ইউজার লগইন

হ য ব র ল - ২

১। আজ সারাদিন আকাশ’টা খুব মেঘলা ছিলো, সেই সাথে সারাদিন ছিলো প্রচুর বাতাস। দুপুরেও রুম অন্ধকার দেখে রুমের জানালা খুলে দিলাম। ঠান্ডা বাতাস এসে মখে ঝাপ্টা দিলো, কি যে ভালো লাগছিলো, বলে বুঝাবার নয়। ভালো লাগা'কে আরেকটু বেশি অনুভব করার জন্য ফোন দিলাম টুটুল’কে। ভাবলাম এত সুন্দর দিনে তার সাথে একটু রোমান্টিক আলাপ-সালাপ করি Day Dreaming । হঠাৎ নিজের মধ্যে কই থেকে এই ভাবোদয় হইলো বুঝলাম না। অবশ্য বুঝাটা জরুরি মনে করলাম না।
তো ফোন করে বললাম, “বাহির’টা দেখছো? কি সুন্দর। এই সুন্দর দিনে তুমি অফিসে। আজ অফিস ফেলে আমার সাথে রিক্সা দিয়ে ঘুরতে ইচ্ছা করছে না?" Batting Eyelashes
টুটুলের উত্তর “এইদিনে? নাহ!"
আমি তো খুব কষ্ট পেলাম। আবার বললাম, “একটুও ইচ্ছে করছে না? দেখো না বাইরে কি সুন্দর বৃষ্টি”।
টুটুল কিচ্ছুক্ষন চুপ থেকে, “ঠিক দেখতেছো তো? আমি কিন্তু দেখতেছি বাইরে কটকটা রোদ।”
হায়রে মোর কপাল! এত্তদিন পর একটু রোমান্টিক হইতে চাইলাম, তাও এই প্রকৃতি’র রঙ বদলের চিপায় পইরা হইলো না। Broken Heart
আমার আকাশে প্রচুর বৃষ্টি আর টুটুলের আকাশে প্রচুর রোদ খেলা করছিলো।

২। শেষমেশ আজ ঋহান’কে নিয়ে বারান্দায় ওর নানা’র রকিং চেয়ারে বসে বসে দোল খেলাম। ঋহান কতক্ষন আমাকে আদর করলো, কতক্ষন চড় মারলো আবার কতক্ষন নাকে কামড় লাগিয়ে দিলো। কিন্তু, সব মিলিয়ে এক অদ্ভুত মমতাময় সুন্দর সময় কাটালাম, যা বলে বুঝানোর ভাষা এই পৃথিবীতে আজ অবধি সৃষ্টি হয়নি।

৩। আমার আবার খুব ইচ্ছে ছিলো এইবার ফাইনান্স মেজর করার। তাই খুব আশা নিয়ে এই সেমেস্টারে ফাইনান্স এর একটা কোর্স নিলাম। খুব মনযোগ দিয়ে ক্লাস করলাম পড়তেছি । কিন্তু এত মনযোগ দিয়েও যে মাথায় আসলে কিছুই ঢুকাতে পারলাম না তা বুঝলাম মিডটার্মের সময়। ক্লাসে এত মনযোগ দিয়েও পরীক্ষায় পাইলাম ঘোড়ার আন্ডা At Wits End । এতে অবশ্য একটা জিনিস ভালোই হলো। আমার ফাইনান্স মেজর করার পুরো ইচ্ছে ডানা মেলে উড়ে গেলো। এতে টুটুল অবশ্য বেশ আশাহত। কারন, তারও খুব ইচ্ছে ছিলো যেন আমি ফাইনান্স মেজর করি। অবশ্য টুটুলের আশাহত হবার কোন কারন নেই। আমি ফাইনান্সে ঘোড়ার আন্ডা পাইছি তো কি হইছে? ঋহান ফাইনান্সে শুধু মেজর না, ঋহান ফাইনান্সে পি.এইচ.ডি করবে Big smile । এই দেখেন, সে কত্ত মনযোগ সহকারে এবং কত্ত অনায়সেই আমার ফাইনান্স বই পড়ে শেষ করে দিচ্ছে।

