যাপিত জীবনের গল্প-৩
সর্বশেষ যে স্বপ্নটা মরে যেতে দেখছি সেটা হলো ব্লগ লেখা । জীবনের পথে পথে কতো যে স্বপ্ন মরে গিয়েছে খোঁজ রাখিনি কোনো দিন। এখন তো মাঝে মাঝে মনে হয় আমার জীবনে কোনো স্বপ্নই ছিলো না। ছিলো কি কোনো স্বপ্ন?
জীবনের দিনলিপিতে শুধু সাতটি দিনেরই অস্তিত্ব খুঁজে পাই কেবল। তাতে কেনো যেনো কোনো আনন্দ খুজে পাইনা। সকাল হয়, রাত আসে। তারপর আবার সকাল। ক্যালেন্ডারের পাতার এই দিন গোনার বাইরে আর কোনো কিছুই আজকাল আর আমাকে তেমন স্পর্শ করে না ।
এইযে ৪২ বছর পর মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে সারাদেশে তোলপাড় হয়ে গেলো। তার খুব কমই আমাকে স্পর্শ করেছে।
দেশের ইতিহাসের সবচেয়ে বড় ট্রাজেডি সাভারের ভবন ধ্বসের ঘটনায় মারা যাওয়া মানুষগুলোর স্বজনের হাহাকার ও আমার গভীরে ছুয়ে যেতে পারেনি।
৫ই মে মতিঝিলে কি হয়েছিলো সেই নিয়ে সাধারণ মহলের নানা জল্পনা কল্পণার কোনো কিছুই আমাকে তেমন স্পর্শ করেছে বলে কখনো মনে হয়নি।
মাঝে মাঝে মনে হয় সব কিছু কেমন যেনো আমার স্পর্শের বাইরে চলে গেছে।
আহ! কোথায় গেলো , আমার সেই গল্পের বই?
এক সময় মায়ের বকুনির ভয়ে কতো লুকিয়ে চুরিয়ে পরেছি গল্পের বইগুলো । পাগলের মতো শেষ করেছি এক একটা গল্পের বই। এখন বইগুলো কিনে কিনে তাঁকে সাজিয়ে রেখেছি। কিন্তু সেই তাঁকে সাজান বইগুলো আমার স্পর্শের বাইরে থেকেই যাচ্ছে।
বাগানের প্রতি ছিলো প্রচন্ড রকমের নেশা। মনে পড়ে ক্লাশ ফাঁকি দিয়ে কোনো কোনো দিন হানা দিয়েছি কারো হাস্নাহেনা কিংবা বেলি ফুলের বাগানে। ফুল গাছ সংগ্রহের জন্য নিজের হাতে লিখে দিয়েছি সহপাঠীর পরীক্ষার খাতায়। আজ বারান্দায় রাখা টবগুলোতে শুধু শুকনো মাটি। চলতি পথে ফুল বিক্রেতার ভ্যানে সাজানো হাস্নাহেনা কিনবা বেলীর সাদা রঙের ফুলগুলো চাইলে কিনে নিতে পারি গুটিকয়েক । কিন্তু সেই ভালো লাগা গুলিও বুঝি আজ স্পর্শের বাইরে। আহ! হাস্নাহেনা? কোথায় হারিয়ে গেলি তোর সেই ভালো লাগা সুবাস নিয়ে?
আয় না একবার! আনন্দে মাখিয়ে দেনা আমার জীবন খানা।
জানিনা কেন এত হতাশা আপনার জীবনে। তবে হতাশা বলেন কষ্ট বলেন তা যে পর্যায় ক্রমে আসে। আপানর জীবনেও তাই হবে। সব কিছু আগের মত হয়ে যাবে। আশা করি তা অতি শীঘ্রই। তবে সর্বাবস্থায় জীবনকে ঊপভোগ করাটাই আমার দৃষ্টিতে উত্তম। কারন জীবন্টা যে অনেক সুন্দর।
জীবনটাকে আমি সর্ব অবস্থায়ই উপভোগ করি কিংবা চেষ্টা করি । কিন্তু বুকের গভীরে যে চাপা আর্তনাদ জেগে উঠে সেটা কি প্রশ্বাসের ক্ষীণ শব্দে ঢেকে রাখা যায়?
অশ্রু জলেও বা যদি ভাসি কখনো, তখনো জীবনের আস্বাদ খুজে বেড়াই জল্বের নোন্তায়।
মনটা খারাপ হলো!
মন খারাপ করার জন্য সত্যিই দুঃখিত । আমি হয়তো একটু দুঃখ বিলাসী। তাইতো জীবনে এতো আনন্দ থাকা সত্ত্বেও কেবল দুঃখ গূলোই স্মৃতিতে জমা হয়ে আছে। এই চলমান ঘটনার বাইরে আআর যা ঘটনা আছে। তাতে হয়তো অবিরাম সুখ আছে। কিন্তু তা আমার স্মৃতির ক্যানভাসে কেনো যে ধরা দেয়না। তা আমি আজো বুঝতে পারিনি।
চিয়ার আপ
মন্তব্য করুন