অচেনা সময়
..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
মাঝে মাঝে আমার বড্ড ভয় হয়
এই অস্থির মতি চঞ্ছল লোকটা যদি
হঠাৎ করেই হারিয়ে যায়।
কিংবা হঠাৎ করেই লোকটা যদি
হয়ে যায় দূরের কেউ।
যদি দীর্ঘদিন পর আধ বয়েসী অন্ধকার রাতে
লোকটা যদি আবার
আমার সামনে এসে দাঁড়ায়,
কোনো নির্জন স্টেশনে
কিংবা রেল, বাস , ট্রামে।
তার গায়ের গন্ধ
কিংবা তার মায়াবী হাসিখানি
যদি আমায় মনে করিয়ে দেয়
এই মানুষটা আমার বড্ড চেনা।
যদি গভীর আবেশে
তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে,
কিংবা ভুল করে
তার কপোলে,ওষ্ঠ ও অধরে
চুমু একে দিতে ভীষণ ইচ্ছে করে,
মৃদু বাতাসে উড়তে থাকা
তার রেশম চুলগুলো
সাজিয়ে দিতে গেলে
মানুষটা যদি চিৎকার করে বলে
কে? এই , কে তুমি?
কী হও তুমি আমার?
আমার বড্ড ভয় হয়
এই মাঝ বয়েসী মানুষটা যদি
একদিন সত্যি সত্যি হারিয়ে যায়?
লেখাটা সুন্দর।
এটি লেখার পতভুমি জানতে ইচ্ছে হচ্ছে।
কবিতাটা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
কবিতার পটভূমিটা অবশ্যই আমার ভালো লাগা একজন মানুষকে নিয়ে তৈরী। শুধু ভালো লাগাই বা বলি কেনো? ধরতে পারেন আমার জীবনের অর্ধেক অংশ জুড়ে সেই আছে। তাকে কাছে পাবার আশা যেমন আছে, তেমনি কাছে না পাবার ভয় ও আছে।তবে সময়টা দেখে অবশ্যি বুঝতে পারার কথা কবিতাটা ঘুম ভাঙ্গা চোখে লেখা। একটা স্বপ্ন দেখেই এটা লেখা হয়েছে।
জানিনা আর কারো কাছে এটা ভালো লেগেছে কিনা। কিন্তু আমি নিজে কবিতাটা লেখে তৃপ্ত।
যাকগে, কবিতা পড়ে আপনার কাছে পটভূমিটা কেমন হতে পারে বলে মনে হয়েছিল জানালে ভালো লাগবে। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
আমার বেশ ভালো লেগেছে কবিতাটা
মন্তব্য করুন