টহল পুলিশ - আপনার কোন কাজে লেগেছে?
'টহল পুলিশ' শব্দটা শুনলেই চোখে ভাসে কাঁধে ৩০৩ রাইফেল ঝুলিয়ে ২/৩ জনের একটা পুলিশদল রাস্তার পাশ দিয়ে অলস পায়ে হেঁটে যাচ্ছে কিংবা মোড়ের পানবিড়ির দোকানের টুলে বসে আড্ডা দিচ্ছে অথবা ফুটপাতের পিলার হেলান দিয়ে বসে বসে ঝিমোচ্ছে।
এই আলসে কুঁড়ে পুলিশকে কি কাজে রাস্তায় নিয়োজিত করা হয় কেউ কি জানেন? কারো জানা থাকলে আওয়াজ দেন। যদি জানা না থাকে তাও আওয়াজ দেন - এদেরকে সমাজের কোন ভালো কাজে ব্যবহার করা যায় কি না।
এই জাতীয় পুলিশ জাতির কি কি উপকারে/অপকারে এসেছে তার একটা তালিকা করে আমি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠাতে চাই।
[এটি জননিরাপত্তা বিষয়ক পোষ্ট। অন্য ব্লগেও পোষ্ট করা হবে। আপত্তি থাকলে মডু ভায়েরা এখুনি জানান]
টহল পুলিশ আমার জীবনে কোনো কাজে আসে নি। একবার রাতে বিপদে পড়ে টহল পুলিশের সাহায্য চেয়েছিলাম। সাহায্য তো দূরের কথা, এই প্রশ্ন-সেই প্রশ্ন জিজ্ঞাসা করে পুরো আধ ঘণ্টা পার করে দিল, যেন সাহায্য চেয়ে আমি মহা-অপরাধ করেছি। তারপরও হাজার শুকরিয়া যে, আমাকে অপরাধী ভেবে চালান করে দেয় নি!
নিশ্চয়ই টহল পুলিশ অনেকের উপকারে আসে বা এসেছে বা আসবে, না হলে তো সরকার এই পদ্ধতি রাখত না! কিন্তু আমার জীবনে টহল পুলিশ কোনো কাজে তো আসেই নি; বরং বিরক্তির উদ্রেক করেছে।
ভাগ্য ভালো বেঁচে গেছেন!!
বাই দি ওয়ে, বাংলাদেশে পুলিশ, সেনাবাহিনী, র্যব, নৌবাহিনী, বিডিয়ার, বিমান বাহিনী জনগনের কি কাজে কবে লেগেছে
বলতে পারেন?
হুম
আমার কাজে লাগছে অনেক, আবার সমস্যাও হইছে অনেক। রাতে হাটার বদওভ্যাসের কারনে এইগুলি জানা আরকি.........
সেনাবাহিনী গুলারে টহলে নামাইয়া, পুলিশগুলারে অন্য কাজে নামানো যাইতে পারে ।।
দ্যাখা যাবে দুই দিন পর সেনাবাহিনীও একটা বেনসনের বদৌলতে আসামী ছেড়ে দিচ্ছে।।
সেনাবাহিনীরে টহলে নামানো উচিত। তবে গুল্লি ফুটানোর ক্ষমতা থাকতে হবে।
মামা'রা আশেপাশে থাকলে ছিন্তাইকারিরা সাধারণতো আশেপাশে থাকে না। এটাই উপকার।
মামারা আবার চুক্তিমতো আশেপাশে থাকে না ছিনতাইয়ের সময়। এইটাও কারো কারো উপকার।
কমেন্ট করলাম গ্যালো কই? সাইন ইন ছাড়া করেছি মনে হয় .।।
ঘটনা কী? লগইন না করেই কমেন্ট করা যায় দেখি! ডেভু কৈ ?
- মুকুল
পয়লা বৈশাখ থেকে দেয়া হবে। এখন টেস্টের জন্য ছাড়া হয়েছে।
অতিথি কমেন্টস দেয়া হয়েছে?
টহল পুলিশ থাকলে তাগো চাকরীর ব্যবস্থা হৈলো।
একটা পরিবার বাঁচলো।
পেডে লাথ্থি দিতে চান ক্যান , ভাই ?
পেডে লাথি দিলাম কই, তাদের আরো ভালো কামে লাগাইতে চাই। ঝিমানিতো কোন কামের কাম না।
একবার ছিনতাই হওয়ার পর ওরা আইছিলো আমার কাছে।
কত লুট গেছে জানতে আইছিল?
সমাধান দ্যান তাইলে , কি করন যায় !
