জ্ঞানী পোস্ট!! - ১
জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।
কাজেই জানার কোন দরকার নাই, খালি দরকারি জিনিসপত্র হাতের কাছে রাখবেন!! সরকার সব দোকানপাটের খোলা-বন্ধের দিন বদলায়ে দিছে। হিসাবে উল্টাপাল্টা হইতারে। তাই, এই নতুন ছুটির দিনের লিস্টিটা দিয়া দিলাম।
- অঞ্চল-১,
-
- শুক্রবার পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ:
- এই অঞ্চলে অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে:
- বাংলাবাজার,
- পাটুয়াটুলী,
- ফরাশগঞ্জ,
- শ্যামবাজার,
- জুরাইন,
- করিমউল্লাহরবাগ,
- পোস্তগোলা,
- শ্যামপুর,
- মীরহাজারীবাগ,
- ধোলাইপাড়,
- টিপু সুলতান রোড,
- ধূপখোলা,
- গেন্ডারিয়া,
- দয়াগঞ্জ,
- স্বামীবাগ,
- ধোলাইখাল,
- জয়কালী মন্দির,
- যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ,
- ওয়ারী,
- আহসান মঞ্জিল,
- লালবাগ,
- কোতোয়ালি থানা,
- বংশাল,
- নবাবপুর,
- সদরঘাট,
- তাঁতীবাজার,
- লক্ষ্মীবাজার,
- শাঁখারীবাজার,
- চানখারপুল,
- বঙ্গবাজার এবং
- গুলিস্তানের দক্ষিণ অংশ।
- অঞ্চল-২,
-
- রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস বন্ধ:
- এই অঞ্চলে অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে:
- রামপুরা,
- বনশ্রী,
- খিলগাঁও,
- গোড়ান,
- মলিবাগের একাংশ,
- বাসাবো,
- ধলপুর,
- সায়েদাবাদ,
- মাদারটেক,
- মুগদা,
- কমলাপুরের একাংশ,
- যাত্রাবাড়ীর একাংশ,
- শনির আখড়া,
- দনিয়া,
- স্বামীবাগ,
- রায়েরবাগ এবং
- সানারপাড়।
- অঞ্চল-৩,
-
- বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ:
- এই অঞ্চলে অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে:
- ইস্কাটন,
- মগবাজার,
- বেইলি রোড,
- সিদ্ধেশ্বরী,
- মালিবাগের একাংশ,
- শাহজাহানপুর,
- শান্তিনগর,
- শহীদবাগ,
- শান্তিবাগ,
- ফকিরেরপুল,
- পল্টন,
- মতিঝিল,
- টিকাটুলী,
- আরামবাগ,
- কাকরাইল,
- বিজয়নগর,
- সেগুনবাগিচা,
- হাইকোর্ট ভবন এলাকা,
- রমনা শিশুপার্ক,
- বিশ্ববিদ্যালয় এলাকা এবং
- নিউমার্কেট।
- অঞ্চল-৪,
-
- মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ:
- এই অঞ্চলে অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে:
- কাঁঠালবাগান,
- হাতিরপুল,
- মানিক মিয়া এভিনিউ,
- রাজাবাজার,
- মণিপুরিপাড়া,
- তেজকুনীপাড়া,
- ফার্মগেট,
- কারওয়ান বাজার,
- নীলক্ষেত,
- কাঁটাবন,
- এলিফ্যান্ট রোড,
- শুক্রাবাদ,
- সোবহানবাগ,
- ধানমন্ডি,
- হাজারীবাগ,
- জিগাতলা,
- রায়েরবাজার,
- পিলখানা এবং
- লালমাটিয়া।
- অঞ্চল-৫,
-
- বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ:
- এই অঞ্চলে অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে:
- মোহাম্মদপুর,
- আদাবর,
