ছয় ছয় তিন
..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
মাঝে মাঝে আমার ভীষন ইচ্ছে করে
সমগ্র অনুভুতিগূলোকে মাটি চাপা দেই।
চলতি পথে মোড়ের অবহেলিত
ল্যাম্পোস্টের নিচে
কিংবা ঝুল বারান্দার কার্ণিশে
পায়ে ভেঙ্গে উঠা সিঁড়ির গাঁয়ে
লেপ্টে থাকা অনুভূতিগুলো
আমায় দেখে মুচকি হাসে
অনুভুতিগুলো তোমার টু –পয়েন্ট পিস্তলের
গুলির গল্পের মতো
দাগ দিয়ে যায় হৃদয়ের অভ্যন্তরে।
অনুভুতিগুলো অতন্দ্র প্রহরির মতো
দাঁড়িয়ে থাকে মধুমিতা কিংবা
জসিম উদ্দিন রোডের মাথায়
কিংবা ব্যস্ত শহরের সর্বত্র ।
ফিনফিনে অনুভূতিরা নিঃশব্দে হেটে বেড়ায়
বসুন্ধরা কিংবা কর্ণফুলি গার্ডেন সিটির ফুড কোর্টে।
শহরের অলিতে গলিতে কিংবা
ব্যস্ত রাস্তার মাঝে ধাবমান ঘোড়া সদৃশ
প্রস্তর মূর্তির গায়ে অনুভূতিরা সেঁটে থাকে
গুপ্তঘাতকের মতো সন্তপর্ণ ভঙ্গিতে।
আচমকা অনুভূতিগুলো আমাকে জাপ্টে ধরে
আমার পথ রোধ করে দাঁড়ায়
ফার্মগেট ফুট ওভারব্রীজে কিংবা
বনানী রেল ক্রসিং এর ধারে।
৬ নম্বর এর পার্কের শীতল বাতাসে
অনুভূতিরা দোল খায়।
বসুন্ধরার তান্দুরী চিকেনের ঝালে
অনুভূতিরা আমাকে খুজে নেয়।
আমি আর অনুভুতিরা একসাথে
একুশে রেস্তোরাতে বসে চা খাই।
অনুভূতিরা কখনোই আমার পিছু ছাড়েনা
অন্ধকারে মিশে থাকা কালো বিড়ালের মতো
অনুভুতিগুলো মিশে আছে,
বিছানার কাভারে, বালিশ তোষক
আর উষ্ণতায় ভরা চাঁদরে ।
মাঝে মাঝে অনুভূতিগুলো আমাকে
ভীষণ কষ্ট দেয়।
ইচ্ছে করে সব অনুভূতিগুলো
জ্বালিয়ে দেই কিংবা ভাসিয়ে দেই
পবিত্র গঙ্গার জলে।
জ্বলতে জ্বলতে অনুভূতিরা হারিয়ে যাবে
আমার আবেগের সীমান্রার বাইরে।
মাঝে মাঝে সত্যি সত্যি
জ্বালিয়ে দেই সব অনুভূতি,
কষ্টের নদী থেকে সব অনুভূতি
জমা করে জ্বালিয়ে দেই
হৃদয়ের ক্ষোভানলে।
শ্রান্ত আমি নেতিয়ে পড়ি ঘুমঘোরে ।
নাছোড় বান্দা অনুভূতিগুলো
ফিনিক্স পাখির মতো,
আবার নতুন করে জেগে উঠে
আমাকে টেনে নিয়ে যায়,
থাই অ্যাম্বেসি, বনানী পার্ক কিংবা
তোমার ৬৬৩- এ ।।
পাদটীকাঃ আমার একান্ত ভালোবাসার একটা মানুষ।যাকে নিয়ে আমার অবান্তর স্বপ্ন দেখা।অকারণ খুনশুটিতে যাকে নিয়ে কাটে আমার সারাবেলা।যার ভাবনাতে আমার মনে আনন্দ ও সুখ ঢেউ খেলে যায়।যার মাঝে আমি খুজে ফিরি আমার সুখ কিংবা দুঃখ ।যাকে ভেবেই আমার এই সামনে পথ চলা।তার সাথে কাটানো কিছু সময়ের গল্প নিয়েই এই কয়েক ছত্র।মাঝে মাঝে এই মানুষটি আমার সব কিছু এলোমেলো করে দেয়।আবার সেই মানুষটি হয়ে উঠে আমার হৃদয়ের ক্রান্তিকালের সহায়।নতুন করে গুছিয়ে দেয় আমার জীবন ।সেই মানুষটি আমার কাছে নিরন্তর একটা স্বপ্ন হয়েই আছে।হয়তোবা স্বপ্নই থাকবে বাকিটা জীবন।সমাজ, সংসার আর বাস্তবতা হয়তো কখনোই এক হতে দেবেনা আমাদের।সব জেনেও একটা ঘোর মাখা ভালোবাসার মখমল চাঁদরে জড়িয়ে যাই বারবার।তার পাশে থাকতে চাই তার দুঃসময়ের সঙ্গী হয়ে।একান্ত তার হয়েই থাকতে চাই বাকিটা জীবন।আমার দৃঢ় বিশ্বাস হয়তো কোনো একদিন এই মানুষটি আমাকে চমকে দিয়ে বলবে চল......................................।অগোছালো পংক্তিতে ভরা এই কয়েক ছত্র সেই ভালবাসার মানুষটিকেই উৎসর্গ করলাম
হুম ভালো।
তিনাকে আমার সালাম দিয়েন
শুভকামনা।
মন্তব্য করুন