সমাধান নয়, এটি কেবলই অনুসন্ধিৎসু লেখা।
টহল পুলিশের হাতে যে রাইফেলটি আছে সেটি কতটা ভারী, কতটা পুরনো, সেটি অপরাধী তাড়া করে, অপরাধীকে পাকড়াও করে শাস্তি দেবার জন্য কতটা প্রায়গিক সেটি কী কখনো ধরে দেখেছেন? টহল পুলিশটির পেটে খাবার আছে কীনা, টহল দিতে দিতে তার যদি তলপেটে চাপ আসে সেটি সে কতটা বর্বর ভাবে ত্যাগ করে তা কী কখনো চিন্তা করেছেন? তার যদি পানির পিপাসা লাগে কে তার দিকে বাড়িয়ে দেবে এক মগ বিশুদ্ধ পানি? মাস শেষে সেই টহল পুলিশের হাতে ক'টি টাকা পৌঁছায় সেটি কী ভেবে দেখেছেন কখনো? আপনার গভীর চিন্তার ফসল এই লেখাটির ২য় কিস্তিতে এসব কী আসবে?
লেখাটির দ্বিতীয় কিস্তি নেই। এই লেখার উদ্দেশ্য হলো পুলিশের অপচয় নিয়ে আলোচনা। এই ইস্যুতে আমি ফেসবুকে একটা কমেন্ট পেয়েছি, অতিথি পাখি নামের প্রিয় ব্লগারের, সেটি এখানে শেয়ার করতে ইচ্ছে হলো আপনার কমেন্টের সাথে প্রাসঙ্গিক বলে-
অতিথিপাখিঃ-
তাদের বেতন ক্যামন পরিমানে পায়?
টহল পুলিশদেশ সুযোগ-সুবিধাগুলো কি কি ? সারা রাত কুত্তার মত জেগে জেগে রাস্তায় হাটে ক্যানো তারা? তাদের তো হিমু রোগে ধরার কথা নাহ!
পুলিশ টহল দেয়ার জন্য কত টাকা তাদের দেয়া হয় রাতের খরচ বাবদ? যে জায়গায় ডিউটি করে পরে দ্যাখা যায় নিজের টাকায় গাড়ি ভাড়া দিয়ে থানায় আসতে হয় ক্যানো ? সরকার দিচ্ছে না ক্যানো?
... See More
দুইটাকা/পাঁচটাকা ঘুম খায় কোন আন্দাজে? আরো বেশি ক্যানো খায় না ?
পুলিশের খাবারের টাকা কত দেয়া হয়? নাকি পুলিশ নিজের টাকায় থানায় বসে খায়?
পেনশনের টাকা পুলিশের কীভাবে দেয়া হয়? প্রতি মাসে পুলিশের বেতন থেকে কত টাকা করে কেটে রাখা হয়?
পুলিশের রেশন আর ভাতা কী পরিমানে দেয়া হয়? তাদের বৎসরে কতদিন সরকারী ছুটি দেয়া হয়? অন্যন্য সরকারী কর্মচারীদের কত দিন দেয়া হয়?
সারা রাত কুত্তার মত জেগে জেগে পিলারের সাথে হেলান দিয়ে থাকার পর ঝিমাইতে ঝিমাইতে সকালে বিছানায় দেহটা লেটিয়ে দেয়ার পর ওসি কিংবা কোন এস আই-এর হুকুম আসলে ক্যানো আবার লুঙ্গি পইড়াই দৌড় দিতে হয়?
একটা থানায় কী কী পরিমান সুযোগ থাকা উচিত? আর তা আছে কী না?
হাইওয়া ফাড়িতে কয়টা গাড়ি লাগে আর কতজন পুলিশ সদস্য লাগে? একরুমের মধ্যে একটা টিন সেড ঘর কী করে ফাড়ি হয়? তাদের অস্ত্রের নিরাপত্তা ক্যানো দেয়া হয়না?
একটা ৪ জনের রুমের মধ্যে ক্যানো ১২ জন থাকা হচ্ছে?
যেসব পুলিশ সদস্যদের ফ্যামিলি সাথে সাথে তাদের ফ্যামিলির সুযোগ সুবিধা কী? মাসে মাসে ভাড়া দিতে হয় নাকি ফ্রী তে থাকে?
একটা পুলিশের ছেলে মেয়ে কী ফ্রীতে পড়ালেখা করে নাকি সাধারণ স্কুল কলেজে নিজের টাকা দিয়ে পড়া লেখা করে।
ট্রাফিক পুলিশ রাস্তায় রৌদ্রের মাঝে ক্যানো দাঁড়িয়ে থাকে? ক্যানো দুইটাকা পেলেও পকেটে ঢুকিয়ে রাখে?
মানুষ জনের কোন উপকারেই তো আসেনা ক্যানো তাদের রাস্তার মাঝে রাত দুপুরে ঘুরায়া শাস্তি দেয়া হচ্ছে?
কেন জানি রাতে পুলিশ দেখলে আরো বেশী ভয় লাগে।
প্রতিবছর দেশে সপ্তাদু'য়েক থাকা হয় ... কাজে আসবে কি, টহল পুলিশ জিনিসটার অস্তিত্বই তো টের পেলামনা

পুলিশে এখন আর .৩০৩ রাইফেল ইস্যু করা হয় না।
মন্তব্য করুন