বেডরূম অথবা রাজপথ
...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
আমি অনেক ঘুমকাতুরে একজন মানুষ। আমার সবচেয়ে প্রিয় জায়গা হল বেডরুম। ভালো একটা বেড্রুম পেলেই আরামের ঘুম। খাওয়া না হলেও চলবে, কিন্তু ঘুমানো আমার চাই ই চাই।
যাই হোক মাঝখানে আমার চোখের ঘুম উধাও হয়ে গিয়েছিলো। বেডরূম মানেই যেন এক মূর্তিমান আতঙ্ক। বিছানায় শোয়ার পর হয়তো কোথাও একটু শব্দ হলো আমি ধড়পড় করে,বুকের ধুপধুপানি নিয়ে সবার আগে বেড্রুম হতে বের হবার চেষ্টা করতাম। বেডরূম হতে বের হতে পারলেই রাজ্যের স্বস্তি পেতাম। সরকারতো আর বেডরূমের নিরাপত্তা দিতে পারবেনা। তার চেয়ে রাস্তাতেই থাকা ভালো। অন্তত পক্ষে সরকার রাস্তার নিরাপত্তা দিতে পারবে।
তবে এখন আমার আবার ভালো ঘুম হচ্ছে । কারণ এখন আর রাস্তাও নিরাপদ নয়।
বেডরূমে হলে হবো খুন, আর রাস্তাতে হবো গুম। তাই এই ভালো বেডরূমেই থাকি। ঘুম (গুম নয়) হবে, আর খুন হলেতো অন্তঃতপক্ষে লাশটা সৎকার করার সুযোগ পাবে আমার শুভাকাঙ্খীরা।
...................................................................................................................................................................................................................................................................................................
ইলিয়াস সহ অন্যান্য গুম হওয়া মানুষের সুস্থ্য প্রত্যাবর্তন কামনা করছি।
বাপ্রে, আপনে তো দেখি ভয়ংকর এক দেশে বাস করেন! বেডরুমে খুন, রাস্তায় গুম
নিজভূমে পরবাসী..............
(
(
(
একটু ইতিবাচক হন মিয়ারা।



বেডরুমে শুধু খুন ই হয়না। আরো অনেক কিছুই হয়।
তাইতো অইখানের নিরাপত্তা দেয়া সম্ভব না।
এইটা কে, নির্বাক মানব? তাকে দ্রুত এবি'তে রেজিস্ট্রেশন করে ফেলার নির্দেশ দেয়া হলো।
াহাহাহহাহা
নির্বাক মানব - এটা কেডা রে?!!
এইটা একজন নির্বাক মানব যে নির্বাক থাকতে পছন্দ করে।:smile:
তয় মাঝে মধ্যে মুখ খুলে।@জেবীন
আমাকে এবিতে আমন্ত্রন জানানোর ধন্যবাদ। @মীর
নির্বাক মানবের এবিতে আগমন হোক।
আপনি যেই হোন না কেনো এবির পাঠক ও লেখকেরা আপনার শুভাগমন প্রত্যাশা করছে।
আপনি কি জন্য দুঃখিত হইলেন???
লেখা পড়তে গিয়ে ভালো কিছু পান নাই বলে নাকি...........

তবে যাই হোক আপনার ইমোর জবাবে আমার ইমো হইলো নিন্মরুপ
ভাইজান কি সব কাম টিপ(সই)
দিয়া সারেন নাকি ?
আপ্নাকে ধইন্যা।
আমি তো ভাবছি কলকাতার বাংলা ছবি বেডরুমের রিভিউ।
আপনাকে আশাহত করার জন্য দু:খিত।
আবারও টিপসহি
।
ধন্যবাদ আপনাকে।
দারুন একটা লাইন!
বেডরূমে হলে হবো খুন, আর রাস্তাতে হবো গুম
ধন্যবাদ আপনাকে।
তবুওতো আমার একটা লাইন একজনের হইলেও পছন্দ হইছে।
মন্তব্য করুন