শূন্যতা
বারবার গ্রাস করে অস্তিত্বহীনতার এক তমসাচ্ছন্ন বোধ।শামুকের খোলের ভিতর গুটানো মাংসপিন্ডকেই 'আমি' বলে ভ্রম হয়।এক কুয়াশামাখা আধো-অন্ধকার ভোরে আচমকা ভেসে আসা এক ঝলক বেলীর গন্ধে আচ্ছন্ন হতে হতে শূন্যতার কথা প্রবল মনে পড়ে।ডানায় তীব্র হাহাকার ছড়াতে ছড়াতে এক ঝাঁক শুভ্রবলাকা নিঃসীম আকাশের দিকে উড়ে যেতে যেতে বলে যায়--'শূন্যতার রং সাদা, কেবলই সাদা'।
জীবনতো বিনাশী নয়।সে শুধু নিজস্ব ভুল--অমৃত ঢেলেছি বিষের পাত্রে।দীর্ঘ শীতঘুমের পরে জেগে দেখি ঘরে-বাইরে আলো-আঁধারির দোলাচল।ঘরের অন্ধকারের সাথে পাল্লা দেয় জানালার বাইরের বীভৎস কালিমালিপ্ত কুয়াশার চাদর।
এই ধুলোবালি-ভীড়ের শহরে কেউ কারো বন্ধু নয়। এক নিঃসঙ্গ -বিবর্ণতাকে সংগী করে সকলেই নিমগ্ন আপন-কোঠরে।
রূপান্তরের সরল নিয়মে আমিও বদলে গেছি।'মেটাফরমসিস' এর তেলাপোকা।
আমিওতো মুখোশ খোঁজার প্রচন্ড অনুসন্ধিৎসায় মানুষের মুখ ভুলে গেছি।
মন তবু কেন সন্তাপে বারবার পোড়ে?মন পোড়ে--স্বপ্নের ভিতরে চন্দনগন্ধী খামে পাওয়া একটি নীল চিঠির বিরহে।চিঠির ভাঁজের ভিতরে ছিল এক গোছা সুরভীত জুঁই ফুল।সে চিঠির পরতে পরতে বেজে ওঠা ইমন-কল্যান,ভীম-পলশ্রীর রাগ সব আজ বিস্মরণের ধুলোর নীচে চাপা পড়ে গেছে।
যেতে যেতে কেউ ফেলে গেছে একটি ময়ুরকন্ঠী পালক।
পালকের পাপড়িতে লেখা একটি কথা--------শূন্যতা।
.........ডানায় তীব্র হাহাকার ছড়াতে ছড়াতে এক ঝাঁক শুভ্রবলাকা নিঃসীম আকাশের দিকে উড়ে যেতে যেতে বলে যায়--'শূন্যতার রং সাদা, কেবলই সাদা'।
তুমি লিখায় ফিরেছো দেখে ভিষন ভালো লাগেছে ।
ভালো থেকো।
ধন্যবাদ অধর।
শুভেচ্ছা।
সত্যি একদম। এই সত্যিটা আজকাল আমাকে খুব খোঁচায়, দগ্ধ করে।
লেখাটা মন ছুঁয়ে গেলো আপা।
কেমন আছো জয়ী?
মাঝেই মাঝেই এখানে ঘুরে যাই তোমরা কেউ অনলাইনে থাকলে কথা বলে যাবো বলে কিন্তু কাউকেই পাইনা।
অনেক শুভেচ্ছা।
যেতে যেতে কেউ ফেলে গেছে একটি ময়ূরকন্ঠী পালক। পালকের পাপড়িতে লেখা একটি কথা... শূন্যতা
চমত্কার।
ধন্যবাদ।
অনেক শুভকামনা।
অদ্ভূত বিষন্নতা মাখানো, অপূর্ব লাগলো দিদি। ভালো থাকবেন।
তুমিও অনেক ভাল থেকো সবসময়।
অনেকদিন পর নাজনীন আপুর লেখা পড়লাম এবং অনেকদিন আগের মতো মুগ্ধ হলাম।
অসাধারণ একটা লেখা! প্রিয়তে নিলাম।
শুভকামনা আপু, ভালো থাকবেন।
হ্যাঁ মীর অনেকদিন পরে..............
নিয়মিত আসা হয়না এজন্য তোমাদের চমৎকার লেখাগুলোও মিস করি।
তুমি কেমন আছো?অনেক শুভেচ্ছা।
আপা, অনেকদিন পর তোমার লেকহা পড়ে অনেক ভালো লাগছে।
কেমন আছো পাখী?
অনেক অনেক শুভকামনা।
কি নির্মম সত্যি।
পড়ার জন্য ধন্যবাদ মিতুল।
শুভেচ্ছা।
নাজনীন আপা কেমন আছেন ??
ভাল আছি।তোমার খবর কি?
শুভেচ্ছা।
দারুন !চমৎকার! কি ভাবে লেখেন এরকম লেখা।
ধন্যবাদ উচ্ছল।
অনেক শুভকামনা।
কত কত কতদিন পর আপনি লিখলেন। এখন থেকে নিয়মিত আপনাকে দেখবো তো আপা?
নিয়মিত হতে চেয়েও পারছি কই?
কেমন আছো?
অনেক শুভেচ্ছা।
অনেকদিন পর নাজনীন আপার কবিতা পড়লাম।
নিঃসঙ্গতা উপভোগ্যও বটে, আপা। তাইনা?
নিঃসঙ্গতা বেশীরভাগ সময়ই প্রিয়। শুধু নিজের সাথে থাকার আলাদা একটা আনন্দ আছে। কিন্তু সারাক্ষণ একলা থাকা যায়না।মন মাঝে মাঝে খুব ব্যাকুল হয় নিজের আনন্দ-বেদনাকে কারো সাথে ভাগাভাগি করে নেবার জন্য।
আপনার এই কথাটি ঠিক। কিন্তু যতই দিন যাচ্ছে কেমন যেন মানুষ পছন্দ হয়না। ভীড় লাগে
তবে টানা একাকী কাটিয়ে শেয়ারিং জিনিসটা হারিয়ে ফেলাও বুদ্ধিমানের কাজ নয় 
হ্যাঁ সবসময়ের জন্য না হলেও মাঝে মাঝে নিজের প্রিয় লোকজনের সাথে কাটানো দরকার। নাহলে জীবন ভীষণ একঘেয়ে হয়ে উঠে।
কেমন আছো?
শুভেচ্ছা।
বারবার গ্রাস করে অস্তিত্বহীনতার এক তমসাচ্ছন্ন বোধ।শামুকের খোলের ভিতর গুটানো মাংসপিন্ডকেই 'আমি' বলে ভ্রম হয়।এক কুয়াশামাখা আধো-অন্ধকার ভোরে আচমকা ভেসে আসা এক ঝলক বেলীর গন্ধে আচ্ছন্ন হতে হতে শূন্যতার কথা প্রবল মনে পড়ে।ডানায় তীব্র হাহাকার ছড়াতে ছড়াতে এক ঝাঁক শুভ্রবলাকা নিঃসীম আকাশের দিকে উড়ে যেতে যেতে বলে যায়--'শূন্যতার রং সাদা, কেবলই সাদা'।
চমৎকার!
আসুন সাহিত্য গদ্যে, আপনি ভাল পারবেন।
মন্তব্য করুন