দূর যমুনার তীরে
মেঘের উঠোনে ছায়া দীর্ঘ হতে হতে অসীমে মিলায়।
ছায়ারা ফেরেনা। তবু মেলে রাখি করতল--যদি এক ফোঁটা বৃষ্টি হয়ে কভু ঝরে পড়ে
আহা!
যদি বৃষ্টির জলের ভেতরে সেই একটি বিকেলের গন্ধ অবিকল
নীপবনে দোলনায় দোল খাওয়া
কাকভেজা
ভিজে অলকে জড়ানো কদম্বের রেনু ;
ফিরবেনা জানি
যদি ফেরে!
ফেরে যদি!
স্মৃতির বারান্দা থেকে দানা খুটে খুটে তুলি চড়ুইয়ের মতো ;
গোধূলির রূপগন্ধ পাখীদের থেকে বেশী আর কে জানে
ভোরের সবুজ ঘ্রাণ
পাখীদের মতো আর কে ছড়ায় পালকে এমন মায়া
ধারালো চঞ্চুতে বিষ !
মুঠোর ভেতরে রাখি ডানার আদর।
মুঠোর ভেতরে রাখি ঠোঁটের হিংস্রতা।
দূর যমুনার তীরে বুঝি বেজেছে বাঁশরী
-----'জলকে চল...............
কত্তদিন পরে লেখা দিলেন আপা...
দারুণ লাগলো... সিম্পলি দারুণ...
ধন্যবাদ শুভ।
আসলেও অনেকদিন পরে লিখলাম----মানে পোস্ট করলাম।ব্লগ মিস করি কিন্তু নানা ঝামেলায় আসা হয়না।
আশা করি এখন থেকে নিয়মিত হবো।
শুভেচ্ছা।
অন্য ব্লগে লেখা পড়া হয় কম তাই অনেক পরে আপু আপনার লেখা পড়লাম। আগের মতোই দারুন। ভালো আছেন তো আপু?
আমিতো এখানে ছাড়া অন্য কোন ব্লগে লিখিনা শান্ত।
হ্যাঁ মাঝে মাঝেই দীর্ঘ শীতনিদ্রায় চলে যাই।
শুভেচ্ছা অনেক। ভালো থেকো।
শুভ সকাল নাজনীন আপু। আপনার লেখা নিয়ে কিছু বলার ক্ষমতা আমার নাই। শুধু হয়ে মুগ্ধ হয়ে পড়ার ক্ষমতাটুকু আছে, সেটা কাজে লাগিয়েছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
ধন্যবাদ মীর। কেমন আছো?
তোমাদের অনেক মিস করি। কিন্তু কী যে বদ অভ্যাস নিয়মিত থাকতে পারিনা কিছুতেই।
অনেক ভালো থেকো।
আমিও আপনাকে অনেক মিস করি। অনেক বেশি। ভালো থাকবেন এবং এইবার থেকে অবশ্যই নিয়মিত থাকবেন, প্লীইইইইজ...
এই কান মলা আর অনিয়মিত হবোনা।
থ্যাংকু।থ্যাঙ্কু।
সিলেট যাইয়া কি ব্যাস্ততা বাড়লো?
আসলেই সিলেটে এসে লেখা হচ্ছেনা।
চেষ্টা করবো এখন থেকে নিয়মিত লেখার।
শুভেচ্ছা।
কী ভাবে যে এত সুন্দর কবিতা লিখেন আমি কিছুতেই পারি না অবাক হয়ে দেখি ।
আমিও তোমার লেখার অনেক বড় ভক্ত।
কিন্তু একটা কথা আছেনা 'সকলেই কবি নয়/কেউ কেউ কবি' ।
তুমি যা লেখো সেগুলোর সাহিত্যিক- সামাজিক মূল্য অপরিসীম।
অনেক অনেক ভালো থেকো।
ক-ত-দি-ন পর! দারুণ একটা কবিতা। আপু কেমন আছেন? কেন আসেন না?
ভালো আছি জয়ি। তোমরা সবাই কেমন?
এখানে আসাটা আমার নিজের জন্যও অনেক আনন্দের।চেষ্টা করছি এখন থেকে নিয়মিত হতে। তোমাদের সাথে অনেক সুন্দর সময় কাটে।
ভালো থেকো।
কত্তদিন পরে লেখা দিলেন আপা...
দারুণ লাগলো... সিম্পলি দারুণ...
ধন্যবাদ তানবীরা।
আছো কেমন?
ভাল আপা। আপনি ভালতো? দেখাই পাই না আপনার
বেশ তো!
কোথাও আবার জীবনানন্দ-কে পেলাম।
ভাল থাকুন।
অনেক শুভেচ্ছা।
অমাবশ্যার রাতে স্বপ্নের হাত ধরে অনন্তের পথে চলেছি আমরা
জলকে চল.............চমৎকার। ভাল লেগেছে
অনেক অনেক শুভেচ্ছা।
কবিতার মেজাজটা একটু হার্ড। কিন্তু আপনার লেখনীর গুণে সফট হয়ে গেছে। মনে গেঁথে গেছে। ভালোলাগা প্রিয় কবিতাগুলোর একটায় পরিণত হয়ে গেছে এটা।
চমৎকার কবিতা।
পড়ে একটা একটা নজরুলগীতি মনে পড়ে গেল,
ঐ জল কে চলিল কার ঝিয়ারী।।
নিয়মিত লিখুন। ভাল থাকুন।
নাজনীন আপু, আবার কিন্তু একটা লম্বা বিরতি হয়ে যাচ্ছে আপনার
মন্তব্য করুন