তে এটা পড়তে আসলেন, ভাবছেন এই বুঝি ইংরেজি-বাংলার ক্লাস শুরু হয়ে গেলো! না, এই কথা বলতে আসিনি, বলতে চাচ্ছি আমাদের অনেকেই আছেন যারা জীবনের (মূলত ছাত্র জীবনের) এমন কিছু কাল পার করে এসেছি যখন মুখস্ত করা মনে রেখে পরীক্ষায় খাতা ভরে দিয়ে পাশ করার চিন্তায় ছিলাম অনেকটা সময়েই। আমিও এর বাইরে ছিলাম না কোনোভাবেই।
নবম শ্রেণী*তে থাকতে আমি এমনি ছিলাম। দশম শ্রেণি থেকেই আমার পরিবর্তন হতে থাকে, যার ফলশ্রুতিতে আমার বাংলা আর ইংরেজির প্রতি প্রেম-ভালোবাসার জন্ম হয়, আর সেই প্রেম এখনো অটুট রয়েছে আমার সবটা জুড়ে।
*(ঐসময় বানান টা ঈ-কার দিয়ে লেখা হলেও বর্তমানে কিন্তু ই-কার দেয়া হয়)
তার পরেও অনেক কিছুর প্রেমে পড়লেও এই ভাষা দুটোর প্রেম-ভালোবাসা থেকে বের হতে পারি নি, তাই এই প্রায়-বুড়ো বয়সেও অফিসে বসে কাজের ফাকে লিখছি বাংলা ব্লগ (এখানে প্রথম লেখা) আর যাচাই করছি নিজের ইংরেজি শব্দ জ্ঞান।
বাংলায় লিখি অনেক, তার প্রায় সবটাই অনলাইনে। ইংরেজির চর্চাটা কাজের সাথে সাথে অন্যকে শেখানোর সাথেই বেশী সম্পর্কিত। আমার জানাতে আর শিখতে উৎসাহিত করতে ভালো লাগে।
একটা ওয়েবসাইট নিয়ে বলতে এসেছিলাম। যেটা অনেক বেশী ভালো কিছু সুবিধার সমন্বয়ে আমাকে প্রতিটা দিন অবাক করছে, জানানোর জন্য উন্মাদনা বাড়িয়েই দিচ্ছে। ওয়েবসাইটটা ইংরেজি শব্দ-চর্চার সাথে সম্পর্কিত।
http://www.vocabulary.com/
এখানে একবার গেলেই দেখবেন আপনাকে টেস্ট করা শুরু করবে। এটা প্রথম মজা। তবে, এটাকে আরো ফলপ্রসূ করতে হলে আগ্রহ নিয়ে সাইন-আপ করে ফেলুন। কম্পিউটার থেকে না করলে আসল মজা পাবেন না। নিজের একাউন্ট করা অনেক সহজ। করলেই আসল সুবিধাগুলোর সবকিছুই আপনার নাগালে আসবে।
স্বল্প কথায় এর সুবিধা গুলো বলিঃ
১। বারবার একই শব্দ সামনে ঘুরেফিরে আসে, যতক্ষণ না ওই শব্দ আপনার শেখা না হয়।
২। নিজের মতো শব্দের তালিকা করে সেগুলো অনুশীলনের সুযোগ অফুরন্ত।
৩। আপনাকে ট্র্যাকিং করবে, কোনো শব্দ পরিপূর্ণভাবে শেখা হয়ে গেলে দেখবেন সেই শব্দের মাস্টার এওয়ার্ড দেবে, মজা পাবেন, আরো বেশী বেশী এওয়ার্ডেড হতে মন চাইবে।
৪। পয়েন্ট দিয়ে আপনাকে মজা দেবে, অনেক পয়েন্ট বাড়াতে ইচ্ছে করবে, যা আসলে আপনাকে শব্দের সাথেই খেলতে উৎসাহিত করবে।
৫। ইংরেজি লেখা পড়তে কষ্ট হয়? যে কোনো লেখার অংশ বা পুরো লেখাটাই এখানে এনে দরকারি শব্দগুলো বাছাই করে সেগুলো শিখতে পারবেন সহজেই। (যেমন ডেইলি স্টার থেকে কোনো কলাম এনে এই ওয়েবসাইটের নির্ধারিত স্থানে পেস্ট করবেন, নিচের অপশন গুলো দেখবেন, যেমন চাইবেন তেমনি করতে পারবেন। যে কোনো সময় এগুলোর সাথে খেলা করতে পারবেন।
৬। বার বার এখানে ফিরে আসলে মোটেও ক্ষতি নেই, বরং মজার সাথে পড়তে পারবেন। যে কোনো সময়, যখন তখন, তবে ইচ্ছেটা থাকা চাই কিন্তু!
আর হ্যা, আমি অফিসে। কাজ করছিলাম, আর ফাকে ফাকে নিজেকে এই ওয়েবসাইটে টেস্ট খেলায় মেতে রাখছিলাম। কাজে ব্যাঘাতের চেয়ে বরং এটা আমার একঘেয়েমি ভাব থেকে আমাকে বের করে নিয়ে আসে, যা আমার ভালোই লাগে। আরো বলি, এখানে এমন অনেক সুবিধা আছে যা আমি লিখতে গেলে অনেকটা সময় লেগে যাবে, বড়সড় একটা রচনাও হয়ে যেতে পারে। এমনিতেও কম বড় হয়নি। টাইপিং স্পিড কম হলে খবরই ছিলো আমার।
আপনার হয়তো অনেক শব্দ জানা, কিন্তু এটাও নিশ্চয়ই জানা আছে যে ইংরেজি/বাংলা শব্দ অনুশীলন না করলে তা মাথায় থাকেনা, সময়ে সামনেও আসতে চায় না। পারঙ্গমতা আনতে আপনাকে এদের সাথে নিয়মিত ডেটিং করতে হবে, এদের ভালোবাসতে হবে, এদের সাথে বাইরে ঘুরতে যেতে হবে, জায়গামতো সাক্ষাৎ করতে হবে। আশা করি বুঝতে পারছেন।
ওয়েবসাইটে যান, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। খুশি হবো।
আরো লিখবো সামনে। আপনাদের লেখাও পড়বো।
শুভ কামনা সবার জন্য।
[ লিংকটা আবার দিলামঃ www.vocabulary.com ]
মন্তব্য করুন