আত্মকথন-১
...............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
তুমি এখন উড়ছো
যান্ত্রিক ডানায় ভর করে,
আমিও উড়ছি,
কল্পলোকের ডানায়।
বেশ কিছুক্ষণ চোখ দুটি বন্ধ করে,
অবিরাম একেঁছি
তোমার ওই মায়াবী মুখখানি ।
আচ্ছা, তুমি এখন কি করছো?
তুমি কি এখন তোমার আসনে হেলান দিয়ে,
সুখ ঘুম ঘুমাচ্ছ?
তোমার স্বপন জুড়ে কি কোনো মানব ঘুরে বেড়াচ্ছে?
নাকি চুমুক দিচ্ছ হুইস্কি কিংবা স্কচ এর গ্লাসে?
নাকি তোমার নাকের বিন্দু বিন্দু ঘামের মতো,
গ্লাসের গা বেয়ে নামা শীতল জলের মাঝে,
কারো ছবি আঁকছো?
খুব জানতে ইছে করছে,
তুমি এখন কাকে ভাবছো?
তোমার স্বপন কিংবা জাগরণে কিংবা
ফোঁটা ফোঁটা জলের বিন্দুতে কাকে খুঁজছো?
কে সেই মানব যে তোমাকে,
এনে দেয় অদ্ভুত সেই শিহরণ।।
আমার কল্পলোকে কেবলি তোমার বিচরণ,
মরিচীকার মতো তোমার আগমন।
আবার মাঝে মাঝে মরিচীকার মতোই,
তুমি হারিয়ে যাও।
মাঝরাতে বুকের গভীরে হানা দিয়ে
আমার ঘুম হরণ করে,
পালিয়ে যাও ভরা পূর্ণিমার জোৎস্নাতে ।
ব্যাকুল চিত্তে তোমায় খুঁজি,
বিছানার এ পাশ থেকে ও পাশে।
খুঁজে খুঁজে অবশেষে টের পাই,
তুমি লুকিয়ে আমার হৃদয়ের একপাশে।
হ্যা নিয়ামত ভাই আপনার প্রেমের গভিরতা অনেক । তাই কল্পনার জগত আপনাকে
কবি বানিয়ে ফেলেছে। সাব্বাস কবি চালিয়ে যান
মন্তব্য করুন