এই ভোরের প্রতীক্ষায় থাকি
মৃত্যুর পরেও কারো কারো চোখ খোলা থাকে এই সুন্দর পৃথিবীটাকে আরো অতিরিক্ত কিছুটা সময় দেখে নেবার জন্য।
ভোরের আকাশের আয়নায় চোখ রাখতেই মন ভাল হয়ে গেল।বিগত ঘুমহীন রাতের যন্ত্রণা,কালো কালো ছায়াগুলো অথবা পাঁজর বিদীর্ণ করা ছুরিকার দগদগে ক্ষতগুলোর কথা একবারও মনে পড়লনা।আমি বরং দেখি কি উন্মাতাল উল্লাসে ঘাসের উপর উড়ে বেড়ায় কমলা রঙ প্রজাপতি। কি গভীর অভিনিবেশে লাল কলাবতীর ঝাড়ে , সবুজ ঘাসের বুকে মেখে দেয় প্রেমের পরাগ।ডানায় সাদা-কালোর মিশেলে অপূর্ব ছবি এঁকে নিয়ে গাছের ডাল থেকে ডালে কখনো শ্যামল ঘাসের চাদরে নেমে আসে দু'টো দুরন্ত পাখী।চঞ্চল-বিহঙ্গ কি নাম তোমার? আমার বন্ধু হবে? প্রতিটি সকালের বারান্দায় আমি ছড়িয়ে দেবো ভালবাসার শস্যকণা।।অপার মুগ্ধতায় চেয়ে চেয়ে দেখবো দানা খুঁটে খুঁটে তোলার টুকটুকে আনন্দটুকু।
কেন যে এত দীর্ঘ হয় অনিদ্রার রাতগুলো!অভিনিবিষ্ট সতর্কতায় প্রতিটি হতাশ্বাসের হিসাব মিলাতে থাকে ।মিলাতেই থাকে।এসব চুলচেরা বিশ্লেষণের আদৌ কোন গন্তব্য নেই।সমাধান নেই।এই সব অসহ্য রাতগুলোতে প্রবল হয়ে উঠে নিজের বোধহীন-জড়ত্বের বাসনা।অহিফেনের তীব্র ঘোরের ভিতরে পালিয়ে যাবার ইচ্ছা প্রচন্ড হয়ে ওঠে।
প্রতীক্ষায় থাকি একটি প্রখর ভোর এসে তার নির্মল আলোয় আবার ভরে দেবে মৃত্যু- ছোঁয়া চোখ দু'টো।
প্রতীক্ষায় থাকি........................................................................
আপনাকে ব্লগে দেখে খুব ভালো লাগলো
আমরাও আপনার পোষ্টের প্রতীক্ষায় থাকি.........................................
ব্লগেতো আমি সারাদিনই থাকি (অফলাইনে)।
কেমন আছো?
আপু, আপনাকে দেখে খুশি হলাম...
জীবনের গান...
জীবনের গান...
ভালো থেকো।
বাহ!
কতদিন পর আপনার লেখা পড়লাম.....এবং শব্দ গন্ধে মুগ্ধ হলাম।
প্রতিটি সকালের বারান্দায় আমি ছড়িয়ে দেবো ভালবাসার শস্যকণা।।অপার মুগ্ধতায় চেয়ে চেয়ে দেখবো দানা খুঁটে খুঁটে তোলার টুকটুকে আনন্দটুকু ------ খুব সুন্দর
কেমন আছো লীনা?মেয়ে কেমন আছে?
মেয়েকে অনেক আদর।
খাইছেরে....
আপনার পোষ্ট দেখে খুব ভালো লাগতেছে।
আচ্ছা এই ধইন্যাপাতাগুলো এত বড় কেন?
অসম্ভব সুন্দর একটা লেখা। আপু কেমন আছেন?
ভাল আছি মীর। তুমি কেমন আছো?
শুভেচ্ছা।
আমিও ভালো আছি। আপনার ভালো থাকা চিরস্থায়ী হোক।
সত্যিই তাই। মিষ্টি ভোর আছে বলেই কঠোর রাত ভুলে সামনের দিকে এগোনো যায়।
ভালো লাগলো। সহজ ছন্দে জীবনকে পড়তে পেরে।
মন্তব্য করুন