- শ্যামলী,
- গাবতলী,
- মিরপুর স্টেডিয়াম,
- চিড়িয়াখানা,
- টেকনিক্যাল,
- কল্যাণপুর এবং
- আসাদগেট।
- অঞ্চল-৬,
-
- রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস বন্ধ:
- এই অঞ্চলে অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে:
- আগারগাঁও,
- তালতলা,
- কাজীপাড়া,
- পল্লবী,
- মিরপুরের একাংশ,
- কাফরুল,
- মহাখালী,
- ডিওএইচএস,
- সেনানিবাস,
- গুলশান,
- বনানী,
- মহাখালী,
- নাখালপাড়া এবং
- তেজগাঁও।
- অঞ্চল-৭,
-
- বুধবার পূর্ণ ও বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ:
- এই অঞ্চলে অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে:
- বাড্ডা,
- বসুন্ধরা আবাসিক এলাকা,
- বারিধারা,
- সাতারকুল,
- শাহজাদপুর,
- নিকুঞ্জ,
- কুড়িল,
- খিলক্ষেত,
- উত্তরখান,
- দক্ষিণখান,
- জোয়ারসাহারা,
- আশকোনা,
- বিমানবন্দর সড়ক এবং
- উত্তরা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত।
লেখার তেমন কিছু পাইতেছি না। পরীক্ষা চলতেছে। আবার না পোস্টাইলেও কিরাম কিরাম জানি লাগে। তাই, একখান কপি-পেস্ট!! তয়, এডিটিং টা নিজে খাইটা খুইটা করছি!!!
আমার অফিস কৈলাম শুক্রবারে বন্ধ........
আপনের অফিসে কি জিনিস কিনতে পাওয়া যায়??

এইটা তো জানি বিপনীবিতানের ছুটির দিনের বন্ধের লিস্টি!!!
ধন্যবাদ! কাজের জিনিশ
তথ্যবহুল পোস্ট-১ নাম দিতে পারতা মুক্ত
আরি.. ধূর ধূর ধূর..
ঐটা তো তাইলে ভালো কথা হইয়া যাইতো.. এইটা তো দিছি শয়তানি কইরা!!!
[কাজের জিনিস হইলে প্রিয়তে রাইখা দেন। =))]
প্রয়োজনীয় পোস্ট...
যারা খালি মার্কেট ঘুরে তাগো লাগবো, মুক্ত কি সেইদলে নাকি, কারে সাথে নিয়া ঘুরো?
অন্টপিক - এগজ্যাম কেমুন চলে
খুবই কাজের পোষ্ট।রেখে দিলাম।গত সপ্তাহে জরুরী কেনাকাটা করতে গিয়া ছেড়াবেড়া এবং বিপদে পড়ছিলাম।
মুক্তরে ধইন্যাপাতা।
বয়ামদা এম্নে কইরা যদি কবে কোন মার্কেটে ডেট মারবেন হেইডাও লিস্টিটা দিয়া দিতেন...আমগো বাগড়া দিতে সুবিধা হইতো
উরে খাইচে রে! এ যে চরম পোস্টু ভ্রাতা!
হুম কামের কাম করছেন মাগার একটু সংশোধনী দরকার - অঞ্চল ৩ ও অঞ্চল ৬ একই দিনে বন্ধ দেখা যাইতেছে। মনে হয় অঞ্চল ৩ - শনিবার - আর রবিবার হবে।
প্রিয়তে রাইখা দিলাম
এই অঞ্চল ভাগের কারণ কি জ্যাম আর ইলেক্ট্রিসিটি? তাইলে পুরাই ফেল।
পোস্টের এডিটিং ভালো হইছে তুমি বড় হইয়া অনেক ভালো এডিটর হইবা
প্রিয়তে
তাও ভাল ,আমগো পলাশী বাজারের কুন সাপ্তাহিক ছুটি নাইক্কা !
মার্কেটের ফডু মডু দিয়া ক্যালেন্ডার বানাইয়া ফালাও...নাইলে মিনিসাইজ প্রিন্টেবল কপি বানাও..হা হা..
ঠিকাছে
ধন্যবাদ! কাজের জিনিস
তথ্যবহুল পোস্ট-১ নাম দিতে পারতেন
আহারে এই পোস্ট আগে ক্যান দেখলাম না তাইলে আমার হাজার খানেক টাকা পানিতে যাইতো না।

মন্তব্য করুন