DSC06166.JPG
ক্যালকুলেটর নিয়ে হিসাব নিকাশে ব্যস্ত ঋহান Crazy

DSC06167.JPG
ঋহানঃ মা, এই ফাইনান্স নিয়া তুমি এত্ত মাথা ঘামাও? এইটা তো পানি'র মত সহজ! এই দেখো, আমি সব পারি! Devil

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

আপন_আধার's picture


ভাইগ্না'র পোজ'তো হেভভি হইছে Laughing out loud

নাজ's picture


আরে, এগুলি পোজ না। এগুলি রিয়েল। Big smile
আমি পড়তে বসলে আমার কাছে আসবে, এসেই আমার বই-খাতা সব টেনে টেনে তার কোলে নিয়ে যাবে Waiting

রায়েহাত শুভ's picture


১। শেষ লাইনটায় খানিকটা বিষণ্ণতা...

২। মাতৃস্নেহ...

৩। ঋহান কে অনেক আদর...

নাজ's picture


Smile

মাহবুব সুমন's picture


গাড়ীর মতো যদি বউ বা জামাইও যদি সার্ভিসিং করা যািতো তাইলে মন্দ হইতো না Cool

মীর's picture


Big smile

নাজ's picture


Thinking

জ্যোতি's picture


১. সান্তনা
২. পৃথিবীর সবচেয়ে সুন্দর আবেগ সন্তানের জন্য মায়ের আবেগ।
৩. আমি মাইনকার চিপায় পড়ে ফাইনান্সিয়াল ইকোনোমিক্সে মেজর করেছিলাম। পাশ করে কোনরকম ইজ্জত বাঁচাইছি শুধু। এখন আমি বলতেও পারেবো না মোট কি কি সাবজেক্ট ছিলো। অনেকদিন থেকেই ভাবছি আরেকটা মেজর করে সিভি থেকে এই ভয়ংকর জিনিসটা বাদ দিতে হবে। আইলসামির জন্য জীবনে কিছুই হলো না। টিসু
তুমি ঋহানের কাছ থেকে শিখে নিও।

নাজ's picture


ফাইনান্সিয়াল ইকোনোমিক্স? শুনেই তো ভয় লাগে Nail Biting

তুমি ঋহানের কাছ থেকে শিখে নিও।

সেটা-ই মনেহয় ভালো হবে Big smile

১০

জেবীন's picture


শেষ ছবিটা দেখে আজকে তোমার এফবি'র স্ট্যাটাসের মাজেজা পুরা বুঝলাম...   আসলেই  পোলাটা হইলো মায়ের মতোন কিন্তু কেম্নে কেম্নে দিন কে দিন বাপের চেহারা পেয়ে যাচ্ছে!!...  :)

তুমি না এইচআরে মেজর করতাছো?...  ফাইন্যান্স ভুয়া...  :|

১১

নাজ's picture


ফাইনান্স করবো না, সিদ্ধান্ত নেয়ার পরই তো এইচ.আর করার সিদ্ধান্ত নিলাম Smile
হ, ফাইনান্স আসলেই পুরা ভুয়া গুল্লি

১২

আনিকা's picture


বাহ! বাহ! আমিও ফাইন্যান্স মেজর করা পুলাপাইনদের এই বইটা পড়াই। Smile কিন্তু ওদের বেশিরভাগের মাথায় কিসসু ঢুকেনা... তয় ওদেরকে বুঝাইতে গিয়া আমার নিজের যা কনফিউশান ছিলো সব গেসেগা.. Smile... এট্টু আগে কইতা .... তুমারে পেরাইভেট পড়াইতাম... Wink

১৩

নাজ's picture


পেরাইভেট পইড়াও লাভ হইবে না। আমি গাধী, গাধী-ই থাইকা যামু Crying

১৪

মেসবাহ য়াযাদ's picture


২ নং রোডের ভিতরে বৃষ্টি আর শ্যামলী বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে কটকটে রোদ !! হৈলেও হৈতে পারে। তার কৃপা বুঝা বড় দায়...

