অপেক্ষা
..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
আধখোলা জানালার পাল্লা
জানালার এধারে-ওধারে
জড়ানো কিছু মাকড়সার জাল
ঘরময় অন্ধকারের পায়চারী ।
হঠাৎ কোথুকে এলো যেনো
এক ঝলক দমকা হাওয়া।
জালগুলো ছিন্ন হয়ে
ছড়িয়ে পড়লো এধারে –ওধারে
জানালার কার্ণিশে এখনো ঝুলছে
পুরনো কিছু ঝুল।।
হুড়মুড় করে ঘরে ঢুকলো
একরাশ আলো,
নতুন আলোয় ঝলমলে হলো
সারা ঘর।।
...................................................................................................................................................................................................................................................................................................
আলোর বন্যায় ভেসে যাওয়া
ঘরে উঠলো আনন্দের জোয়ার,
সারাদিনমান
আলোর লুকোচুরি খেলায়
বুদ হয়ে থাকা,
ঘরটি তখনো জানতোনা
ক্ষণিকেই মিলিয়ে যাবে
এই আলোর বন্যা।
দিয়ে যাবে চেতনার রঙ- এ
এক নিকষ আধারের ছাপ।
................................................................................................
অবশেষে মিলিয়ে যায় সব আলো,
ঘরটি আবার ও স্বপ্ন দেখে
নতুন আলোয়
এই পূরনো সূর্যই
করবে নতুনভাবে আলোকিত,
তার প্রতিটি অন্ধকার।
রাতভর ঘরটি
অপেক্ষায় থাকে
সেই পুরোনো সূর্যের।।
চমৎকার।
রাত ভর অপেক্ষা সেই পুরনো সূর্যের। দারুন।
মন্তব্য করুন