শিরোনাম হীন
"তোমাকে সবাই
বুঝবে না ...হাসিমুখে তোমাকে দেখে
সবাই
ধরে নেবে, তুমি সুখে আছো ...
মেসেজে ছোট্ট করে যখন
তুমি লিখোঃ "ভালো আছি" , সবাই
ভেবে নিবে তুমি সত্যি বলছো ...
তোমার অভিনয় সবাই ধরতে পারবে না !!
চোখের দিকে সবাই দুই সেকেন্ড
বেশি সময় নিয়ে মনোযোগ
দিয়ে তাকিয়ে থাকবে না ... চোখের
নিচের কালি দেখে সবাই প্রশ্ন
করবে না, "রাতে কেন ঘুম হয় নি ??" ...
এলোমেলো চুল দেখে সবাই
ধরে নেবে না, তুমি ভালো নেই ...
অতকিছু খেয়াল করার সময় সবার নেই ... অত
কিছু সবাই খেয়াল করে না !!
সবাই ব্যস্ত ... সবাই স্বার্থপর ... তোমার
সাথে কাজের কথা বলে চলে যাবে ...
হয়তো জিজ্ঞেস করবে "কেমন আছো ??" ... ঐ
"কেমন আছো" টায় "ভদ্রতা" মিশে থাকে,
"আবেগ" এর ছিটেফোঁটাও থাকে না !!
পৃথিবী তার নিজের মত ঘুরছে ...
মানুষগুলোও ঘুরছে নিজের মত ... নিজের মত
ঘুরতে থাকা সব মানুষের
মাঝে হয়তো কেউ
তোমাকে বুঝতে চাইছে ... হয়তো কেউ
একটু খেয়াল করছে ... হয়তো কেউ একটু
কেয়ার করছে !!
বেখেয়ালি তোমাকে যে মানুষটা
খেয়াল
করছে, তাকেও একটু খেয়াল করো ... সুযোগ
দিও একটু খেয়াল করার, কেয়ার করার ...
অন্য কোন নিখোঁজ মানুষের খোঁজ
করতে গিয়ে খেয়াল
করা মানুষটাকে হেলায়
হারিয়ে ফেলো না !!
ব্যস্ত এই জগতে মানুষের কোন অভাব নেই ...
মানুষের মাঝে শুধু একটু "খেয়াল" এর
অভাব ... শুধু একটু "কেয়ার" এর অভাব !
কথা সত্য।
ভালো লাগলো!
আপনাদের কমেন্ট পেয়ে আম খুবই আনন্দিত
আপনাদের দুজনের লেখাই আমার কাছে অসম্ভব ভালো

লাগে
আমি সব সময় চেস্টা করি আপনাদের পোস্ট গুলো পড়তে
ঠিক বলেছেন। ভালো লেগেছে।
মন্তব্য করুন