১৫

নাজ's picture


না ভাইয়া, আমি বসুন্ধরা'য় ছিলাম Smile

১৬

লীনা ফেরদৌস's picture


আমার আকাশে প্রচুর বৃষ্টি আর টুটুলের আকাশে প্রচুর রোদ খেলা করছিলো। Love Love

নাজ়, এই জন্য বিয়ে করতে হয় না, আজকে যদি টুটুল জামাই না হয়ে প্রেমিক হইত তাইলে কাল বৈশাখী ঝড়েও আইসা পড়ত। বিয়া ক ইরা ভুল করসো বোন Wink

ঋহান ফাইনান্সে শুধু মেজর না, ঋহান ফাইনান্সে পি.এইচ.ডি করবে - দোয়া করি তোমার আশা পুরণ হক।

খুব ভাল লাগল

১৭

নাজ's picture


হ! কেন যে বিয়া করলাম? Crying
ব্যাটা'রে আজীবন প্রেমিক বানায়া রাখন দরকার আছিলো Crazy

১৮

শওকত মাসুম's picture


আজীবন প্রেমিক বানাইয়া রাখতা? ইয়ে মানে ঋহানের কথাও ভাইবো একটু Smile

১৯

নাজ's picture


ঋহান এর কথা ভাবছিলাম দেখেই তো পদন্নতি দিতে হইছিলো Waiting

২০

আরিশ ময়ূখ রিশাদ's picture


ঋহানঃ মা, এই ফাইনান্স নিয়া তুমি এত্ত মাথা ঘামাও? এইটা তো পানি'র মত সহজ! এই দেখো, আমি সব পারি

সুন্দর পোস্ট

২১

নাজ's picture


থ্যাঙ্কু Smile

২২

মীর's picture


ফোন করে বললাম, “বাহির’টা দেখছো? কি সুন্দর। এই সুন্দর দিনে তুমি অফিসে। আজ অফিস ফেলে আমার সাথে রিক্সা দিয়ে ঘুরতে ইচ্ছা করছে না?" Batting Eyelashes
টুটুলের উত্তর “এইদিনে? নাহ!"

বিয়াপুক কুল। Cool

২৩

নাজ's picture


লাভ নাই রে পাগল টিসু

২৪

লীনা দিলরুবা's picture


দারুণ একটা লেখা। রোদ-বৃষ্টি নিয়াইতো জীবন।
ফাইন্যান্স এ মেজর করো, এইচআরএম, মার্কেটিং পড়ার মত কোন বিষয় না Wink এগুলা মানুষ এম্নেই পারে Smile

২৫

নাজ's picture


আমি এম্নেও পারি না, অম্নেও পারি না Sad

২৬

চাঙ্কু's picture


লাইফে একটাই বিজনেস কোর্স করছিলাম। | এরপরে কান ধরছি !!! Smile

২৭

নাজ's picture


য়ামার অবশ্য অন্য কোন বিজনেস কোর্স নিয়া এত কমপ্লেইন নাই Smile

২৮

তানবীরা's picture


বিছানার চাঁদরটা কমন পড়ছে। Tongue

আর তোমার আকাশে বৃষ্টি আর টুটুল ভাইয়ের আকাশে রোদ মানে কি? তোমরা কি স্বামী স্ত্রী নাকি? Wink

২৯

নাজ's picture


তোমার আকাশে বৃষ্টি আর টুটুল ভাইয়ের আকাশে রোদ মানে কি? তোমরা কি স্বামী স্ত্রী নাকি?

না তো! আমরা জামাই-বউ Tongue

৩০

কামরুল হাসান রাজন's picture


যাক, আগের পর্বের মত মন খারাপ করে দেন নাই Big smile পেলাচ Smile

৩১

নাজ's picture


Yawn THNX

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.